টুকরো খবর
কলকাতার ভাগ্য ঝুলে
আই পি এলের মতো ওর্য়াল্ড সিরিজ হকি হলেও কলকাতার কোনও জায়গা ছিল না সেখানে। এ বার হকি ইন্ডিয়ার উদ্যোগে নতুন হকি লিগে কলকাতার কথা উঠছে। কিন্তু কলকাতার পরিকাঠামো খারাপ বলে, পূর্বাঞ্চল থেকে তারা অনিশ্চিত। রাঁচি ও গুয়াহাটি পরিকাঠামোর জোরেই এগিয়ে। এতদিনেও কলকাতায় কোনও হকি স্টেডিয়াম হয়নি বলে। এখনও রাজ্য হকি সংস্থার ভরসা, সাই। হকি ইন্ডিয়ার প্রতিনিধি কুক্কু ওয়ালিয়া কলকাতার পরিকাঠামো দেখে গেলেন। তিনি মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে দাবি করছেন ১৫ জুলাইয়ের মধ্যে ছ’টি শহরকে চুড়ান্ত ভাবে বাছা হয়ে যাবে। ১৩টির মধ্যে আটটি শহর ঘুরে পরিকাঠামো দেখেছেন হকি ইন্ডিয়ার প্রতিনিধিরা। প্রাক্তন হকি তারকা গুরবক্স সিংহ বলেন, “কলকাতার সাই রাজি আছে। সরকার রাজি থাকলে সাই-তে স্টেডিয়াম, ড্রেসিংরুম বানিয়ে উপযুক্ত করে তোলা যায়।” ছ’টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে এই টুর্নামেন্ট শুরু হবে ১০ জানুয়ারি। চলবে এক মাস।

নভেম্বরে আরসিজিসি-তে আন্তর্জাতিক গল্ফ
আগামী নভেম্বরে পেশাদার গল্ফের বড় আসর বসতে চলেছে কলকাতায়। ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাব বা আরসিজিসিতে হবে দেশের সবচেয়ে দামি সোয়া এক কোটি টাকা পুরস্কারমূল্যের ম্যাকলয়েড রাসেল ট্যুর চ্যাম্পিয়নশিপ। রোলেক্স, কোকা কোলা, ইন্ডিয়ান অয়েল, টাটা, ডিএলএফ ও জেপি গ্রুপের মতো নামী সংস্থার ছড়াছড়ি এখন ভারতীয় গল্ফে। বিশ্বসেরা গল্ফাররা তো বটেই, ভারতের নামীরাও এই টুর্নামেন্টে খেলবেন বলে জানাচ্ছেন ভারতের পেশাদার গল্ফ সংস্থার ডিরেক্টর পদমজিত সাঁধু। দেখতে পাওয়া যাবে জীব মিলখা সিংহ, অর্জুন অটওয়াল, চৌরাসিয়া, অনির্বাণ লাহিড়িদের। পিজিটিআই শ্রীলঙ্কা ও বাংলাদেশেও গল্ফ টুর্নামেন্টের আয়োজন করছে। আগামী অগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে ভারতের বিভিন্ন প্রান্তে হবে কম বেশি ১৫টি বড় টুর্নামেন্ট।

চ্যাম্পিয়ন্স লিগ শুরু ৯ অক্টোবর
দক্ষিণ আফ্রিকায় ৯ থেকে ২৮ অক্টোবর হবে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি। আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ছাড়া খেলবে চেন্নাই সুপার কিংস, দিল্লি ডেয়ারডেভিলস, মুম্বই ইন্ডিয়ান্স, অকল্যান্ড এসেস, ত্রিনিদাদ-টোব্যাগো, সিডনি সিক্সার্স, পার্থ স্কর্চার্স, টাইটানস এবং হাইভেল্ড লায়ন্স। পাকিস্তান থেকে খেলবে সিয়ালকোট স্ট্যালিয়ন্স। এবং শ্রীলঙ্কা, ইংল্যান্ডের ঘরোয়া লিগ জয়ীরাও খেলবে।

টটেনহ্যামে ভিয়াস-বোয়াস
মাত্র ন’মাস কোচিংয়ের পর চেলসি থেকে বিতাড়িত হয়েছিলেন। ফের লন্ডনেই কোচিং করাতে ফিরছেন আন্দ্রে ভিয়াস-বোয়াস। এ বার টটেনহ্যাম হটস্পারে। তিন বছরের চুক্তিতে।

চার গোলে হার ভারতের
এএফসি অনূর্ধ্ব ২২ ফুটবলে ওমানের কাছে ০-৪ হারল ভারত। মাস্কাটে প্রথমার্ধে গোল না খেলেও বিরতির পর সব প্রতিরোধ ভেঙে যায় ভারতের।

জঙ্গলমহল খেলা
নিশানা। তির-ধুনক নিয়ে মহিলা প্রতিযোগীরা। ছবি: উমাকান্ত ধর।
মহিলারা তির চালালেন, ফুটবলও খেললেন। পুলিশের উদ্যোগে গত ২৩ জুন এ ভাবেই শুরু হয়েছে ‘জঙ্গলমহল মহিলা ফুটবল ও তিরন্দাজি প্রতিযোগিতা’। বারিকুল থানার ঝিলিমিলি হাইস্কুল ফুটবল মাঠে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি (আইবি) বাণীব্রত বসু। তিরন্দাজি প্রতিযোগিতায় বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম পুলিশ জেলার ৫০ জন প্রতিযোগী যোগ দিয়েছিলেন। বাঁকুড়া-পুরুলিয়ার মহিলাদের একটি দলের সঙ্গে পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও ঝাড়গ্রাম পুলিশ জেলার মহিলাদের যৌথ দলের মধ্যে ফুটবল প্রতিযোগিতা হয়। ১-০ গোলে জয়ী হয় পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও ঝাড়গ্রাম পুলিশ জেলার যৌথ দল। অনুষ্ঠানে পশ্চিমাঞ্চল উন্নয়ণ পর্ষদ মন্ত্রী সুকুমার হাঁসদা, আইজি (পশ্চিমাঞ্চল) গঙ্গেশ্বর সিংহ-সহ পুলিশ প্রশাসনের বহু আধিকারিক উপস্থিত ছিলেন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.