মুখ্যমন্ত্রীর ঘোষণা
• জলপাইগুড়িতে তিনটি নতুন
সুপার স্পেশালিটি হাসপাতাল।
• মালবাজার, ফালাকাটা, ও
জলপাইগুড়ি হাসপাতালকে
মাল্টি স্পেশাল হাসপাতালে উন্নীত।
• শিশু ও মায়ের জন্য এসএনসিইউ ইউনিট
জেলার ১০টি হাসপাতালে।
• মঙ্গলবাড়ি স্বাস্থ্যকেন্দ্র
৩০ শয্যায় উন্নীত করা হবে।
• জলপাইগুড়ি জেলায়
একটি নার্সিং স্কুল
এবং পিটিটিআই স্কুল।
• আলিপুরদুয়ার এবং বীরপাড়া
হাসপাতালের সংস্কার।
• স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি জিনিস
বিক্রির বাজার ভবন।
• ময়নাগুড়িতে নতুন পলিটেকনিক কলেজ।
• কুমারগ্রামে আইটিআই প্রশিক্ষণ কেন্দ্র।
উত্তরে মুখ্যমন্ত্রী


• ফালাকাটা ও রাজগঞ্জে নতুন
আইটিআই কলেজ তৈরির বিবেচনা।
• আলিপুরদুয়ারে নিউজপ্রিন্ট
ডেভেলপিং সেন্টার।
• গ্রামীণ বিদ্যুদায়ন প্রকল্প জেলায়
১৬৫ কোটি টাকা বরাদ্দ।
• জলপাইগুড়িতে পানীয়
জল সরবারহের ২১
প্রকল্পের কাজ দ্রুত শেষ।
• স্পোর্টস কমপ্লেক্সের
জন্য ১৯ কোটি বরাদ্দ।
• চিলাপাতায় মডেল ভিলেজ।
• ধূপগুড়িতে মহিলা কলেজ
তৈরি করতে ৫ কোটি।
• আলিপুরদুয়ার ইন্ডোর
স্টেডিয়ামের জন্য ৪ কোটি।
• বানারহাটে হিন্দি কলেজ
ও রাজগঞ্জ কলেজের
জন্য ৫ কোটি টাকা করে বরাদ্দ।
বৈঠকের পর
• ভর্তির সমস্যায় ধূপগুড়ি, রাজগঞ্জ,
ফালাকাটা কলেজে আসন বৃদ্ধি।
• মেটিলিতে আইটিআই কলেজের
জন্য ৫ কোটি টাকা বরাদ্দ।
• জেলার তিনটি স্কুলের পরিকাঠামো
উন্নয়নে দেড় কোটি টাকা।
• জলদাপাড়া ও মূর্তির পর্যটন
উন্নয়নে ৬ কোটি টাকা।
• রাজ্য সড়ক মেরামতির জন্য
১৮ কোটি টাকা।
• জেলায় নতুন ১০০টি উচ্চ প্রাথমিক স্কুল।
• জেলায় বিভিন্ন মানবিক উন্নয়ন
প্রকল্পে ১৮ কোটি বরাদ্দ।
• ডুয়ার্সের পর্যটন উন্নয়নে
৫০ কোটি টাকা।
• জেলায় ৯৫টি কিসান বাজার,
হিমঘর ও গুদাম হবে।
• নতুন সংখ্যালঘু উন্নয়ন কেন্দ্র।
• চা শ্রমিকদের জমির পাট্টা দেওয়া
নিয়ে পরিকল্পননা চলছে।
• উত্তরবঙ্গে পিপিপি মডেলে
মেডিক্যাল কলেজ স্থাপন।

ছবি তুলেছেন কার্তিক দাস, সন্দীপ পাল, রাজা বন্দ্যোপাধ্যায়, দীপঙ্কর ঘটক ও হিমাংশুরঞ্জন দেব।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.