ছাত্র সংঘর্ষের জেরে পঠনপাঠন বিঘ্নিত হওয়ার প্রেক্ষিতে সরকার মনোনীত প্রতিনিধি নিযুক্ত করা হল বর্ধমান রাজ কলেজে। বর্ধমান জেলা জজ আদালতের আইনজীবী তথা তৃণমূল নেতা সদন তা-কে এই দায়িত্ব দেওয়া হয়েছে হয়েছে। শুক্রবার বিকেলে রাজ্যপালের তরফে চিঠি পাঠিয়েছেন রাজ্যের সহ-সচিব কে সি আইচ এ কথা জানিয়েছেন। সম্প্রতি এই কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দু’টি গোষ্ঠীর মধ্যে মাঝে-মধ্যেই বিবাদ বেধেছে। গণ্ডগোলের জেরে গত সপ্তাহে দু’দিন কলেজের পঠনপাঠন বন্ধ রাখা হয়। সরকারি প্রতিনিধি হিসেবে নিযুক্ত হওয়ার পরে সদনবাবু বলেন, “সোমবারই কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীদের সঙ্গে দেখা করব। পরে সব পক্ষকে নিয়ে একটি বৈঠক ডাকব। বর্ধমানের এই পুরনো কলেজের পঠনপাঠনে যাতে সমস্যা দেখা না দেয়, সে জন্য সব রকম চেষ্টা করব।”
|
এক ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে শনিবার দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম প্রসেনজিৎ ধর ও বান্টি সূত্রধর। প্রসেনজিতের বাড়ি পূর্বস্থলীর আদিপল্লি এলাকায়। আর বান্টি বাড়ি ইটখোলা পাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সমুদ্রগড় উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী জেসমিনা খান বৃহস্পতিবার বিকেলে স্কুল থেকে ফিরছিলেন। তখনই নাদামাঠ মোড়ের কাছে একটি গাড়ি থেকে কয়েকজন নেমে তাঁকে অপহরণের চেষ্টা করে বলে অভিযোগ। তবে স্থানীয় লোকজন অপহরণকারীদের দেখে ফেলায় তারা পালিয়ে যায়। শুক্রবার পূর্বস্থলী থানায় ওই ছাত্রীর পরিবার অভিযোগ দায়ের করেন। তারই ভিত্তিতে ওই দু’জনকে গ্রেফতার করা হয়। মহকুমা পুলিশের এক আধিকারিক বলেন, “এই ঘটনায় আরও দু’জন জড়িত। তাদের খোঁজে তল্লাশি চলছে।”
|
মাকে মুগুর দিয়ে খুন করার অভিযোগে গ্রেফতার করা হল মাখন দাস নামে এক যুবককে। রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ কেতুগ্রামের গঙ্গাটিকুড়ি দাসপাড়ার ঘটনা। পুলিশ জানায়, নিহতের নাম লক্ষ্মী দাস (৪৫)। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, এ দিন মাখন রাজমিস্ত্রির কাজ সেরে বাড়ি ফিরলে মায়ের সঙ্গে বচসা বাধে। লক্ষ্মীদেবী তাঁর দিকে কাস্তে ছোড়েন। তখন মাখন হাতের কাছে থাকা মুগুরের বাড়ি মারলে লক্ষ্মীদেবীর মৃত্যু হয়। কয়েক বছর আগে স্বামীকে খুনে অভিযুক্ত ছিলেন লক্ষ্মীদেবী। |