আগামী তিন-চার মাসের মধ্যেই তামিলনাড়ুতে সংস্থার নতুন কারখানা চালু হয়ে যাবে বলে আশা প্রকাশ করল ভোগ্যপণ্য নির্মাতা ভিডিওকন। মাদুরাইয়ের কাছে মনমাদুরাইয়ের তামিলনাড়ু রাজ্য শিল্পোন্নয়ন নিগম (সিপকোট)-এর শিল্প তালুকে এই কারখানাটি গড়ে ওঠার কথা। ২০১০ সালেই এটি তৈরি করতে তামিলনাড়ু সরকারের সঙ্গে চুক্তি করেছিল ভিডিওকন।
কারখানাটি গড়তে সংস্থার মোট লগ্নির পরিমাণ ১,৫০০ কোটি টাকা। এখানে মূলত এলসিডি প্লাজমা টিভি তৈরি করবে সংস্থাটি। পাশাপাশি, অন্যান্য বৈদ্যুতিন পণ্য ও যন্ত্রাংশ তৈরি করা হবেও দাবি তাদের। এ জন্য ইতিমধ্যেই সংস্থা লগ্নি করেছে প্রায় ৭০০ কোটি টাকা।
ভিডিওকনের ম্যানেজিং ডিরেক্টর রাজকুমার ধুত জানান, ইতিমধ্যেই কারখানার তৈরির কাজ নির্দিষ্ট সময়ের তুলনায় পিছিয়ে রয়েছে। তবে প্রকল্প নিয়ে যথেষ্টই এগিয়েছেন বলে দাবি করেছেন তিনি। আগামী তিন থেকে চার মাসের মধ্যেই তা চালুর ব্যাপারে আশাবাদী ধুত। প্রাথমিক ভাবে শুধু টিভি তৈরি করলেও, কারখানাটিতে অন্যান্য পণ্যও তৈরি করা যাবে বলে জানিয়েছেন তিনি।
বর্তমানে রঙিন কাঁচ তৈরির জন্য গুজরাতের ভারুচে একটি কারখানা রয়েছে সংস্থার। ইন্দোনেশিয়া, মালয়শিয়ার মতো দেশগুলিতে এই কাঁচের চাহিদা রয়েছে। তাই ভবিষ্যতে সেগুলি আরও বেশি করে তৈরি করতে চায় সংস্থা।
পাশাপাশি, তাদের হোসুর কারখানার সমস্ত কাজও মনমাদুরাইয়ে সরিয়ে এনেছে সংস্থা। সেখানকার উন্নত প্রযুক্তি যাতে নতুন কারখানায় কাজে লাগানো যায়, তাই এই উদ্যোগ। এরই সঙ্গে চিন থেকেও যন্ত্রাংশ আমদানি করেছে তারা। সংস্থার দাবি, এ ভাবে কাজ এগোলে চার মাসের মধ্যেই বাজারের চাহিদা অনুযায়ী টিভি সরবরাহ করতে পারবে তারা। এক বার কাজ শুরু হয়ে গেলে নতুন কারখানাটিতে প্রায় ৭০০ কর্মী নিয়োগের কথাও ভাবছে সংস্থা। |