টুকরো খবর
কিশোরী উদ্ধার রামপুরহাটে
বুধবার সন্ধ্যা নামতেই রামপুরহাট মহকুমা হাসপাতালে আসা-যাওয়া মানুষের ভিড় কমেছে। হাসপাতালে মূল প্রবেশ দ্বারের সামনে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের দু’ধারে গাড়ি দাঁড়িয়ে। চোখে পড়ল এক জায়গায় গাড়িচালক ও কিছু মানুষজনের জটলা। দূর থেকে কিছুই বোঝা যাচ্ছিল না। কাছে গিয়ে দেখা গেল এক কিশোরী একলা বসে কান্নাকাটি করছে। ওই কিশোরীর কথা ঠিক মতো বুঝতে পারা যাচ্ছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় দখলবাটি পঞ্চায়েতের প্রধান দীনবন্ধু মণ্ডল। তিনি ওই কিশোরীর সঙ্গে কথা বলেন। দীনবন্ধুবাবু বলেন, “বাবা-মা নেই বলে জাহেদুন খাতুন নামে ওই কিশোরী জানিয়েছে। মুরারইয়ের হরিশপুরে মামা-মামিমার কাছে সে থাকত। সম্প্রতি তাকে মারধর করে বের করে দেওয়া হয়েছে বলে ওই কিশোরী দাবি করেছে।” এ দিকে, রাস্তার ধারে একলা কিশোরীকে কান্নাকাটি করতে দেখে জটলা মানুষজন পুলিশে খবর দেন। দীনবন্ধুবাবু বলেন, “চেয়েছিলাম পুলিশ-প্রশাসন হস্তক্ষেপ করুক। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও পুলিশ না আসায় এলাকার বাসিন্দাদের কেউ কেউ ওই কিশোরীকে নিজেদের হেফাজতে রাখতে চান। শেষে এক বাসিন্দার কাছে তাকে রাখা হয়। রাতের দিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।” পুলিশ জানায়, বৃহস্পতিবার ওই কিশোরীকে রামপুরহাট মহকুমাশাসকের আদালতে পাঠানো হয়। ডেপুটি ম্যাজিস্ট্রেট মহম্মদ ইব্রাহিম বলেন, “সিদ্ধান্ত হয়েছে মুরারই থানার মাধ্যমে হরিশপুরে ওই কিশোরীকে নিয়ে যাওয়া হবে। সেখানে যদি আত্মীয়রা তার দায়িত্ব নিতে না চায় তা হলে সরকারি হোমে পাঠানো হবে।”

গৃহ নির্মাণে টাকার দাবি
গত আর্থিক বছরে ইন্দিরা আবাস যোজনায় গৃহনির্মাণ প্রকল্পে রামপুরহাট ১ পঞ্চায়েত সমিতির অধীন দখলবাটি পঞ্চায়েতের ২০০ জন উপভোক্তা প্রকল্পের প্রথম কিস্তির ২২,৫০০ টাকা পেয়েছেন। ওই টাকায় বাড়ি নির্মাণ করলেও দ্বিতীয় কিস্তির টাকা না পাওয়ায় তাঁরা বাড়ি সম্পূর্ণ করতে পারছেন না। পঞ্চায়েত প্রধান কংগ্রেসের দীনবন্ধু মণ্ডলের দাবি, “দ্বিতীয় কিস্তির টাকা না পাওয়ার জন্য বর্ষায় নির্মীয়মাণ বাড়িগুলি ক্ষতির মুখে পড়েছে। বর্ষার মরসুমে বাড়িগুলি যাতে সম্পূর্ণ করে উপভোক্তারা নিজেদের ঘরে প্রবেশ করতে পারেন সে জন্য সম্প্রতি বিডিও-র কাছে লিখিত ভাবে আবেদন জানিয়েছি।” রামপুরহাট ১ ব্লকের বিডিও আব্দুল মান্নান বলেন, “বেশকিছু উপভোক্তাকে টাকা দেওয়া হয়েছে। বাকিদের খুব শীঘ্রই দেওয়া হবে।”

পঞ্চায়েতে বিক্ষোভ
মুরারই থানার রাজগ্রাম গ্রামের ভিতরের রাস্তা সংস্কার ও সংস্কারে উন্নতমানের উপকরণ ব্যবহারের দাবিতে বুধবার পঞ্চায়েতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীদের একাংশ। বিক্ষোভকারীরা ওই দিন দুপুরে পঞ্চায়েতে ঢুকে ভাঙচুর চালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। রাজগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সিপিএমের আনোয়ার হোসেন বলেন, “রাস্তাটি পূর্ত দফতরের। মোরাম ফেলে রাস্তায় গর্ত বোজানোয় উদ্যোগী হয়েছিলেন পঞ্চায়েত সদস্য। এলাকাবাসীর দাবি, রাস্তাটি ভাল ভাবে সংস্কার করতে হবে। পঞ্চায়েতের ক্ষমতার বাইরে থাকার জন্য রাস্তাটি ভাল ভাবে সংস্কার করা যাচ্ছে না।”

বাড়িতে চুরি
গৃহস্থের অবর্তমানে দরজার তালা ভেঙে চুরি হয়েছে দুবরাজপুর পুর এলাকার ২ নম্বর ওয়ার্ডে। বৃহস্পতিবার সকালের ঘটনা। গৃহকর্তা পেশায় স্কুল শিক্ষক সুকুমার মণ্ডলের দাবি, “এ দিন সকালে কিছুক্ষণের জন্য ব্যাঙ্কে গিয়েছিল। সেই সময়েই চুরি হয়। একটি ল্যাপটপ চুরি হয়েছে। দুবরাজপুর থানায় অভিযোগ করেছি।” পুলিশ তদন্ত শুরু করেছে।

পাট্টা বিলি
নিজভূমি নিজগৃহ প্রকল্পের আওতায় মোট ২২ জনকে পাট্টা বিলি করা হল রাজনগরে। বৃহস্পতিবার বিকেলে রাজনগর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দফতর থেকে ওই পাট্টা বিলি করা হয়েছে। ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক শুভঙ্কর বিশ্বাস জানান, এ দিন ব্লকের ভবানীপুর পঞ্চায়েত এলাকায় নিমরা মৌজার ২২ জনের প্রত্যেককে পাঁচ শতক করে মোট এক একর দশ শতক জমি পাট্টা দেওয়া হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.