কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি এবং বিকম পার্ট থ্রি (১+১+১ পদ্ধতিতে অনার্স) এবং পার্ট টু (২+১ পদ্ধতিতে অনার্স)-র ফল কাল, শুক্রবার প্রকাশিত হবে। ওই দিনই বেরোবে বিশ্ববিদ্যালয়ের বি-মিউজ পার্ট থ্রি-র ফল। বুধবার বিশ্ববিদ্যালয়ের তরফে এ কথা জানানো হয়েছে। শুক্রবার বেলা দেড়টা থেকে বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে দ্বারভাঙা ভবনে কলেজের প্রতিনিধিদের হাতে গেজেট ও মার্কশিট তুলে দেওয়া হবে। ওই দিন বেলা ২টো থেকে ফল দেখা যাবে এই সব ওয়েবসাইটে: www.wbresults.nic.in, www.examtetc.com, www.cuexam.net এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.caluniv.ac.in।
|
ভুয়ো নথি দেখিয়ে ঋণ নেওয়ার অভিযোগে বুধবার গ্রেফতার হলেন এক মহিলা-সহ দু’জন। পুলিশ জানায়, ধৃতদের নাম অশোককুমার অগ্রবাল ও সুবর্ণা হাজরা। অভিযোগ, হরিরাম গোয়েনকা স্ট্রিটের এক বুটিকের মালিক অশোক গত বছর ওয়েস্ট বেঙ্গল ফিনান্স কর্পোরেশনে ৬৭ লক্ষ টাকা ঋণের আবেদন করেন এবং ইতালির এক সংস্থার কাছ থেকে ১ কোটি ১০ লক্ষ টাকার যন্ত্র কিনবেন বলে ডব্লিউবিএফসিকে জানান। একটি টেক্সটাইল সংস্থার নামে ওই ঋণ দিতে বলেন তিনি। কিন্তু ইএমআই-এর টাকা সময় মতো জমা না পড়ায় গত ২৮ ডিসেম্বর পুলিশে অভিযোগ করেন ডব্লিউবিএফসির ডেপুটি জিএম। তদন্তে জানা যায়, ভুয়ো নথি দেখিয়ে অশোকের বুটিকের এক কর্মী সুবর্ণার অ্যাকাউন্টে ঋণের টাকা জমা পড়ে।
|
নিজের বাড়ির পাম্প সারাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার, ট্যাংরায়। পুলিশ জানায়, মৃতের নাম অশোক যাদব। এ দিনই মানিকতলা থেকে খোকন কয়াল নামে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। পুলিশ জানায়, ইলেকট্রিক বিলবোর্ড বসাতে গিয়ে ২০ ফুট উপর থেকে পড়ে মারা যান খোকন।
|
এক দম্পতিকে মারধর ও ইভিটিজিংয়ের অভিযোগে দুই যুবককে আটক করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে রাজারহাট এক্সপ্রেসওয়ে ধরে বাড়ি ফিরছিলেন নিউ টাউনের বাসিন্দা শুভদীপ মুখোপাধ্যায় ও সুচন্দ্রা মজুমদার। নিকোপার্কের কাছে শুভদীপবাবুর গাড়ির সামনে এসে দাঁড়িয়ে অশ্লীল মন্তব্য করে দুই মোটরবাইক আরোহী। পরে আরও দু’জন যোগ দেয়। অভিযোগ, প্রতিবাদ করায় শুভদীপবাবুকে মারধর করে তারা। রাতেই থানায় অভিযোগ দায়ের হয়। |