টুকরো খবর
জামিনে মুক্ত সিএবি সচিব
শেষ পর্যন্ত ব্যাঙ্কশাল আদালতে গিয়ে ব্যক্তিগত জামিন নিয়ে এলেন সিএবি-র যুগ্ম-সচিব বিশ্বরূপ দে। গত মঙ্গলবার সিএবি সচিবের নামে গ্রেফতারি পরোয়ানা বার করে আদালত। ২০১০ আইপিএলের সময় সুপার হসপিটালিটি বক্সের নির্মাণসংক্রান্ত ব্যাপারে। কিন্তু শুক্রবার আদালতে গেলে তাঁকে ‘বেল’ বন্ড নয়, হাজার টাকার ব্যক্তিগত বন্ডে মুক্তি দিয়ে দেওয়া হয়। তবে বন্ডে মুক্তি পেলেও সচিবের বিরুদ্ধে মামলা খারিজ হয়নি। পরবর্তী শুনানি ১৩ সেপ্টেম্বর। সিএবি সচিবের নামে যে চার্জশিট পেশ করেছে পুলিশ তাতে বলা হয়েছে, সচিব আত্মগোপন করে আছেন। তাই তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা বের করা হোক। যা সত্যি নয় বলে সিএবি সচিবের আইনজীবীদের তরফে দাবি করা হয়। প্রয়োজনীয় জামিনও পেয়ে যান বিশ্বরূপ। কিন্তু তাঁর নামে এমন অভিযোগ তোলা হল কেন? এই প্রশ্নের উত্তরে সিএবি-তে একটি অনুষ্ঠানে এসে রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র বলেন, “সিএবি যদি এই ব্যাপারটা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন, তা হলে ব্যাপারটা মিটে যাবে।”

বর্ষসেরা অভিরূপ
বিশ্ববিদ্যালয় বিভাগ থেকে এ বার সিএবি-র বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন আনন্দবাজার ক্রিকেট ক্লাবের অভিরূপ গুপ্ত। অনূর্ধ্ব-২২ বাংলা দলের সদস্য এই বাঁ-হাতি ব্যাটসম্যান বাংলার হয়ে খেলেছেন তিনটে ম্যাচ। সর্বোচ্চ ৪৮। অভিরূপ ক্লাব ক্রিকেটে খেলেন আনন্দবাজারের হয়ে। এ বার ছ’টি ম্যাচে একটি সেঞ্চুরি-সহ করেছেন তিনশো রান। এ ছাড়া অজয় ঘোষ ট্রফির তিনটে ম্যাচের তিনটেতেই হাফসেঞ্চুরি আছে উল্টোডাঙার এই বাসিন্দার। এ ছাড়া সেরা জুনিয়র ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন স্বাগত গঙ্গোপাধ্যায়। সাব-জুনিয়র ক্রিকেটে বর্ষসেরা কাজি জুনিয়ৎ সফি। মরসুমের সেরা আম্পায়ার (গ্রেড ওয়ান) যুগ্ম ভাবে হয়েছেন প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় (এই নিয়ে চতুর্থ বার) এবং অদীপ্ত মুখোপাধ্যায়। এ দিকে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ টিমে সুযোগ পাওয়ার জন্য বাংলার প্রতিশ্রুতিমান ক্রিকেটার সন্দীপন দাসকে শুক্রবার সংবর্ধনা দিল সিএবি।

শিবির নিয়ে দ্বিধায় মর্গ্যান
জাতীয় শিবিরের জন্য কল্যাণীতে ইস্টবেঙ্গলের আবাসিক শিবির ঘিরে অনিশ্চয়তা তৈরি হল। কোচ মর্গ্যান বলেন, “জাতীয় শিবিরে আমাদের আট ফুটবলার ডাক পেয়েছে। যদি সব ফুটবলারকে না-ই পাই, তা হলে শিবিরের মানে কী? এখনও চূড়ান্ত কিছু করিনি।” অনেক ক্লাবই এত দিনের জন্য ফুটবলার ছাড়তে রাজি নয়। কল্যাণীতে ইস্টবেঙ্গলের শিবির শুরু হওয়ার কথা ২২ জুলাই। এ দিকে, রবিবার সকালেই দুর্গাপুরে তেরো দিনের শিবিরে যাচ্ছে মোহনবাগান। শিবিরে ওডাফা ওকোলি থাকছেন না। ইচে ও স্ট্যানলি শুক্রবার শহরে পৌঁছতে পারছেন না। মোহনবাগান কোচ সন্তোষ কাশ্যপ বললেন, “শিবিরে আমরা ফিটনেস এবং ফিজিক্যাল ট্রেনিংয়ের ওপরই বেশি জোর দেব।”

আদালতে নির্দোষ টেরি
বর্ণবৈষম্যের অভিযোগ থেকে আদালত মুক্তি দিল চেলসি অধিনায়ক জন টেরিকে। গত বছর প্রিমিয়ার লিগে চেলসি বনাম কুইন্স পার্ক রেঞ্জার্স ম্যাচে কিউপিআর ডিফেন্ডার অ্যান্টন ফার্দিনান্দের সঙ্গে তুমুল বাদানুবাদ হয়। ফার্দিনান্দ অভিযোগ করেছিলেন, টেরি বর্ণবৈষম্য মূলক কথা বলেছেন। কিন্তু আদালত শুক্রবার টেরিকে সেই অভিযোগ থেকে রেহাই দিয়েছে।

ইতালি ছাড়ছেন দেল পিয়েরো
তারকাদের নিতে বিশাল অঙ্কের টোপ দিল প্যারিস সাঁ জাঁ। এ সি মিলানের মালিক, ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি জানান, বিশাল অর্থের জন্য ছেড়ে দিচ্ছেন দুই তারকা জ্লাটান ইব্রাহিমোভিচ ও থিয়াগো সিলভাকে। যদিও ইব্রার এজেন্ট বলছেন, কিছু চূড়ান্ত হয়নি। কাকা, কার্লোস তেভেজ, লুকা মদরিচকেও বিশাল অঙ্কের টোপ দিয়েছে পি এস জি। এ দিকে, আলেসান্দ্রো দেল পিয়েরো খেলতে পারেন আমেরিকায়। লস অ্যাঞ্জেলিস গ্যালাক্সিতে খেলতে চান তিনি।

চার্চিলে ডায়াস
কার্লোস পাহিরা নতুন মরসুমের চুক্তি সই করেননি। চার্চিল ব্রাদার্স তাই নতুন কোচ হিসাবে চুক্তি করল মারিয়ানো ডায়াসের সঙ্গে। টিডি থাকছেন সুভাষ ভৌমিক-ই। এশীয় কোটায় তারা সই করিয়েছে লেবানিজ ডিফেন্ডার বিলাল নাজ্জারিনকে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.