নিজস্ব সংবাদদাতা • কলকাতা
|
অলিম্পিকের প্রস্তুতি নিতে বিষ্ণু বর্ধন লন্ডনে তাঁর ডাবলস পার্টনার লিয়েন্ডার পেজের কাছে আজ, মঙ্গলবারই উড়ে যাচ্ছেন। চলতি উইম্বলডনে লিয়েন্ডার নিজে খেলার পাশপাশি বিষ্ণুকে নিয়ে অল ইংল্যান্ড ক্লাবের ঘাসের কোর্টে আগামী রবিবার পর্যন্ত প্র্যাক্টিস করবেন। অলিম্পিক টেনিস হবে উইম্বলডনেই। এ দিন দিল্লি থেকে ফোনে বিষ্ণু বললেন, “এখানে এআইটিএ অফিসে এসেছি আমার অলিম্পিকের সরকারি প্লেয়ার্স কার্ড আর লন্ডনের ভিসা নিতে। কালই লন্ডন যাচ্ছি।”
উইম্বলডন ৮ জুলাই শেষ হচ্ছে। পরের দিনই লিয়েন্ডার আমেরিকা যাবেন ওয়ার্ল্ড টিম টেনিস খেলতে। গত কয়েক বারের মতো এ বারও তিনি ওয়াশিংটন ক্যাসেলসের হয়ে খেলবেন। যে দলে আছেন ভেনাস ও সেরেনা উইলিয়ামসও। ভেস পেজ বললেন, “এই সপ্তাহটা উইম্বলডনে বিষ্ণুকে নিয়ে প্র্যাক্টিস করে ওকে নিয়েই সোমবার আমেরিকা যাবে লিয়েন্ডার। তার পরে ওখানে প্র্যাক্টিস করবে ওদের জুটি।” কিন্তু অন্য সারফেসে অলিম্পিকের প্রস্তুতি নিয়ে কী লাভ? ভেস জানাচ্ছেন, উইম্বলডনের পরে ১৬ জুলাই পর্যন্ত অল ইংল্যান্ড ক্লাবের কোর্ট বন্ধ থাকবে। খুলবে অলিম্পিকের এক সপ্তাহ আগে। সে জন্য অন্তত ২০ জুলাই পর্যন্ত উইম্বলডনে লিয়েন্ডার-বিষ্ণু জুটির থেকেও লাভ নেই। ওয়ার্ল্ড টিম টেনিস ২৮ জুলাই শেষ হলেও লিয়েন্ডার এ বার অলিম্পিকের জন্য ওয়াশিংটন ক্যাসেলসের হয়ে শুধু প্রথম দু’সপ্তাহ খেলবেন বলে ঠিক করেছেন। ২০ জুলাইয়ের মধ্যেই লন্ডনে ফিরে আসবেন বিষ্ণু-সমেত। |