টুকরো খবর
সীমান্ত বাণিজ্য ব্যাহত পেট্রাপোলে
বাংলাদেশের বেনাপোল বন্দরে বেতন বৃদ্ধি নিয়ে শ্রমিকদের আন্দোলনে গত সোমবার থেকে উত্তর ২৪ পরগনার পেট্রাপোলে সীমান্ত বাণিজ্য বন্ধ। পেট্রাপোল শুল্ক দফতরের সহকারি কমিশনার (কার্গো) উত্তম দাস বলেন, “মঙ্গলবারও বাণিজ্য পুরোপুরি স্বাভাবিক হয়নি।” পেট্রাপোলে আমদানি-রফতানির কাজ বন্ধ থাকায় পণ্য বোঝাই বহু ট্রাক বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তের দিকে চলে গিয়েছে। বেশ কিছু পণ্যবোঝাই ট্রাক কলকাতায় ফিরে গিয়েছে বলে পেট্রাপোল বন্দর সূত্রে জানানো হয়েছে। পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, “বাণিজ্য ব্যাহত হওয়ায় পচনশীল পণ্যের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।”

রাজ্যে কারখানা গড়তে সেল-কোবে চুক্তি চূড়ান্ত
রাজ্যে কারখানা গড়তে অবশেষে চূড়ান্ত চুক্তি সই করল সেল এবং কোবে স্টিল। রাষ্ট্রায়ত্ত সংস্থা সেল-এর সঙ্গে জাপানি ইস্পাত নির্মাতা কোবে-র এই গাঁটছড়ার কথা চলছিল দীর্ঘ দিন ধরেই। মঙ্গলবার টোকিওয় এই চুক্তি সইয়ের পর তাতে সরকারি শিলমোহর পড়ল। এই নিয়ে এ দিন জারি করা বিবৃতি অনুযায়ী, ইতিমধ্যেই যৌথ উদ্যোগের নাম রাখা হয়েছে সেল-কোবে আয়রন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। সেখানে সমান অংশীদারি রয়েছে দুই সংস্থারই। পরিকল্পনা অনুযায়ী, ইস্পাত উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণ তৈরির কারখানা গড়তে দুর্গাপুরে ১,৫০০ কোটি টাকা লগ্নি করবে দুই সংস্থা। বছরে ৫ লক্ষ টন উৎপাদন ক্ষমতার কারখানার জন্য জমি, আকরিক লোহা ও কারিগরি দক্ষতা জোগাবে দেশের বৃহত্তম ইস্পাত নির্মাতা সেল। কোবে আনবে আইটিএমকেথ্রি নামে পরিবেশ-বান্ধব প্রযুক্তি। এ দিন চুক্তি সই করেন সেলের চেয়ারম্যান সি এস বর্মা ও কোবে-র প্রেসিডেন্ট-সিইও এইচ সাতো। ছিলেন ইস্পাতমন্ত্রী বেণী প্রসাদ বর্মা।

রানিগঞ্জে নয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিকল্পনা এমটা-র
বর্ধমানের রানিগঞ্জে একটি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকারি সংস্থা এমটা কোল। ২০১৫-র মধ্যেই সেখানে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে এক বিজ্ঞপ্তিতে দাবি করেছে সংস্থা। হিমাচল প্রদেশ বিদ্যুৎ নিগমের সঙ্গে যৌথ উদ্যোগে তাপবিদ্যুৎ প্রকল্পটি গড়বে এমটা কোল। ২৫০ মেগাওয়াট করে দু’টি ইউনিট থেকে মোট ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। সম্প্রতি এমটা কোল-এর চেয়ারম্যান উজ্জ্বল উপাধ্যায়-সহ সংস্থার কয়েক জন কর্তা মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। তাপবিদ্যুৎ-সহ এ রাজ্যের কয়লা খনি শিল্পে এমটা কোল-এর বিনিয়োগ পরিকল্পনা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের আলোচনা হয়বলে সংশ্লিষ্ট সূত্রের খবর।

কর নিয়ে অসমে বস্ত্রশিল্প ধর্মঘট
বস্ত্রশিল্পে ৫ শতাংশ মূল্যযুক্তি কর (ভ্যাট) বসানোর প্রতিবাদে আজ গুয়াহাটি-সহ রাজ্যের অধিকাংশ বস্ত্র প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। অসম টেক্সটাইল মার্চেন্ট্স ইউনিয়ন সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে এই বন্ধের ডাক দেয়। শহর ও রাজ্যের আরও বেশ কিছু সংগঠন বন্ধ সমর্থন করে। ইউনিয়নের সভাপতি শুভকর্ম মালু জানান, গোটা উত্তর-পূর্বের বস্ত্র ব্যবসার প্রাণকেন্দ্র গুয়াহাটি। এখান থেকে বাকি ছয় রাজ্যে বস্ত্র পাঠানো হয়। এই অবস্থায় অসমে অতিরিক্ত পাঁচ শতাংশ কর চাপানো হলে ব্যবসার বড় ক্ষতি হবে। ২৮ জুন থেকে এই কর বসানো হয়। ব্যবসায়ীদের অভিযোগ, তারপর থেকেই মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল, ত্রিপুরার খুচরো ও পাইকারি ব্যবসায়ীরা অসম থেকে বর্ধিত মূল্যে কাপড় কিনতে চাইছে না।

স্টক এক্সচেঞ্জ হল এমসিএক্স
পুরোপুরি স্টক এক্সচেঞ্জ হিসেবে শেয়ার বাজারে লেনদেন করতে বাজার নিয়ন্ত্রক সেবি-র অনুমতি পেল মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (এমসিএক্স-এসএক্স)। এর ফলে শেয়ার বাজারে আরও প্রতিযোগিতা বাড়বে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। এর আগে ২০০৮-এ লেনদেনের অনুমতি পেলেও, তা ছিল শুধুমাত্র মুদ্রার ডেরিভেটিভের ক্ষেত্রে।

নতুন নিয়োগ
নরেন্দ্র রঞ্জন মুখোপাধ্যায় পাবলিক রিলেশন্স সোসাইটি অফ ইন্ডিয়া-র কলকাতা শাখার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রাজেন্দ্র খন্ডেলওয়াল ভাইস চেয়ারম্যান হয়েছেন। সৌম্যজিৎ মহাপাত্র ও সুভাষ মোহান্তি যথাক্রমে সেক্রেটারি ও জয়েন্ট সেক্রেটারি হয়েছেন। অতীন দত্ত হয়েছেন কোষাধ্যক্ষ।

গয়নার সম্ভার
তানিস্ক আনল নতুন হিরে বসানো সোনার গয়নার সম্ভার ‘গঙ্গা’। সংস্থার দাবি, গঙ্গা নদীর চারটি বিশেষ রূপের কথা মাথায় রেখেই এই গয়নাগুলির নকশা তৈরি করেছে তারা। দাম শুরু ৩৫ হাজার টাকা থেকে।

ব্যাঙ্কের নয়া শাখা
মেঘালয়ের শালাঙে নতুন শাখা খুলল ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পশ্চিম খাসি পাহাড় অঞ্চলে খুলেছে এটি। ব্যাঙ্কের এটি ১,৬৮৩ তম শাখা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.