নেপালে বাস খালে, মৃত ৩৪ ভারতীয় |
সংবাদসংস্থা • কাঠমান্ডু |
নেপালে একটি বাস দুর্ঘটনায় আজ দশ জন মহিলা ও এক বালিকা-সহ ৩৯ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে অন্তত ৩৪ জন ভারতীয়। আহতদের মধ্যেও ১০ জন ভারতীয়র পরিচয় জানা গিয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বহু যাত্রী এখনও নিখোঁজ।
পুলিশ জানিয়েছে, বাসটিতে ১০০ থেকে ১২০ জন তীর্থযাত্রী ছিলেন। এঁদের অধিকাংশই উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের বাসিন্দা। বোলবাম উৎসবে যোগ দিতে নওয়ালপরাশি জেলার ত্রিবেণীঘাটের শিব মন্দিরে যাচ্ছিলেন তাঁরা। বেলা ১টা নাগাদ কাঠমান্ডু থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে গণ্ডক খালের কাছের রাস্তায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অতিরিক্ত যাত্রীবোঝাই বাসটি। পড়ে যায় খালে। নেপাল পুলিশ এবং সেনাবাহিনী যৌথ ভাবে উদ্ধারকাজে নেমেছে। |
|
গণ্ডক খালে বাস। কাঠমান্ডুর অদূরে ত্রিবেণীঘাটের কাছে। ছবি: এ এফ পি |
তৎপরতা শুরু করেছে ভারতীয় দূতাবাসও। দুর্ঘটনাস্থলে বিশেষজ্ঞ চিকিৎসক-সহ একটি বিশেষ দল পাঠিয়েছে তারা। মৃত, আহত ও নিখোঁজ তীর্থযাত্রীদের সম্পর্কে তথ্য দিতে ‘কন্ট্রোল রুম’ খোলা হয়েছে। দুর্ঘটনার কারণ নিয়ে এখনও ধন্দে পুলিশ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, রাস্তা পিছল থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন চালক। আবার পুলিশেরই একাংশের সন্দেহ, বাসটিতে অতিরিক্ত যাত্রী ছিল। ছাদেও বসেছিলেন বেশ কিছু যাত্রী। এর ফলেই বাসটি ভারসাম্য হারিয়ে খালে গড়িয়ে পড়ে।
|
গন্তব্যস্থল: নেপালের ত্রিবেণীঘাট
তীর্থযাত্রীর সংখ্যা: ১০০-১২০
(বেশিরভাগ ভারতীয়)
দুর্ঘটনাস্থল: গণ্ডক খাল (কাঠমাণ্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে)
কী ভাবে ঘটল: অতিরিক্ত যাত্রীবোঝাই বাস পিছল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।
মৃতের সংখ্যা: ৩৯ (১০ মহিলা ও
এক বালিকা) |
|
|