‘অস্তিত্বহীন বিষয় নিয়ে সময় নষ্ট করছে ইস্টবেঙ্গল’
স্পেনের ‘থ্রি ইন ওয়ান’ ফুটবল আর কোথাও হবে না: টোলগে
উরোপ ও অস্ট্রেলিয়ায় বসে ইউরো দেখার পরে, এই মুহূর্তে কলকাতা ফুটবলের সবচেয়ে বিতর্কিত তারকার মনে হচ্ছে, স্পেনের সাড়া ফেলা ৪-৬-০ ছক অন্য দেশে সফল হওয়া কঠিন। এবং টোলগে ওজবের ধারণা, “ইউরোর সবচেয়ে নতুন দিক, অধিকাংশ ম্যাচই স্ট্রাইকার ছাড়া খেলে স্পেনের চ্যাম্পিয়ন হয়ে যাওয়া। ভবিষ্যতে এ জিনিস আর কোনও দিন কোথাও হবে কি না জানি না।”
এই ইউরোয় স্পেনের ‘থ্রি ইন ওয়ান’ ফুটবলারদেরই রমরমা। যাঁরা অ্যাটাকিং মিডফিল্ডার, স্ট্রাইকার ও উইঙ্গারতিন ভূমিকাতেই সফল। ভারতীয় ফুটবলে এ ধরনের ফুটবলার নেই। ব্যতিক্রম টোলগের মতো কয়েকজন। সেই টোলগেই বলছেন, “স্পেনের মাঝমাঠ বল পজেশন ভাল রেখে বিপক্ষকে ক্লান্ত করে দিতে পারে। স্ট্রাইকার থাকুক বা না থাকুক, প্রতিপক্ষ ডিফেন্স ভাঙতে পারে। অন্য দেশের এই ধারায় খেলা কঠিন। অন্য দেশ পারবে না।”
অস্ট্রেলিয়া থেকে ফিরছেন ১০ জুলাই। এসে পরদিনই ‘পুরোনো দল’ ইস্টবেঙ্গলের সঙ্গে বসছেন আলোচনায়। সে দিনই আবার প্র্যাক্টিস শুরু ‘নতুন দল’ মোহনবাগানের। কী হবে? টোলগে নিজে ব্যাপারটা নিয়ে উদ্বিগ্ন। সিডনি থেকে ই-মেল সাক্ষাৎকারে পাল্টা জানতে চাইলেন, সভার ভবিষ্যৎ কী দাঁড়াতে পারে। পরে অবশ্য তাঁর নিজের সাফ কথা, “ইস্টবেঙ্গল একটা অস্তিত্বহীন বিষয় নিয়ে অযথা সময় নষ্ট করছে। কেননা আমি একটা নতুন ক্লাবে সই করে দিয়েছি। ভারতে আমার ফুটবলার জীবনে একটা নতুন পর্বের পাতা খুলে দিয়েছি। আমার মনে হয়, ইস্টবেঙ্গলের এই বিতর্কটা ভাল ভাবেই শেষ করে দেওয়া উচিত। কেউ জানে না, ভবিষ্যতে কার কী হবে।”
ইউরো কাপ শুরুর আগে তিনিই বলেছিলেন, রোনাল্ডোরা চমকে দিতে পারে। তাঁর ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ায় খুশি। “রোনাল্ডো টিম প্লেয়ার, আবার ব্যক্তিগত প্লেয়ারও। খুব কম সময়ই ও খারাপ খেলে। পর্তুগালের ভাগ্য খারাপ, যে টাইব্রেকে হেরে গেল।” ইনিয়েস্তার দাপটে স্পেন ইউরোপ চ্যাম্পিয়ন হওয়ায় কি এ বার বিশ্ব ও ইউরোপের সেরা ফুটবলারের মুকুট তাঁর হাতেই যাওয়া উচিত? মেসি ও রোনাল্ডোর বদলে? রোনাল্ডোর ফ্যান টোলগে মানতে চান না। তাঁর যুক্তি, “মেসি বা রোনাল্ডোরই পাওয়া উচিত। ওরা ফুটবলকে একটা অন্যতর উচ্চতায় নিয়ে গিয়েছে। এই দু’জনের মধ্যে এক জনকে বাছা কঠিন অবশ্য। প্লেয়ার হিসেবে স্টাইল এক রকম। মানুষ হিসেবে এক রকম।”
স্পেনের সাফল্যের রহস্যটা কী? টোলগে নিজে ইউরো দেখেছেন ইতালির বিভিন্ন শহরের কাফেতে বসে। অন্য অনেকের মতো তাঁরও ধারণা, ব্রাজিল বিশ্বকাপেও স্পেন চ্যাম্পিয়ন হতে পারে। শুধু “ওদের একটা বিশ্বমানের স্ট্রাইকার দরকার।” স্পেনের সাফল্য প্রসঙ্গে তাঁর বিশ্লেষণ, “ওরা বার্সেলোনা, রিয়ালে খেলার সুবাদে প্রচণ্ড আত্মবিশ্বাসী। বল পজেশন দারুণ। রক্ষণ খুব জমাট। ওরা একটা মান ধরে রেখে দিয়েছে। এই ধারাবাহিকতাই সাফল্য পাওয়ার ব্যাপারে সবচেয়ে জরুরি।”
জার্মানির তলিয়ে যাওয়ার কারণটা কী? টোলগে: “ওরা ইতালির জন্য পুরোপুরি তৈরি ছিল না। একটু বেশি আত্মবিশ্বাসী ছিল। বরং ইতালি ১০০ ভাগ দিয়েছে। শেষ পর্যন্ত লড়েছে। জার্মানি ছন্নছাড়া ছিল।” শুধু একটা প্রশ্নই এড়িয়ে গেলেন। এই ইউরোর ফুটবল নতুন মরসুমে তাঁর ফুটবলকে প্রভাবিত করবে কি না।
এত প্রশংসার মধ্যেও ইউরো দেখার পরে টোলগের একটা দিক খারাপ লেগেছে। তাঁর বিশ্বাস, টুর্নামেন্টে খেলার সামগ্রিক মান বাড়লেও দর্শকরা বঞ্চিতই থেকে গিয়েছেন। কেন? “টেকনিক্যালি ফুটবলের মান বেড়েছে। তবে দর্শকদের উপভোগ করার ব্যাপারটা উপেক্ষিত থাকছে। দলগুলো পাস খেলেছে প্রচুর। আবার সবচেয়ে জোর দিয়েছে রক্ষণের উপর। আক্রমণ জিনিসটা কিছু দল বাদে কম গুরুত্ব পেয়েছে।” বলার পাশে তিনি স্পেনের প্রশংসায় মুখর, রোনাল্ডো বা বালোতেলির প্রসঙ্গে উত্তেজিত। আগেই তলিয়ে যাওয়া ইংল্যান্ডের জেরার বা লেসকটের নাম উঠলে অভিভূত।
তবে সবচেয়ে অভিভূত ইতালির কাফেতে বসে ইতালি বনাম স্পেনের লিগ ম্যাচ দেখার স্মৃতি ঘিরে। ইতালির গোলটার সময় চারধারের উৎসব এখনও চোখে লেগে, “ওটা আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। কোনও দিন ভুলব না ফুটবল লোকে এত ভালবাসে!”

টোলগের সেরা এগারো: কাসিয়াস, রামোস, পিকে, লেসকট, জর্দি আলবা, ইনিয়েস্তা, জাভি আলন্সো, জেরার, পির্লো, রোনাল্ডো, বালোতেলি।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.