টানা আট টেস্ট হারার পর ভারত ফের পাঁচ দিনের ক্রিকেটে ফিরছে। এবং সচিন তেন্ডুলকর মনে করছেন, টেস্টে ভারতের সম্মান পুনরুদ্ধারের মঞ্চ হতে পারে অগস্ট-সেপ্টেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ। সচিন আজ বলেছেন, “আমরা অনেক দিন পর টেস্ট সিরিজ খেলব। সেটাও আবার নিজের দেশে। আর আমি মনে করি, ঘরের মাঠে ইংল্যান্ডের মহড়া নেওয়ার আগে নিউজিল্যান্ড সিরিজটাই হবে আমাদের আবার টেস্ট ক্রিকেট সসম্মানে ফিরে আসার মঞ্চ।”
আসন্ন সিরিজগুলোয় ভারতের টপঅর্ডার ব্যাটিং নিয়ে চিন্তাতেও আছেন সচিন। কারণ, রাহুল দ্রাবিড়ের অবসর। ভারতের সর্বকালের সফলতম তিন নম্বর ব্যাটসম্যানের অবসরের পর প্রথম টেস্ট সিরিজ খেলবে ভারত। সচিন বলেছেন, “রাহুল বিশ্ব ক্রিকেটের এক অসাধারণ প্লেয়ার। তিন নম্বরে রাহুলের যথার্থ বিকল্প হয়ে ওঠার ক্ষমতা কারও হবে না।” তিন নম্বরে টেস্টে সর্বাধিক রান দ্রাবিড়ের। ডন ব্র্যাডম্যান, রিকি পন্টিংয়ের চেয়েও বেশি। ভারতীয় দলে সেই ব্যাটসম্যানের উত্তরসূরি প্রসঙ্গে সচিন বলেছেন, “গোটা দেশ ওর অভাব অনুভব করবে। আমরা সবাই অভ্যস্ত ছিলাম, ভারতের টেস্ট ম্যাচ মানেই তিন নম্বরে নামার জন্য রাহুল প্যাড বাঁধছে, ছবিটা দেখতে। ওর জায়গায় যে নামবে তাকে চূড়ান্ত শৃঙ্খলাপরায়ণ, দৃঢ়প্রতিজ্ঞ, দায়বদ্ধ হতে হবে।”
এ দিকে, বৃহস্পতিবার অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় আসন্ন শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন বিনয় কুমার। তাঁর জায়গায় দলে এলেন ইরফান পাঠান। বোর্ড জানিয়েছে, বিনয়ের সুস্থ হতে তিন সপ্তাহ লাগবে। ২০১১ ডিসেম্বরের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পর আবার জাতীয় দলে ফিরে ভারতের শেষ দুটো ওয়ান ডে সিরিজ খেলেছেন ইরফান। ২১ জুলাই শ্রীলঙ্কা সফর শুরু করছে ভারত। |