নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কলকাতা লিগ খেলতে নামার আগে মোহনবাগান, মহমেডান-সহ প্রিমিয়ার লিগের আটটি দল তাদের প্রাক মরসুম প্রস্তুতি টুর্নামেন্ট খেলার সুযোগ পাচ্ছে এয়ারলাইন্স কাপে। ফলে সন্তোষ কাশ্যপ, অলোক মুখোপাধ্যায়দের এ বার ভাগ্য পরীক্ষা শুরু হবে অগস্টের দ্বিতীয় সপ্তাহেই।
২ থেকে ১১ অগস্ট মোহনবাগান এবং যুবভারতীতে হবে খেলা। কালীঘাট মিলন সংঘ, ভবানীপুর, জানবাজার প্রথমে নিজেদের মধ্যে নক আউট খেলবে। যে দল শেষ চারে উঠবে তাদের সঙ্গে ৬ অগস্ট খেলবে মহমেডান। আর জর্জ টেলিগ্রাফ, সাদার্ন সমিতি এবং এরিয়ানের মধ্যে যারা সেমিফাইনালে উঠবে তাদের সঙ্গে খেলবে মোহনবাগান। খেলা ৮ অগস্ট। যুবভারতীতে ফাইনাল ১১ অগস্ট। এয়ারলাইন্স ক্লাবের সচিব সমরেশ বসুরায় বললেন, “এ বার চ্যাম্পিয়ন ও রানার্স দলকে কোনও আর্থিক পুরষ্কার দেওয়া হবে না। তবে প্রত্যেকটি ক্লাব ম্যাচ ফি পাবে। সর্বোচ্চ গোলদাতা, টুর্নামেন্ট সেরাদের আর্থিক পুরষ্কার দেওয়া হতে পারে।” মহমেডান অবশ্য এ দিন থেকেই তাদের অনুশীলন শুরু করে দিল যুবভারতীতে।
এ দিকে মোহনবাগানের অনুশীলন ও আবাসিক শিবিরে টোলগে ওজবে থাকলেও থাকবেন না ওডাফা ওকোলি। নতুন মোহন কোচ অনুশীলন শুরু করছেন ১১ জুলাই। এরপরই দুর্গাপুরে আবাসিক শিবিরে চলে যাবেন টোলগে-ইচেরা। ২৮ জুলাই তা শেষ হবে। ওকোলি ওডাফা নাইজিরিয়া থেকে শহরে আসবেন ১ বা ২ অগস্ট। ফলে প্রাক মরসুম অনুশীলনে থাকবেন না এ বারের অধিনায়ক। অর্থসচিব দেবাশিস দত্ত বললেন, “ওডাফার সঙ্গে আমাদের চুক্তি এরকমই। গতবারও দেরিতে এসেছিল। তাতে সমস্যা হয়নি। কাজের কাজটা করে দিয়েছিল।” |