|
|
|
|
সরকারি বিজ্ঞপ্তি খারিজ |
পিএইচডি করলেই বিশেষ ইনক্রিমেন্ট পাবেন স্কুলশিক্ষক |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কোনও শিক্ষক যে-দিন পিএইচডি ডিগ্রি পাবেন, সে-দিন থেকেই তাঁর অতিরিক্ত ‘ইনক্রিমেন্ট’ প্রাপ্য বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। স্কুলের যে-সব শিক্ষক ২০০৫ সালের পরে পিএইচডি করেছেন, তাঁরা বিশেষ ইনক্রিমেন্ট পাবেন না বলে রাজ্য সরকার যে-বিজ্ঞপ্তি জারি করেছিল, উচ্চ আদালত বুধবার তা খারিজ করে দিয়েছে। হাইকোর্টের রায়, যে-সব স্কুলশিক্ষক ওই বছরের পরে পিএইচডি করেছেন, তাঁরাও দু’টি বিশেষ ইনক্রিমেন্ট পাবেন।
২০১২-এর ৫ জানুয়ারি রাজ্যের স্কুলশিক্ষা দফতরের যুগ্মসচিব বিজ্ঞপ্তি জারি করে জানান, ২০০৫-এর ব্যয় নিয়ন্ত্রণ আইন অনুযায়ী স্কুলশিক্ষকেরা পিএইচডি করলে অতিরিক্ত দু’টি ইনক্রিমেন্ট পাবেন না। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে মুর্শিদাবাদের খাগড়া গুরুদাস তারাসুন্দরী ইনস্টিটিউটের শিক্ষক চৌধুরী মনিরুজ্জামান হাইকোর্টে মামলা করেন। বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য সরকারি বিজ্ঞপ্তি খারিজ করে জানান, এ ক্ষেত্রে ব্যয় নিয়ন্ত্রণ আইন প্রয়োগ করা যায় না। শিক্ষক যে-দিন পিএইচডি ডিগ্রি পেয়েছেন, সে-দিন থেকেই তাঁকে অতিরিক্ত ইনক্রিমেন্ট দিতে হবে। বিচারপতির নির্দেশ, আবেদনকারীর বকেয়া মেটাতে হবে চার সপ্তাহের মধ্যে। এই নিয়ে গত এক মাসে পাঁচটি ক্ষেত্রে সরকারের জারি
করা বিভিন্ন বিজ্ঞপ্তি খারিজ করে দিল হাইকোর্ট। আবেদনকারীর আইনজীবী এক্রামুল বারি বলেন, আবেদনকারী ২০০৯-এ পিএইচডি ডিগ্রি পান। তিনি জেলা স্কুল পরিদর্শকের কাছে অতিরিক্ত দু’টি ইনক্রিমেন্টের আবেদন জানান। জেলা স্কুুল পরিদর্শক জানান, ২০০৫-এর পরে যে-সব শিক্ষক পিএইচডি করেছেন, তাঁদের অতিরিক্ত ইনক্রিমেন্ট দেওয়া হবে না। ওই শিক্ষক স্কুলশিক্ষা দফতরে আবেদন করেন। এই আবেদন-নিবেদনের মধ্যেই গত জানুয়ারিতে রাজ্যের স্কুলশিক্ষা দফতর বিজ্ঞাপন জারি করে জানিয়ে দেয়, ব্যয় নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ২০০৫-এর পরে পিএইচডি করা শিক্ষকদের কেউই অতিরিক্ত ইনক্রিমেন্ট পাবেন না।
আবেদনকারীর কৌঁসুলি এক্রামুল আদালতে বলেন, ব্যয় নিয়ন্ত্রণ আইনের ১৪ ধারায় বলা আছে, যে-সব শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা স্নাতকের চেয়ে কম, ওই ধারা শুধু তাঁদের ক্ষেত্রেই প্রয়োগ হবে। হাইকোর্ট তা খতিয়ে দেখে বলে, পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত শিক্ষকদের ক্ষেত্রে বৈষম্য চলবে না শিক্ষার উন্নয়নের স্বার্থেই। এ ক্ষেত্রে ব্যয় নিয়ন্ত্রণ আইনের ১৪ ধারা প্রয়োগ করা যায় না। |
|
|
|
|
|