|
|
|
|
|
|
তিনি বলেন
|
শহরকে সাজিয়ে তোলার কাজ
যত দ্রুত সম্ভব শুরু করা হবে। |
শোভন চট্টোপাধ্যায় |
প্রসঙ্গ শহরের সৌন্দর্যায়ন |
|
|
|
বাজার যাওয়ার আগে
বাজারে যাওয়ার আগে একনজরে দেখে নিন কাল শহরের কোন বাজারে কত টাকায় কী বিকিয়েছে:
|
গড়িয়াহাট: আলু ১৬, পেঁয়াজ ১৬, বেগুন ৬০, টোম্যাটো ৩০, ঢ্যাঁড়স ৩০, পটল ২৫, উচ্ছে ৬০, ল্যাঙড়া আম ৫০, লিচু ৮০, জামরুল ১০০, আঙুর ১২০, মোসাম্বি ৮০ (ডজন), বেদানা ১৫০, আপেল ১২০, কাটা পোনা ১৮০, কাতলা ২২০, ইলিশ ৮০০, ট্যাংরা ৪০০, পমফ্রেট ৩৫০, ভেটকি ৩৫০।
|
|
|
|
|
|
আজ জন্মদিন হলে
পুলকরঞ্জন দেব |
শুভ সংখ্যা: ২, ৭, ৮ ও ৯।
শুভ দিন: সোম, মঙ্গল ও শুক্র।
শুভ রং: সাদা, ক্রিম, নীল ও সবুজ।
শুভ রত্ন: মুক্তো, মুনস্টোন ও হিরে।
সর্দি-কাশি, রক্তাল্পতা ও চর্মরোগ ভোগাতে পারে। হতাশা ও পরনির্ভরতা যথাসম্ভব এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে পদোন্নতি ও আর্থিক অবস্থার উন্নতি। বৃত্তিগত প্রশিক্ষণ লাভের সুযোগ পাবেন। ব্যবসায়িক প্রচেষ্টায় সাফল্য। ব্যবসা সূত্রে প্রচুর ঘোরাঘুরি। সম্পত্তির উত্তরাধিকার নিয়ে আপনজনের সঙ্গে সম্পর্কের অবনতি। জনহিতৈষী কাজে যশ ও সম্মান বাড়বে। কোনও সুখবর পেতে পারেন। |
|
|
|
সতর্ক থাকুন |
|
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়ে দিলেই
কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।
ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে। |
|
|
|
|
|
৫০ বছর আগে
|
তিন কন্যা
মঙ্গলবার রাত্রে কলিকাতার চিত্তরঞ্জন হাসপাতালের প্রসূতি বিভাগে এক বাঙ্গালী মহিলা একসঙ্গে তিনটি কন্যা সন্তান প্রসব করেন। মাতা সহ শিশুগুলি সুস্থ আছে। প্রকাশ, ইতিপূর্বেও ঐ মহিলা একসঙ্গে চারটি সন্তানের জন্ম দেন। শ্রীমতী সাহা রায় নামে ২৮ বছরের ঐ মহিলা তাঁহার স্বামীর সঙ্গে যাদবপুরের চিত্তরঞ্জন কলোনীতে থাকেন। শিশুগুলি স্বাভাবিকভাবে জন্ম গ্রহণ করে। তবে কাহারও ওজন সাড়ে চার পাউন্ডের বেশী নয়।
— আনন্দবাজার পত্রিকা, ৪ জুলাই ১৯৬২। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|