বাড়ি খালি করাতে গিয়ে নিহত ৫ |
টানা কয়েক মাস বাড়িভাড়া না দেওয়ার জন্য জার্মানির আদালত বাড়িটি খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু তার জেরে কয়েক জনকে প্রাণ হারাতে হবে, সে কথা কে ভেবেছিল! বুধবার সকালে কার্লস্রুহে শহরের উত্তর প্রান্তের ওই বাড়িটি খালি করাতে আসেন এক স্থানীয় প্রশাসনিক আধিকারিক। সঙ্গে ছিলেন বাড়িটির মালিক-সহ আরও কয়েক জন। বাড়ির দরজায় পৌঁছতেই তাঁদের আটক করে বন্দুকধারী ভাড়াটে। পরে তাঁদের গুলি করে হত্যা করে। স্থানীয় সময় সকাল ন’টা নাগাদ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গোটা চত্বরটি ঘিরে ফেলা হয়। কিছুক্ষণ পরে গুলির শব্দ পেয়ে দরজা ভেঙে বাড়িটির ভিতরে ঢোকে পুলিশ বাহিনী। তখনই দেখা যায়, পড়ে রয়েছে এক মহিলা-সহ পাঁচ জনের মৃতদেহ। তাদের মধ্যে বন্দুকধারীও রয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে ওই স্থানীয় প্রশাসনিক আধিকারিক এবং বাড়িটির মালিক রয়েছেন। মহিলা খুব সম্ভবত ওই বাড়িটি খালি হলে সেখানে থাকার বিষয়ে কথা বলতে এসেছিলেন। তবে এই ঘটনার আগে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা গিয়েছিল কি না, তা অবশ্য স্পষ্ট জানা যায়নি।
|
হিন্দু বিয়ে নথিভুক্তিতে নয়া বিল |
বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের বিয়ে আলাদা ভাবে নথিবদ্ধ (রেজিস্ট্রেশন) করার ব্যাপারে উদ্যোগী হল সরকার। এ জন্য বুধবার সংসদে একটি নতুন বিল আনেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তবে বিলে রেজিস্ট্রেশনের কথা বলা হলেও তা বাধ্যতামূলক বলে উল্লেখ করা হয়নি। ‘রেজিস্ট্রেশন (সংশোধন) বিল’ নামে আরও একটি বিল আজ আনা হয়। এই বিলে সম্পত্তি দানের ক্ষেত্রে মুসলিমদের মতো অন্যান্য সম্প্রদায়ের জন্যও নামমাত্র রেজিস্ট্রেশন ফি দেওয়ার বিধান রাখা হয়েছে। দু’টি বিলই আরও পরীক্ষার জন্য আইন মন্ত্রকের স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। পরে এক বিবৃতিতে জানানো হয়েছে, হিন্দু বিয়ে মূলত শাস্ত্র ও ধর্মীয় মতে হয়। ফলে কাগজে-কলমে এর প্রমাণ থাকে না। এতে পরবর্তী কালে বিশেষত মহিলারা কোনও ভাবে প্রতারিত হলে তাঁদের আইনি সুরক্ষা দেওয়া সম্ভব হয় না। |