টুকরো খবর |
পাথর চাপা পড়ে মৃত্যু দুই মহিলার |
নিজস্ব সংবাদদাতা • রানিবাঁধ |
|
দুর্ঘটনাগ্রস্ত ট্রাক। শুক্রবার তোলা নিজস্ব চিত্র। |
পাথর বোঝাই ট্রাকের উপর বসেছিলেন জনা আটেক শ্রমিক। বেসামাল হয়ে ট্রাকটি রাস্তার পাশে উল্টে গেলে সেই পাথরের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হল দুই মহিলা শ্রমিকের। আহত হলেন আরও চার মহিলা-সহ ৬ জন। শুক্রবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে রানিবাঁধের ভালুকাডুংরি গ্রামের কাছে, মোলচাড়র-তুংচাড়র মোরাম রাস্তায়। পুলিশ জানিয়েছে, মৃত গোলাপি মুদি (৩৮) ও রানি মুদি’র (৪২) বাড়ি রানিবাঁধের বীরখামের করাপাড়ায়। আহতদের রানিবাঁধ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। পুলিশ জানিয়েছে, মোলচাঁড়র থেকে ট্রাকটি ফিরছিল। প্রথমে স্থানীয় বাসিন্দারা, পরে রানিবাঁধ থানার আইসি মহম্মদ আজম আলি পুলিশ নিয়ে গিয়ে আহতদের উদ্ধার করেন। হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন পুলিশ জানায়, চালক পলাতক।
|
রাস্তা সংস্কারের দাবি, অবরোধ বাঁকুড়ায় |
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
|
এই রাস্তা নিয়েই ক্ষোভ। ছবি: অভিজিৎ সিংহ। |
বাঁকুড়া শহরের গোবিন্দনগর থেকে কাঠজুড়িডাঙার মোড় পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে শুক্রবার সকালে ঘণ্টা দেড়েক পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই রাস্তা খারাপ হয়ে পড়ে রয়েছে। অথচ প্রশাসনের হুঁশ নেই। স্থানীয় বাসিন্দা রাজা মজুমদার, বিপ্লব সরকাররা বলেন, “কাঠজুড়িডাঙার মোড় থেকে গোবিন্দনগর পর্যন্ত রাস্তায় পিচ-পাথর উঠে গিয়ে বড় বড় গর্তে ভরে গিয়েছে। বৃষ্টিতে সেই গর্তে জল জমে গভীরতা বোঝা যাচ্ছে না। সে কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।” বাসিন্দাদের অভিযোগ, সবচেয়ে বেশি অসুবিধায় পড়ছেন বাঁকুড়া মেডিক্যালে ভর্তি হতে আসা রোগীরা। অ্যাম্বুল্যান্সের ঝাঁকুনিতে তাঁরা আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন। প্রশাসনের নজর টানার জন্যই তাঁরা আন্দোলনে নেমেছেন। পূর্ত দফতরের বাঁকুড়ার এগজিকিউটিভ ইঞ্জিনিয়র এ কে সিং বলেন, “রাস্তা সংস্কারের জন্য টেন্ডার ডাকা হয়েছে। এ মাসের শেষেই কাজ শুরু হবে।”
|
প্রতিবাদ মিছিল |
নিজস্ব সংবাদদাতা • কাশীপুর |
|
শিক্ষক ‘নিগ্রহে’র প্রতিবাদে মিছিল কাশীপুরে। ছবি: প্রদীপ মাহাতো। |
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে টাকা চেয়ে না পেয়ে তাঁকে মারধর করেছেন এক যুবক। বৃহস্পতিবারের এই ঘটনার প্রতিবাদে শুক্রবার কাশীপুরের বেকো উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-পড়ুয়ারা মিছিল করলেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোমেশ্বর বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “স্কুলের জমি তাঁদের দাবি করে ওই যুবক আমার কাছে টাকা দাবি করে। প্রতিবাদ করায় আমাকে মারধর করে। পুলিশের কাছে অভিযোগও করা হয়।” পুলিশ জানায়, অভিযুক্ত অবনী মণ্ডল পালিয়েছে। তাঁর বাড়ির এক বৃদ্ধা গৌরি মণ্ডল বলেন, “অবনী বাড়ি নেই। কোথায় গিয়েছে জানি না।”
|
বধূ উদ্ধার, ধৃত |
নিজস্ব সংবাদদাতা • ইন্দাস |
‘অপহৃত’ বধূকে ঝাড়খণ্ড থেকে উদ্ধার করে আনল পুলিশ। তাঁকে অপহরণ করার অভিযোগে সেখান থেকে গ্রেফতার করা হয় ইন্দাসের দশরথবাটি গ্রামের কাজী জিকরিয়াকে। ২৮ মে ওই বধূটিকে যুবকটি ঝাড়খণ্ডের মহেশপুর থানার গদরপাড়ায় নিয়ে যান। শুক্রবার বিষ্ণুপুর আদালত ধৃতকে ১৪ দিন জেলাহাজতের নির্দেশ দেয়।
|
মূলপর্বে পুরুলিয়া |
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতায় (অনূর্ধ্ব ১৭) পুঞ্চার নপাড়া হাইস্কুল কলকাতাকে হারিয়ে মূল পর্বে পৌঁছে গেল। শুক্রবার পূর্ব মেদিনীপুরে তারা ২-১ গোলে কলকাতাকে হারিয়ে মেদিনীপুর জোনের চ্যাম্পিয়ান হয়। নপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক বিপ্লব মাহাতো বলেন, “শুক্রবার সকালেই জোন চ্যাম্পিয়ান হওয়ার খবর পেয়েছি।” পুরুলিয়া জেলা ক্রীড়া ও যুবকল্যাণ আধিকারিক বিকাশ মণ্ডল বলেন, “আগামী ১৬-২০ জুলাই যুবভারতীতে পুরুলিয়ার দলটি মূল পর্বে খেলবে।”
|
জয়পুরে লুঠপাট |
নিজস্ব সংবাদদাতা • জয়পুর |
দু’টি বাড়ি ও দু’টি আশ্রমে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে বাঁকুড়ার জয়পুর থানার ময়নাপুর গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, ৮-১০ জন দুষ্কৃতী ভয় দেখিয়ে দুই গৃহস্থের বাড়িতে লুঠপাট চালায়। পাশের দু’টি আশ্রম থেকে পুজোর সামগ্রীও নিয়েছে।
|
পুড়ে মৃত্যু বধূর |
নিজস্ব সংবাদদাতা • কাঁকরতলা |
বাপেরবাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হল এক বধূর। শুক্রবার বেলা ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে কাঁকরতলা থানা এলাকার আড়ং গ্রামে। পুলিশ জানায়, মৃতার নাম টুম্পা মণ্ডল (২৮)। শ্বশুরবাড়ি বর্ধমানের জামুড়িয়ায়। ওই বধূ আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।
|
বাজ পড়ে মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • কাঁকরতলা |
গরু চরানোর সময় বাজপড়ে মৃত্যু হল এক যুবকের। শুক্রবার বিকেল ৫টা নাগাদ ঘটনাটি ঘটে কাঁকরতলা থানা এলাকার আড়ং গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম শ্রীবাস গড়াই (৩০)। বাড়ি লাগোয়া ঝাড়খণ্ডের নলা থানার মোহিতনগর গ্রামে। |
|