টুকরো খবর
বুড়ি বাসরার চরে উদ্ধার হাতির দেহ
ছবি: নারায়ণ দে
মধু চা বাগান লাগোয়া বুড়ি বাসরা নদীর চর থেকে একটি হাতির দেহ উদ্ধার হয়েছে। শুক্রবার ভোরে বাগানের এক কর্মী দেহটি দেখতে পেয়ে বনকর্মীদের খবর দেন। বনকর্মীরা সেটা উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করেন। বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা বিজয়কুমার সালিমাথ বলেন, “হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের গুদামডাবরি-২ কম্পার্টমেন্ট এবং মধু চা বাগনের ৪ নম্বর সেকশনের মধ্যে নদী চরে হাতির দেহটি মিলেছে। বুনোটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।” বনদফতর সূত্রে জানা গিয়েছে, ৮ থেকে ১০ বছরের হাতিটি চার পা ভাজ করে বসা অবস্থায় পড়ে ছিল। টের পেয়ে চা বাগানের বাসিন্দারা সেখানে ভিড় করে পুজো দিতে শুরু করেন। হ্যামিল্টনগঞ্জের রেঞ্জার মধুরমিলন ঘোষ বলেন, “প্রাথমিক ভাবে মনে হচ্ছে বুনোটি দলের সঙ্গে চা বাগান এলাকায় ঢুকে অসুস্থ হয়ে নদীর চরে বসে পড়ে। সেখানেই মারা যায়। ময়নাতদন্তের পরে পশু চিকিৎসকরা প্রাথমিকভাবে জানান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে।” বনকর্তারা জানান, ভিসেরা পরীক্ষার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা বলেন, “ময়নাতদন্তের পরে মৃত হাতির শরীরের অংশ ভিসেরা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।” যদিও ওই পরীক্ষার ফলাফল আদৌ মিলবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন পরিবেশপ্রেমীরা। আলিপুরদুয়ার নেচার ক্লাবের চেয়ারম্যান অমল দত্ত বলেন, “ডুয়ার্সে একের পর এক হাতি মারা গেলেও সঠিক কারণ জানা সম্ভব হচ্ছে না। ভিসেরা পরীক্ষার জন্য শরীরের অংশ সংগ্রহ করা হলেও রিপোর্ট মিলছে না। তাই বিষক্রিয়া নাকি কোনও সংক্রমণজনিত কারণে হাতিগুলি মারা যাচ্ছে সেটা স্পষ্ট হচ্ছে না।”

ফলের টোপে খাঁচায় বাঁদর
খাঁচা পেতে ফলমূলের টোপ দিয়ে সুকান্তপল্লি থেকে বন দফতর দু’টি বাঁদর ধরায় স্বস্তিতে বাসিন্দারা। সপ্তাহ দুয়েক ধরে এলাকায় ১০-১৫টি বাঁদরের অত্যাচারে নাজেহাল বাসিন্দারা। শেষ পর্যন্ত এগিয়ে আসে বন দফতরের সুকনার ওয়াইল্ড লাইফ স্কোয়াড। এলাকায় একটি খাঁচা পেতে দেন তাঁরা। শুক্রবার সকালে ওই খাঁচায় ধরা পড়ে দুটি বাঁদর। তার মধ্যে একটি বাঁদরকেই ‘পালের গোদা’ হিসাবে চিহ্নিত করেছেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এই বাঁদরটিই সবচেয়ে বেশি অত্যাচার করছে। গাড়ির ভিতরে ঢুকে বসার আসন ফুটো করে দেওয়া, লোকজনকে কামড়ে দেওয়ার অভিযোগ এটির বিরুদ্ধেই। স্থানীয় পিসিও বুথের মালিক সঞ্জয় মিত্র বলেন, “বাঁদরের অত্যাচারে নাজেহাল আমরা। সবক’টিকে ধরে জঙ্গলে ছেড়ে দিলে রেহাই পাব।” এ দিন সকালে বাঁদর ধরা পড়ার পরে ঘটনাস্থলে যান সুকনা ওয়াইল্ড লাইফ স্কোয়াডের রেঞ্জ অফিসার কাঞ্চন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “একই কায়দায় বাকিদের ধরে জঙ্গলে পাঠানো হবে।”

কুমিরে টেনে নিয়ে গেল মহিলাকে
নদীতে মীন ধরার সময় এক মহিলাকে টেনে নিয়ে গেল কুমিরে। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে গোসাবার রাঙাবেলিয়ার উত্তরডাঙার কাছে বিদ্যা নদীতে। পুলিশ জানিয়েছে মৃতা বাসন্তী মণ্ডল (৪২) ওই এলাকারই বাসিন্দা। এ দিন ভোরে নদীতে মীন ধরছিলেন বাসন্তীদেবী ও তাঁর স্বামী। হঠাৎ পিছন থেকে একটি কুমির বাসন্তীদেবীকে টেনে নিয়ে যায়। দুপুরে ছোট মোল্লাখালি কোস্টাল থানা এলাকার গোবিন্দপুর ঘাটের কাছে এক মহিলার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। মৃতার স্বামী দেহটি শনাক্ত করেন।

তিনটি বাঘের ছানা জন্মাল রণথম্ভৌরে
রণথম্ভৌর জাতীয় উদ্যানে জন্ম হল তিন নতুন সদস্যের। গত কাল সকালে বনরক্ষীদের নজরে আসে সুন্দরী নামের বাঘের ওই তিনটি ছানা। এই নিয়ে সেখানে বাঘের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৩। সারা দেশে যেখানে বাঘের সংখ্যা ক্রমশ কমছে, সেখানে এই তিন শাবকের জন্মে খুশি উদ্যান কর্তৃপক্ষ।

কাঠ আটক, ধৃত
রেলের প্রস্তাবিত বিদ্যুৎ প্রকল্পের জমি থেকে গাছ কেটে পাচার করার অভিযোগে বুধবার আদ্রার মোহনপুরা জঙ্গল থেকে নারায়ণ বাউরি নামে এক ব্যক্তিকে ধরল আরপিএফ। বৃহস্পতিবার ধৃতের ১৪ দিন জেল হাজত হয়। আটক করা হয় ৬ টন কাঠ ও পিকআপ ভ্যান।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.