কলকাতায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য তাঁর কাছে সময় চাইলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী কপিল সিব্বল।
কেন্দ্রীয় সরকারের ‘সাফল্যের’ বিষয়গুলি নিয়ে আগামী বৃহস্পতিবার কলকাতায় সাংবাদিক বৈঠক করবেন কপিল সিব্বল। তিনি সংবাদমাধ্যম সংক্রান্ত মন্ত্রিগোষ্ঠীর সদস্য। সেই সাংবাদিক বৈঠকের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান সিব্বল। প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে মতান্তর তৈরি হওয়ার পর এই প্রথম কোনও কেন্দ্রীয় মন্ত্রী মমতার সঙ্গে দেখা করার জন্য সময় চাইলেন। মুখ্যমন্ত্রীর সচিবালয় সূত্রে জানানো হয়েছে, কপিল সিব্বল সময় চেয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে দেখা করবেন কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কিছু জানাননি।
রাষ্ট্রপতি নির্বাচনে প্রণব মুখোপাধ্যায়কে সমর্থন করার বিষয়টি নিয়ে ইউপিএ-র দ্বিতীয় বৃহত্তম শরিকের সঙ্গে বিরোধ বেধেছে কংগ্রেসের। রাষ্ট্রপতি ভোটে তৃণমূল কী অবস্থান নেবে, তা পরিষ্কার হবে ভোটের দু’তিন দিন আগে। সূত্রের খবর, তৃণমূলের সমর্থন পেতে মমতাকে শেষ পর্যন্ত ফোন করতে পারেন প্রণব। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব চান, ভোটাভুটিতে ইউপিএ-র সঙ্গে থাকুক তৃণমূল। এই পরিস্থিতিতে কপিলের তরফে মমতার সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও আজ মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, নিছকই সৌজন্যমূলক সাক্ষাৎকারের উদ্দেশ্যে ওই সময় চাওয়া হয়েছে। কিন্তু রাজনৈতিক শিবির মনে করছে, রাষ্ট্রপতি নির্বাচনে ইউপিএ প্রার্থীকে সমর্থনের বিষয়েও আলোচনা হতে পারে দু’জনের মধ্যে। কেন না সাম্প্রতিক তিক্ততা ভুলে কংগ্রেসের একটি বড় অংশ চায়, নির্বাচনে পাশে থাকুক তৃণমূল। মমতার ঘনিষ্ঠ সূত্রে বলা হচ্ছে, প্রণববাবুকে নিয়ে ‘অভিমান’ রয়েছে তৃণমূল নেত্রীর। তাঁদের বক্তব্য, প্রণববাবু ইতিমধ্যেই সিপিএম, জেডিইউ, এমনকী ইয়েদুরাপ্পার মতো বিজেপি নেতাকে ফোন করে সমর্থন চাইলেও মমতাকে ফোন করেননি। দেখার, কপিলের এই সফর দু’পক্ষের বরফ গলাতে পারে কি না। |