যাত্রী নিরাপত্তার দাবি, মিছিল রামপুরহাটে |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
রাতে রামপুরহাট স্টেশন চত্বরে যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানাল আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি মাডওয়া। নিরাপত্তা সুনিশ্চিত করা-সহ একাধিক দাবিতে শুক্রবার সংগঠনের তরফে রামপুরহাট স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি দেওয়ার সময়ে বীরভূম জেলা ছাড়াও বর্ধমান, হুগলি ও ঝাড়খণ্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্মারকলিপি দেওয়ার পাশাপাশি সংগঠনের প্রায় ২ হাজার সদস্য রামপুরহাট শহরে মিছিল করে স্টেশন সংলগ্ন রেলওয়ে চ্যাম্পিয়ন গ্রাউন্ডে সমবেত হন। সম্প্রতি রামপুরহাট স্টেশনের বাইরে এক কিশোরীকে ধর্ষণ এবং আর এক কিশোরীর শ্লীলতাহানি হয়েছিল বলে অভিযোগ। |
সংগঠনের পক্ষে ছোট হাঁসদা, পেল মাড্ডি, অর্জুন হাঁসদা, রাবন দাস হেমব্রমরা বলেন, “গত ২৯ জুন রাতে ধর্ষণকাণ্ডে অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আদিবাসী ও সাধারণ মহিলা যাত্রীদের নিরাপত্তার জন্য স্টেশন চত্বরে চলা অসামাজিক কাজকর্ম বন্ধ করা ও মহিলাদের জন্য আলাদা প্রতীক্ষালয়ের ব্যবস্থা-সহ নানা দাবি জানানো হয়েছে।” স্টেশন ম্যানেজার অলোক কুমার বলেন, “স্টেশন চত্বরে নিরাপত্তা জোরদার করার চেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যে আরপিএফ, জিআরপি কর্মী, আধিকারিকদের নিয়ে বৈঠক হয়েছে। বাকি দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।”
এ দিকে, ওই দিন কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ ঝাড়খণ্ডের পাকুড় থেকে রামপুরহাটের রামরামপুরের বাসিন্দা প্রণবকুমার লেট ওরফে অডিগার্ড নামে এক যুবককে গ্রেফতার করেছে। পাশাপাশি আর এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগে রামপুরহাট পুরসভার বামনিগ্রাম এলাকা থেকে মাতিন শেখ নামে এক যুবককে গ্রেফতারও করা হয়েছে। |