রোনাল্ডো-ফিগোর ক্লাবে খেলতে পারেন সুনীল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লুইস ফিগো, নানির মতো ফুটবলাররা যে ক্লাবে খেলে উঠেছেন, পর্তুগালের সেই বিখ্যাত স্পোর্টিং লিসবন ক্লাবে খেলতে পারেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। যিনি ভারতে কোনও ক্লাব পাননি। স্পোর্টিং লিসবনের প্রেসিডেন্ট লুই গোদিনহো লোপেজ দিল্লিতে আসছেন। তাঁরা ভারতের বিভিন্ন রাজ্যে ‘সেন্টার অফ এক্সেলেন্স’ খোলার কথা ভাবছেন ফেডারেশনের সঙ্গে যৌথ উদ্যোগে। আজ তিনি ছেত্রীকে সই করানোর ব্যাপারে কথা বলতে চান। ছেত্রীকে সই করানোর পাশাপাশি স্পোর্টিং লিসবন কর্তারা একটি টিভি রিয়ালিটি শো করতে চান ভারতে। ‘সুনীল ছেত্রী ও স্পোর্টিং লিসবন শো’-এর মাধ্যমে তাঁরা কিছু ভারতীয় ফুটবলার বাছতে চান। তাঁদের ট্রেনিং দেওয়া হবে লিসবনের ক্লাবে। সুনীল লিসবনের ক্লাবে সউ করলে অন্য জগৎ খুলে যেতে পারে। বেনফিকা, পোর্তোর পরেই সবচেয়ে জনপ্রিয় পর্তুগিজ ক্লাব লিসবন। ১৮ বার লিগ জিতেছে পর্তুগালে। রাইকার্ড, স্কিমিচেলরাও খেলে গিয়েছেন এখানে। সুনীল সেখানে নতুন সংযোজন।
|
নার্সারি চ্যাম্পিয়ন মোহনবাগান
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দু’বছর কোনও ট্রফি নেই মোহনবাগানে। শেষ পর্যন্ত খুদে ফুটবলাররাই কাটালেন ট্রফির খরা। বুধবার নিজেদের মাঠে নার্সারি লিগের ফাইনালে অমিয় ঘোষের মোহনবাগান ১-০ গোলে হারাল শ্যামনগর তরুণ সঙ্ঘকে। যাদের প্রায় সব ফুটবলারই প্রয়াগ ইউনাইটেডের হয়ে অনূর্ধ্ব ১৫ টুর্নামেন্টে খেলে। প্রয়াগের নার্সারি লিগের সংস্করণ শ্যামনগর বলেই ফাইনাল ঘিরে ছিল উত্তেজনা। ট্রফি জয়ের আশায় ক্লাব কর্তাদের সঙ্গে মাঠে ছিলেন প্রচুর মোহনবাগান সমর্থকও। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে গোল করে মোহনবাগানের দীপঙ্কর বড়াল। বৃষ্টি মাঠে আইনুল নস্করের শট শ্যামনগরের গোলকিপার মহম্মদ কায়েফ ধরতে গিয়েছিল। বল পিছলে যায় দীপঙ্করের কাছে। ম্যাচ জেতার পর প্রত্যেককে আর্থিক পুরষ্কার দেন কর্তারা। ঘোষণা করা হয়, ২৯ জুলাই মোহনবাগান দিবসে পুরো টিমকে সংবর্ধনা দেওয়া হবে। গোয়ায় তিনটি ম্যাচও খেলতে যাচ্ছে কশানু সাঁতরা, আর্ঘ্যদীপ পালরা।
|
স্পেন ১, ব্রাজিল ১১
সংবাদসংস্থা • জুরিখ |
ইউরোর পরে সত্তরের ব্রাজিল ও বর্তমান স্পেনের তুলনা হচ্ছে বারবার। এ সময়ই ফিফার নতুন ক্রমপর্যায়ে স্পেন ১, ব্রাজিল ১১। ফিফার নতুন বিশ্ব ক্রমপর্যায়ে এক নম্বরে থেকে গেল স্পেন। স্পেনের (১৬৯১) অনেক পিছনে দুয়ে জার্মানি (১৫০২), তিনে উরুগুয়ে (১২৯৭)। সবচেয়ে তাৎপর্যপূর্ণ ব্রাজিল নেমে গেল ১১ নম্বরে। ১৯৯৩ সালে বিশ্ব ক্রমপর্যায় চালু হওয়ার পরে ব্রাজিল এত নীচে কখনও নামেনি। তারা নামল ছয় ধাপ। কোনও ম্যাচ না খেলার জন্য। স্পেন, জার্মানির পরে রয়েছে উরুগুয়ে, ইংল্যান্ড, পর্তুগাল, ইতালি, আর্জেন্তিনা, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ডেনমার্ক। তারপরে ব্রাজিল। ভারত ১৬৩। বাংলাদেশ, নেপাল, আফগানিস্তানেরও পিছনে।
|
খেলা হল না মেহতাবের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
গ্লাসগোতে বৃষ্টির জন্য মাঠে নামতে পারলেন না মেহতাব হোসেন। বুধবার ইস্টবেঙ্গল মিডিওর ম্যাচ খেলার কথা ছিল লিভিং স্টোনের জার্সি পরে। কিন্তু বৃষ্টির জন্য তা ভেস্তে যায়। আজ বৃহস্পতিবার মেহতাব নামবেন স্কটিশ লিগের প্রথম ডিভিসনের ক্লাব ফলক্রিক এফসি-র হয়ে। ফোনে মেহতাব বলেন, “স্কটল্যান্ডে ট্রায়ালের পর ইংল্যান্ডেও দুটো ক্লাবে ট্রায়াল দিতে পারি। অ্যালান গাও চেষ্টা করছেন।”
|
নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ম্যান ইউ
সংবাদসংস্থা • ম্যাঞ্চেস্টার |
নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে নাম নথিবদ্ধ করার জন্য আবেদন করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। শেয়ার বিক্রি করে ১০ কোটি ডলার তোলার লক্ষ্যে। ম্যাঞ্চেস্টারের শেয়ারের দাম কত দাঁড়াবে, এখনও ঠিক হয়নি। তবে মনে করা হচ্ছে, ঋণ মেটানোর জন্য ব্যবহার করানো হবে লভ্যাংশ। টানা আট বছর ধরে বিশ্বের সবচেয়ে দামী ক্লাব রয়েছে ম্যাঞ্চেস্টার। |