আজকের শিরোনাম
ঐতিহাসিক ঘোষণা সার্নের
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। খোঁজ মিলল ঈশ্বর কণার। আজ সাংবাদিক বৈঠকে ঈশ্বর কণার স্পষ্ট অস্তিত্বের কথা ঘোষণা করলেন সার্নের বিজ্ঞানীরা। এর আগে টেভাট্রনের বিজ্ঞানীরা তাদের তথ্য বিশ্নেষণ করে ফলাফল জানিয়েছিলেন যে হিগস-বোসন বা ঈশ্বর কণার অস্তিত্ব সম্পর্কে তাঁরা নিশ্চিত। এরপরে সারা বিশ্ব শুধু তাকিয়ে ছিল এলএইচসি-র বিজ্ঞানীদের দিকে। দীর্ঘ ১৮ মাস ধরে জেনিভার অদূরে সার্ন গবেষণাগারে মাটির ১০০ মিটার গভীরে লার্জ হ্যাড্রন কোলাইডার (এলএইচসি) যন্ত্রে ঈশ্বর কণার অস্তিত্ব নিয়ে গবেষণা চালাচ্ছিলেন বিজ্ঞানীরা। আজ সাংবাদিক বৈঠকে বিজ্ঞানীরা জানালেন নতুন এক কণার অস্তিত্বের সন্ধান পাওয়া গেছে যার ভর প্রোটনের তুলনায় প্রায় ১০০ গুণ বেশি। বিজ্ঞানীদের ধারণা সম্ভবত এটিই হিগস-বোসন। তবে এই কণার ধরণ সম্পর্কে এখনও কোনও স্পষ্ট ধারণা পাননি সার্নের বিজ্ঞানীমহল। গবেষণায় আরও অনেক অজানা তথ্য উঠে আসতে পারে বলে ধারণা বিজ্ঞানীদের।

শ্রীলঙ্কা সফরে চূড়ান্ত হল ভারতীয় দল
আজ মুম্বইতে শ্রীলঙ্কাগামী ওয়ান ডে ক্রিকেট দল ঘোষণা করল নির্বাচন কমিটি। গতকাল অবধি সচিন তেন্ডুলকরের দলে থাকা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। আজ জাতীয় নির্বাচকেরা জানালেন যে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না তিনি। অন্যদিকে দলে ফিরছেন সহবাগ ও জাহির খান। বাংলা থেকে রয়েছেন অশোক দিন্দা ও মনোজ তিওয়ারি। দল থেকে বাদ পড়েছেন রবীন্দ্র জাদেজা। দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও সহ-অধিনায়ক বিরাট কোহলি। এছাড়াও দলে রয়েছেন গৌতম গম্ভীর, সুরেশ রায়না, রোহিত শর্মা, প্রজ্ঞান ওঝা, আর অশ্বিন, উমেশ যাদব, বিনয় কুমার, আজিঙ্কা রাহানে ও রাহুল শর্মা।

বাজারে নজরদারি
আজও শহরের বিভিন্ন বাজারে বাজারে পরিদর্শন চালাচ্ছে রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট শাখা। ৫ সদস্যের একটি দল এই নজরদারির কাজ চালাচ্ছেন বলে জানা গিয়েছে। সকাল থেকে কোলে মার্কেট ও বৈঠকখানা বাজারের পাশাপাশি নজরদারি চালানো হয় পোস্তাবাজার এলাকাতেও। অন্যদিকে শহরতলি ও জেলার বাজারগুলিতেও জোড়দার নজরদারি চালাচ্ছে প্রশাসন। খতিয়ে দেখা হচ্ছে আলু ও পিঁয়াজের দাম। এখনও পর্যন্ত জানা গিয়েছে যে পাইকারি ও খুচরো বাজারে সব্জির দাম কমেছে ও যোগানও আগের থেকে বেড়েছে।

মেডিক্যাল কলেজে বিদ্যুত্ বিভ্রাট
আজ সকালে আরও একবার বিদ্যুত্ বিভ্রাটে বিপর্যস্ত হল কলকাতা মেডিক্যাল কলেজ। সকাল ১০টা নাগাদ এমসিএইচসির একাংশে বিদ্যুত্ চলে যায়। এমনকি আউটডোরের একাধিক বিভাগেও বিদ্যুত্ না থাকায় বিপর্যস্ত হয় চিকিত্সা পরিষেবা। চরম বিপাকে পড়েন রোগীরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ ও সিইএসসির প্রচেষ্টায় আধ ঘন্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়। গত সপ্তাহ থেকে এই নিয়ে তিন দিন বিদ্যুত্ বিভ্রাটের শিকার হল কলকাতা মেডিক্যাল কলেজ।

কাটল জট, আনুষ্ঠানিক ঘোষণা পাইলটদের
অবশেষে দীর্ঘদিনের জট কাটল এয়ার ইন্ডিয়ার পাইলটদের। গতকাল দিল্লি হাইকোর্ট আগামী ৪৮ ঘন্টার মধ্যে এয়ার ইন্ডিয়ার পাইলটদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিল। পাশাপাশি ধর্মঘটী পাইলটদের অভিযোগগুলি সহানুভূতির সঙ্গে বিবেচনা করার আশ্বাসও দিয়েছিলেন বিমানমন্ত্রী অজিত সিংহ। গতকাল রাতে আইপিজি-র তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয় যে ধর্মঘট তুলে নেওয়া হচ্ছে। আজ দিল্লির যন্তরমন্তরে এক সাংবাদিক বৈঠক করে ধর্মঘট প্রত্যাহারের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন এয়ার ইন্ডিয়ার পাইলটরা। ৬ জুলাই থেকে কাজে যোগ দেওয়ার কথাও আইপিজি তরফ থেকে জানানো হয়।

মাও স্কোয়াড সদস্য ধৃত
আজ বিনপুরে ধরা পড়ল মাও স্কোয়াড সদস্য বশিষ্ঠ মাহাতো ওরফে বুলেট। দীর্ঘদিন ধরেই তার খোঁজ চালাচ্ছিল পুলিশ। খুন, সন্ত্রাস-সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গোপন সূত্রে খবর পেয়ে কিষেণজী-ঘনিষ্ঠ এই মাও স্কোয়াড সদস্যকে গ্রেফতার করে যৌথবাহিনী। আজ তাকে ঝাড়গ্রাম আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.