টোলগে ওজবে নন, ট্রেভর জেমস মর্গ্যানকে বেশি কষ্ট দিচ্ছে এক বাঙালি ফুটবলারকে হারানোর জ্বালা। গোলকিপার সন্দীপ নন্দী।
আজ এয়ারলাইন্স ক্লাবতাঁবুতে টোলগে নিয়ে আলোচনায় বসছে আই এফ এ। অবশ্য সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম। টোলগেকে নিয়ে ইস্টবেঙ্গলে এখনও জোর আলোচনা। স্কটল্যান্ড থেকে ফিরে শনিবারই অনুশীলনে নামলেন মেহতাব হোসেন। ওয়ার্ক পারমিট না থাকায় স্কটল্যান্ডের ক্লাবে সুযোগ পেয়েও ফিরে আসতে হল। নজির গড়ার সুযোগ হারালেন।
টোলগেকে নিয়ে বার বার প্রশ্নে বিরক্ত মর্গ্যান শুক্রবার অনুশীলনের পর বলেন, “টোলগেকে নিয়ে বাড়াবাড়ি হচ্ছে। আমার বেশি খারাপ লাগছে সন্দীপ নন্দীর জন্য। দু’বছর ও আমার দলে ছিল। এ বছরও খেলতে চেয়েছিল। যে কোনও কারণেই হোক, ওকে রাখতে পারলাম না।” আরও বলেন, “টোলগে আর নির্মল ছেত্রী নিজের ইচ্ছায় ক্লাব বদলেছে। ওদের নিয়ে আমার আফসোস নেই। কিন্তু সন্দীপকে রাখতে চেয়েছিলাম।”
টোলগের না থাকা দলে প্রভাব ফেলবে না, বলছেন পেন ওরজিও। বরং তাঁর ধারণা, এক সঙ্গে তিন নাইজিরিয়ান থাকায় আরও বেশি সুবিধা হবে ইস্টবেঙ্গলের। তাঁর কথায়, “আমাদের তিন জনের ভাষা এক। খেলার সময় বোঝাপড়া আরও ভাল হবে। আর চিডি কত ভাল ফুটবলার সেটা মরসুম শেষে ও ৩০ গোল করার পরেই বলব।” পরের মরসুমেই ইস্টবেঙ্গলের সঙ্গে পেনের চুক্তি শেষ হবে। নতুন মরসুম নিয়ে কী ভাবছেন? পেন বললেন, “যে বেশি টাকা দেবে তার দলেই খেলব। ভবানীপুর হলেও অসুবিধা নেই।” |