আজ শ্রীলঙ্কা সফরের দল
ফিরছেন সহবাগ, অলরাউন্ডার খুঁজে পাচ্ছেন না নির্বাচকেরা
ইপিএল ক্রিকেটবিশ্বে সবথেকে ধনী টুর্নামেন্ট হতে পারে। কিন্তু ভারতের জাতীয় নির্বাচকদের কাছে এখনও ওয়ান ডে টিম বাছাইয়ের মানদণ্ড হতে ব্যর্থ।
আজ, বুধবার, মুম্বইতে শ্রীলঙ্কাগামী ওয়ান ডে এবং টি-টোয়েন্টি দল বাছতে বসছে শ্রীকান্তের নির্বাচক কমিটি। একই সঙ্গে বেছে নেওয়া হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক ৩০ জনের দলও। সেই বিশ্বকাপও হবে শ্রীলঙ্কায়। যুবরাজ সিংহকে রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দল গড়া উচিত কি না তা নিয়ে আলোচনা চলছে। যুবরাজ নিজে ঘোষণা করেছিলেন, সেপ্টেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে মাঠে ফিরতে চান। বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে তিনি রিহ্যাবিলিটেশনও করছেন। যদিও গরিষ্ঠ মত হচ্ছে, এত তাড়াতাড়ি তাঁর প্রত্যাবর্তন সম্ভব নয়। তবে মূল দলে খেলার সম্ভাবনা না থাকলেও ৩০ জনের প্রাথমিক দলে যুবরাজকে রেখে দেওয়া যেতেই পারে।
এক দিনের দলের ব্যাপারে টি-টোয়েন্টিখ্যাত প্লেয়ারদের জন্য মেঘাচ্ছন্ন আকাশের পূর্বাভাস রয়েছে। যেমন রবীন্দ্র জাডেজা। বেঙ্গালুরুর নিলামে সর্বাধিক মূল্যে বিক্রীত ক্রিকেটার। কিন্তু শ্রীলঙ্কায় এক দিনের দলে জায়গা পাবেন কি না ঘোরতর সন্দেহ দেখা দিয়েছে। জাতীয় নির্বাচকদের একটা অংশ জাডেজাকে নিয়ে বীতশ্রদ্ধ। আবার জাতীয় ক্রিকেটমহলে কেউ কেউ মনে করিয়ে দিতে চান, আইপিএলে রবীন্দ্র জাডেজা চেন্নাই সুপার কিংসের প্লেয়ার। স্বয়ং বোর্ড প্রেসিডেন্টের দল। অধিনায়কেরও স্নেহভাজন ক্রিকেটার। তাঁকে বাদ দেওয়া কি সহজ হবে?
নির্বাচকেরা অবশ্য শুধু জাডেজা নন। অলরাউন্ডার নিয়েই বীতশ্রদ্ধ। পনেরো জনের স্কোয়াড হলে আদর্শ কম্বিনেশন হওয়া উচিত: ৭ ব্যাটসম্যান, ১ উইকেটকিপার, ১ অলরাউন্ডার, ৪ পেসার, ২ স্পিনার। অলরাউন্ডার পদের জন্য দৌড়ে থাকার কথা তিন জনের। জাডেজা, ইরফান পাঠান এবং ইউসুফ পাঠান। ভারত শেষ যে এক দিনের টুর্নামেন্ট খেলেছিল তাতে তিন জনেই ছিলেন। কিন্তু শ্রীলঙ্কাগামী ওয়ান ডে দলে তিন জনের কাউকেই রাখতে চাইছেন না নির্বাচকেরা। স্পেনের কোচ দেল বস্কির স্ট্রাইকার না নিয়ে নামার মতোই তাঁরা চাইছেন অলরাউন্ডারহীন টিম পাঠাতে। তাঁদের পছন্দের ছক হচ্ছে: ৭ ব্যাটসম্যান, ১ উইকেটকিপার, ৪ পেসার, ৩ স্পিনার।
মঙ্গলবার রাত পর্যন্ত নির্বাচকেরা জানেন না, সচিন তেন্ডুলকর শ্রীলঙ্কা যাবেন কি না। জনপ্রিয় মত হচ্ছে, যাবেন না। গেলে ইতিমধ্যেই তাঁকে বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সে প্র্যাক্টিস করতে দেখা যেত। আবার পাল্টা তথ্য হচ্ছে, ওয়ান ডে-তে ৪৯তম সেঞ্চুরি এখন সচিনের। পঞ্চাশতম সেঞ্চুরির জন্য যদি শ্রীলঙ্কায় নামতে চান?
বীরেন্দ্র সহবাগ ফিরবেন এটা মোটামুটি ঠিক হয়ে গিয়েছে। জাহির খানও ফিরতে পারেন বলে খবর। সচিন বা জাহির গেলে তরুণ ক্রিকেটারদের জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে। আশঙ্কার কথা হচ্ছে, বাংলার দুই ক্রিকেটার মনোজ তিওয়ারি এবং অশোক দিন্দাকে নিয়ে না তখন আচমকা মেঘলা আকাশ তৈরি হয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজে ‘এ’ দলের সফর দেখতে গিয়েছেন পশ্চিমাঞ্চল নির্বাচক সুরেন্দ্র ভাবে। মঙ্গলবার রাতে তাঁর ফেরার কথা। মনোজদের ব্যাপারে সুরেন্দ্র ভাবের রিপোর্ট গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।
তেমনই চার পেসারের মধ্যে উমেশ যাদব, প্রবীণ কুমার এবং বিনয় কুমার মোটামুটি নিশ্চিত। নির্বাচকেরা জাহিরকে আর ওয়ান ডে-তে খেলানোর পক্ষপাতী নন। কিন্তু বোর্ডের অবস্থান কী, পরিষ্কার নয়। বরুণ অ্যারণের ফিটনেসও যাচাই করা হবে। ফিট থাকলে অ্যারণ অন্যতম দাবিদার। তিন স্পিনারের মধ্যে নির্বাচকদের পছন্দ রবিচন্দ্রন অশ্বিন, প্রজ্ঞান ওঝা এবং রাহুল শর্মা। হরভজন সিংহ নিয়ে তাঁদের এখনও নিরুৎসাহী দেখাচ্ছে। তা সে সৌরভ গঙ্গোপাধ্যায় যতই তাঁর প্রিয় অফস্পিনারের জন্য আওয়াজ তুলুন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.