টুকরো খবর
বনমহোৎসবে অনুষ্ঠান স্কুলে
ছবি: কৌশিক মিশ্র।
বনমহোৎসব উপলক্ষে পটাশপুর-২ পঞ্চায়েত সমিতির উদ্যোগে ও এগরা বন দফতরের সহযোগিতায় কানপুর শ্রীগুরু শিক্ষানিকেতনে একগুচ্ছ অনুষ্ঠান হল সোমবার। ট্যাবলো সহযোগে সুসজ্জিত শোভাযাত্রা বেরোয়। আলোচনাসভার পরে চারাগাছ বিলি করা হয়। স্কুল-চত্বরেও বেশ কিছু চারাগাছ রোপণ করা হয়। প্রধানশিক্ষক রামময় আচার্য জানান, এগরার রেঞ্জার ছত্রধর সোরেন, বিট অফিসার চিত্তরঞ্জন জানা ও কৃষ্ণচন্দ্র মাইতি, পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন সাউ প্রমুখ ছিলেন অনুষ্ঠানে।

ঘর ভাঙল হাতি
বুনো হাতির হানায় ৮টি ঘর ভাঙল নকশালবাড়ির মেরিভিউ চা বাগানে। রবিবার গভীর রাতে ওই চা বাগানে ৭টি বুনো হাতির পাল হানা দেয়। ঘর ভেঙে হাতির পাল চাল বার করে খেয়ে নেয় বলেও বাসিন্দাদের অভিযোগ। খবর পেয়ে এদিন সকালে ওই চা বাগানে বন দফতরের অফিসার এবং নকশালবড়ি পঞ্চায়েত সমিতির বন কর্মাধ্যক্ষ সুনীল ঘোষ যান। কর্মাধ্যক্ষ জানান, ক্ষতিগ্রস্তদের নামের তালিকা বন দফতরে জমা দেওয়া হয়েছে। দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার আর্জিও জানানো হয়েছে।

দুর্গাপুরে সভা
শিল্পাঞ্চলে দূষণ রোধে বৃক্ষরোপণের কথা বললেন দুর্গাপুরের বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায়। রবিবার সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে ভোজপুরি মঞ্চের দুর্গাপুর শাখা আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন। এই সভায় সংবর্ধনা দেওয়া হয় পুরসভার নব নির্বাচিত কাউন্সিলরদের। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল। উদ্যোক্তাদের পক্ষে শিবশংকর প্রসাদ জানান, মেয়রের পরামর্শ মেনে বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করবেন তাঁরা।

সর্পদষ্টের মৃত্যু
সাপের ছোবলে মৃত্যু হয়েছে নুর মহম্মদ শেখ (৩৮) নামে এক ব্যক্তির। বাড়ি নাকাশিপাড়ার বড়গাছি গ্রামে। শনিবার রাতে বাড়িতেই তাঁকে সাপে কামড়ায়। তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান, পথেই মারা গিয়েছেন নুর।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.