টুকরো খবর
যাদবপুরের উপাচার্য পদে প্রাক্তনী
পড়তেন যাদবপুর বিশ্ববিদ্যালয়েই। এ বার সেখানে নতুন উপাচার্য হিসেবে যোগ দিচ্ছেন খড়্গপুর আইআইটি-র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক শৌভিক ভট্টাচার্য। চার বছরের জন্য তাঁকে ওই পদে নিয়োগ করা হয়েছে বলে মঙ্গলবার রাজ্যের উচ্চশিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে। শিবপুরের বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি (বেসু)-র শিক্ষক অভিজিৎ চক্রবর্তী এপ্রিল থেকে অস্থায়ী ভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব সামলাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের জন্য স্থায়ী উপাচার্য বাছাই করতে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সেসের প্রাক্তন অধিকর্তা গোবর্ধন মেটা, মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এম আনন্দকৃষ্ণন এবং পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিন সদস্যের সার্চ কমিটি গড়েছিল রাজ্য সরকার। সেই কমিটির রিপোর্টের ভিত্তিতে আচার্য-রাজ্যপাল এম কে নারায়ণন যাদবপুরের উপাচার্য-পদে শৌভিকবাবুকে নিয়োগ করেছেন বলে উচ্চশিক্ষা দফতরের এক কর্তা জানান। তবে শৌভিকবাবু কবে দায়িত্ব নেবেন, তা ঠিক হয়নি। এ দিন তিনি বলেন, “এখনও নিয়োগপত্র পাইনি। পেলে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী লিয়েন, অন্যান্য ছুটি ইত্যাদির বন্দোবস্ত করে যাদবপুরে যোগ দেব। কিছুটা সময় তো লাগবেই।” শৌভিকবাবু আমেরিকার সিনসিনাটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং টেক্সাসের এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। ১৯৯১ থেকে তিনি আইআইটি-তে শিক্ষকতা করছেন। ওই শিক্ষক এখন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ভাইস চেয়ারম্যান। এ দিন তিনি বলেন, “পঠনপাঠনের দিক থেকে যাদবপুরকে আরও উঁচু জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। ওখানে যথেষ্ট ভাল মানবসম্পদ রয়েছে। তাঁদের ব্যবহার করে বিশ্ববিদ্যালয়কে কিছু সাহায্য করতে পারব বলে আশা করছি।”

শ্লীলতাহানির অভিযোগ
জোড়া খুন ও ছিনতাইয়ের ঘটনায় ধরা পড়ে হাজতবাস হয়েছিল তার। পরে মুক্তি হয় জামিনে। সোমবার এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল ওই দুষ্কৃতীর বিরুদ্ধে। মহিলাকে সে মারধর করে বলেও অভিযোগ। মঙ্গলবার রাত পর্যন্ত অবশ্য মুন্না পাণ্ডে নামে ওই দুষ্কৃতী ধরা পড়েনি। পুলিশ জানিয়েছে, বোসপুকুরের ওই আবাসনটির ভিতরে চারটি বহুতল। তার মধ্যে দু’টি হস্টেল। সোমবার সন্ধ্যায় হস্টেলের কিছু ছেলে আবাসন চত্বরে ফুটবল খেলছিলেন। বলটি কয়েক বার আবাসনের বাইরে চলে যায়। প্রতিবাদ করেন বাইরের কয়েক জন। তাঁদের সঙ্গে যোগ দেয় মুন্না। তখন মুন্না নেশাগ্রস্ত ছিল বলে জেনেছে পুলিশ। মুন্নার সঙ্গে হস্টেলের ছেলেদের বচসা দেখে এগিয়ে যান মেয়েদের হস্টেলের ওয়ার্ডেন। ওই মহিলার অভিযোগ, তখনই মুন্না শ্লীলতাহানি ও মারধর করে। মুন্নার খোঁজে তল্লাশি করছে পুলিশ।

দুর্ঘটনা, মৃত ১
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। আহত হন আশা নস্কর নামে আর এক মহিলা। সোমবার রাতে, দক্ষিণ শহরতলির হরিদেবপুর থানার মতিলাল গুপ্ত রোডে। মৃতার নাম সরস্বতী ধর (৩৯)। পুলিশ জানায়, রাস্তা পেরোতে গিয়ে গাড়ির ধাক্কায় জখম হন ওই দু’জন। আশাদেবীকে এমআর বাঙুরে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। পুলিশের দাবি, সরস্বতীদেবী নর্দমায় পড়ে যাওয়ায় স্থানীয়দের চোখ এড়িয়ে যায়। এ দিন সকালে সরস্বতীদেবীর দেহ মেলে।

চুরি, গ্রেফতার ২
মোটরবাইক চুরির অভিযোগে দুই ছাত্র গ্রেফতার হল। ধৃতদের নাম মনোজ পাসোয়ান (১৯) ও সুমিত দাস (২০)। মনোজ কলেজ স্ট্রিট এলাকার একটি স্কুলে একাদশ শ্রেণিতে পড়ে, সুমিত মধ্য কলকাতার একটি কলেজের প্রথম বর্ষের ছাত্র। আমহার্স্ট স্ট্রিট থানা এলাকা থেকে একটি বাইক চুরি গিয়েছে বলে সোমবার পুলিশে অভিযোগ করেন সুমিত জয়সোয়াল নামে এক ব্যক্তি। রাতে দুই অভিযুক্ত ধরা পড়ে। পুলিশের অনুমান, কোনও চক্র অভিযুক্তদের এই কাজে ব্যবহার করেছে। মঙ্গলবার আদালতে তোলা হলে বিচারক তাদের ৯ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজত দেন।

তেল উদ্ধার, ধৃত ১
ওয়াটগঞ্জের একটি দোকানে বেআইনি ভাবে ভোজ্য তেল মজুতের অভিযোগে এক জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযানে ধৃতের নাম ভোলাপ্রসাদ সাউ। তাঁর বাড়ি বেহালায়। তাঁর দোকান থেকে ৭০ কুইন্টাল ৩৬ কিলোগ্রাম ভোজ্য তেল উদ্ধার হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী সর্বাধিক ২৫ কুইন্টাল ভোজ্য তেল মজুত রাখা যায়।

সল্টলেকে সিটুর বিক্ষোভে হামলা
সল্টলেকে সিটুর একটি বিক্ষোভ-সমাবেশে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠল। সিটুর অভিযোগ, একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় রক্ষী নিয়োগ নিয়ে বিক্ষোভ চলছিল। রাত সাড়ে ৮টা নাগাদ দুষ্কৃতীরা মোটরবাইকে এসে হামলা চালায়। সিটুর কয়েক জন জখম হন। এ বিষয়ে সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রাজনৈতিক কারণেই হামলা চালানো হয়েছে বলে সিটুর অভিযোগ।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.