সকালেই ঠিক করলাম অবসর নেব, বলছেন লি
ন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ব্রেট লি। অস্ট্রেলিয়ান পেসার অবশ্য জানিয়েছেন, বিগ ব্যাশ এবং আইপিএলে খেলবেন তিনি। ২০১০ ফেব্রুয়ারিতে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও অস্ট্রেলিয়ার হয়ে ওয়ান ডে ক্রিকেট খেলছিলেন লি।
৩৫ বছরের লি ঠিক করেছিলেন, সেপ্টেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে অবসর ঘোষণা করবেন। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত ওয়ান ডে সিরিজের মাঝখানেই পায়ের পেশিতে চোট পেয়ে দেশে ফিরে আসতে হয় তাঁকে। লি জানিয়েছেন, তরুণ পেসারদের জায়গা করে দেওয়ার সময় এসে গিয়েছে। “আমার কেরিয়ারটা স্বপ্নের মতো ছিল। ১৩ বছর ধরে সর্বোচ্চ স্তরে ক্রিকেট খেলাএর চেয়ে বেশি আর কী চাইতে পারি?” এ দিন বলেছেন লি। অবসর ঘোষণার দিন ঠিক করা নিয়ে তাঁর বক্তব্য, “কাল রাতে ভাল ঘুম হয়নি। হঠাৎ করেই আজ সকালে মনে হল, সরে দাঁড়ানোর এটাই সঠিক সময়। তবে গত কয়েক মাস ধরেই ব্যাপারটা নিয়ে ভাবনাচিন্তা করেছি।”
অবসর ঘোষণার পর এসসিজি-তে। ছবি: এএফপি
এক দিনের ক্রিকেটে গ্লেন ম্যাকগ্রার পাশাপাশি লি-ই সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন৩৮০। যদিও আইসিসি বিশ্ব একাদশের হয়ে একটা উইকেট নেওয়ায় সব মিলিয়ে ম্যাকগ্রার উইকেট সংখ্যা ৩৮১। ১৯৯৯ সালে বক্সিং ডে টেস্টে ভারতের বিরুদ্ধে অভিষেক হয় লি-র। জীবনের প্রথম ইনিংসেই পাঁচ উইকেট নেন। ক্রিকেটের সর্বকালের সফলতম বোলারদের মধ্যে তিনি দশ নম্বরে। তিনটে ফর্ম্যাট মিলিয়ে লি ৭১৮ উইকেট। ২০০৩ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য লি তিনটে সফল অ্যাসেজ সিরিজেও খেলেছেন। আধুনিক ক্রিকেটের অন্যতম ভয়ঙ্কর পেসার হিসেবে পরিচিত ছিলেন ছ’ফুটের লি। ক্রিকেটের পাশাপাশি যিনি গান এবং গিটার বাজানোর জন্যও যথেষ্ট বিখ্যাত।
তবে চোটবিধ্বস্ত ক্রিকেটজীবনে বেশ কয়েক বার দল থেকে বাইরে থাকতে হয়েছে তাঁকে। গোড়ালিতে গুরুতর চোটের জন্য ২০০৭ বিশ্বকাপে খেলতে পারেননি। ১৩ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে পিঠ, পেট, কোমর, কনুই, পাকোনও চোটই বাদ যায়নি। লি নিজেই মজা করে এ দিন বলেছেন, “আমার কেরিয়ারে র্যাম্বোর চেয়েও বেশি কামব্যাক!” সঙ্গে অবশ্য যোগ করেছেন, “পেসার হতে গেলে কিছুটা পাগল হতে হয়। না হলে প্রত্যেকটা বলে নিজের শরীরটা নিংড়ে দেওয়া যায় না। আমি এ ভাবেই খেলেছি।” ব্রেট লি প্রসঙ্গে অস্ট্রেলিয়ার অন্যতম সফল অধিনায়ক স্টিভ ওয় এ দিন বলেছেন, “গোটা কেরিয়ারে ব্রেট একশো শতাংশ দিয়েছে। নিজের শরীরের উপর কত ধকল সহ্য করেছে! অতগুলো চোট সারিয়ে ফিরে আসা সহজ নয়। আমার ছেলে ব্রেটের বিশাল ভক্ত। আমি নিশ্চিত আরও অনেকেই ওকে নিজেদের আদর্শ বলে মনে করে।”

ব্রেট লি: এক নজরে
টেস্ট ৭৬, উইকেট ৩১০
ওয়ান ডে ২২১, উইকেট ৩৮০
টি-টোয়েন্টি ২৫, উইকেট ২৮




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.