আজকের শিরোনাম
জামিন পেলেন লক্ষ্মণ শেঠ
১১৮ দিন জেল হেফাজতে থাকার পর জামিন পেলেন লক্ষ্মণ শেঠ। ৫০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। স্থানীয় দু’জন জামিনদার ও সপ্তাহে দু’দিন হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি লক্ষ্মণ শেঠকে পূর্ব মেদিনীপুর জেলায় ঢোকার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। লক্ষ্মণ শেঠের জামিন প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানান যে এই আইনী লড়াই চালিয়ে যেতে সিআইডিকে উচ্চ আদালতে যাওয়ার অনুরোধ করবেন তারা। অন্যদিকে লক্ষ্মণ শেঠের মামলাকে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র।

অসমে প্রকাশ্যে ছাত্রীর শ্লীলতাহানি
অসমে প্রকাশ্য রাস্তায় জনসমক্ষে একাদশ শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানি করে ১০-১২ জন মদ্যপ যুবক। সোমবার রাতে ঘটনাটি ঘটে গুয়াহাটির রাজপথে এক পানশালার সামনে। ওই দিন যুবতীটি তাঁর বন্ধুদের সঙ্গে জন্মদিন পালন করার জন্য গুয়াহাটি-শিলং রোডের ওপর একটি পানশালায় যান। সেখানে তাঁর পিছু নেয় কিছু যুবক। কিছুক্ষণ পরে ছাত্রীটির সঙ্গে অভব্য আচরণ শুরু করে তারা। প্রায় দেড় থেকে দু’ ঘন্টা ধরে চলে ওই ন্যক্কারজনক ঘটনা। মাত্র দু’কিলোমিটার দূরে থানা থাকা সত্ত্বেও ঘটনাস্থলে পৌঁছতে পুলিশের সময় লেগে যায় প্রায় দেড় ঘন্টা। শুধু তাই নয় প্রতিবাদ না করে স্থানীয় লোকেরা ঘটনাটির ছবি তুলে ছড়িয়ে দেয় ইন্টারনেটে। এখনও পর্যন্ত ঘটনায় অভিযুক্ত ৪ জনকে গ্রফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন সরকারী কর্মী। বাকিদের সনাক্ত করা গেলেও গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

ফের ছাত্রী নিগ্রহ
ফের শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের ঘটনা ঘটল। বিশ্বভারতীর স্মৃতি ফিকে হওয়ার আগেই উত্তর চব্বিশ পরগণা ও হলদিয়ায় ফের নিগ্রহের শিকার হল দুই ছাত্রী। উত্তর চব্বিশ পরগণার গোপালনগর বালিকা বিদ্যালয়ে সহপাঠীর টাকা চুরির অভিযোগে হেনস্থা করা হল অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে। সহপাঠীর ৫০ টাকা হারানোর অভিযোগে ছাত্রীটির পোশাক খুলে তল্লাশি চালান শিক্ষিকা। ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছে ছাত্রীটি। ওই শিক্ষিকার বিরুদ্ধে গোপালনগর থানায় অভিযোগ দায়ের করেছে ছাত্রীর পরিবার।
অন্যদিকে হলদিয়ায় সূতাহারের একটি স্কুলে ছাত্রীকে মারধরের অভিযোগ ওঠে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। টিফিনের সময় জল ফেলার জন্য প্রচণ্ড মারধর করা হয় ওই ছাত্রীকে। পাশাপাশি তাকে জামা খুলে জল মুছতেও নির্দেশ দেন তিনি। তবে সম্পূর্ণ ঘটনাটি অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষিকা।

উত্তরপ্রদেশের গ্রামে তালিবানি ফতোয়া
উত্তরপ্রদেশের আসারা গ্রামের বাঘপত বিধানসভা কেন্দ্রে যুবক-যুবতীদের ওপর তালিবানি ফতোয়া জারি করল খাপ পঞ্চায়েতের সদস্যরা। বহাল হল একাধিক নিষেধাজ্ঞা যেমন—
• প্রেম-বিবাহ
• স্বজাতি-বিবাহ
• যুবক-যুবতীদের অবাধ মেলামেশা ও রাস্তায় মোবাইল ব্যবহার
• রাস্তায় বেরোলে মহিলাদের মাথায় ঘোমটা দিতে হবে
• সন্ধ্যাবেলা ৪০ বছরের নীচে মহিলাদের একাকী রাস্তায় বেরোনো
পাশাপাশি পঞ্চায়েত থেকে জানানো হয়েছে যে এই তালিকার নিয়ম অমান্য করলে গ্রাম থেকে বহিষ্কার করা হবে। তবে এই কড়া নিষেধাজ্ঞার পাশাপাশি একটিই রুপোলি রেখা যে খাপ পণ প্রথার বিরোধী। প্রসঙ্গত খাপের এই সিদ্ধান্তগুলি মেনে নিয়েছে গ্রামবাসীরা। সমগ্র ঘটনার তদন্ত করতে জেলার গোয়েন্দা দফতরকে নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার ভি কে শেখর। তবে এখনও পর্যন্ত খাপের কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ব্রেট লি’র
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলীয় ফাস্ট বোলার ব্রেট লি। সাংবাদিক বৈঠক করে তিনি অবসর নেওয়ার কথা ঘোষণা করেন। পাশাপাশি জানান আইপিএল ও বিগ ব্যাস খেলতে তাঁর আপত্তি নেই। ১৩ বছরের সফল ক্রিকেটজীবনের পর ৩৫ বছর বয়সে অবসর নিতে চলা ক্রিকেটারের মুখে তৃপ্তির হাসি। জানালেন এটাই সঠিক সময় অবসর নেওয়ার। ২০১০-এ টেস্ট থেকে অবসর নিলেও ওয়ান ডে ও টি-২০ খেলা চালিয়ে যান তিনি। ১৯৯৯-এ প্রথম ভারতের বিরুদ্ধে খেলে আন্তর্জাতিক ক্রিকেটজীবন শুরু করেন ব্রেট লি। আন্তর্জাতিক ক্রিকেটে লি মোট ৭৬ টি টেস্ট, ২২১ টি ওয়ান ডে ও ২৫টি টি-২০ খেলেছেন এবং তাঁর নেওয়া উইকেট যথাক্রমে ৩১০, ৩৮০ ও ২৮। লি এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার চতুর্থ সফলতম ফাস্ট বোলার। তবে সাফল্যের শীর্ষে পৌঁছাতে অনেক চড়াই-উতরাই পেরোতে হয়েছে বলে জানালেন ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়ে নেওয়া এই পেসার।

বেলাইন মালগাড়ি, বিপর্যস্ত পরিষেবা
গতকাল রাতে গয়া-মোগলসরাই ডিভিসনে লাইনচ্যুত হয়ে পড়ে একটি কয়লা বোঝাই মালগাড়ি। ভাবুয়া ও দুর্গাবতী স্টেশনের মাঝে মালগাড়িটির ২৬টি বগি বেলাইন হয়ে যায়। ফলে মোগলসরাই শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার জেরে আটকে পড়ে বহু দূরপাল্লার ট্রেন। বেশ কিছু ট্রেনকে ঘুরপথে পটনা হয়ে রওনা করানো হয়। ঘুরপথে চলছে রাজধানী এক্সপ্রেস ও কালকা মেল-সহ প্রায় ৫০টি ট্রেন। পরিষেবা স্বাভাবিক করার জন্য রেললাইন সারানোর কাজ দ্রুতগতিতে চলছে। ইতিমধ্যেই একটি রিলিফ ট্রেনকে মোগলসরাইতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.