আমরি-অগ্নিকাণ্ডে অভিযুক্ত হাসপাতাল-কর্তা রাহুল তোদি, আদিত্যবর্ধন অগ্রবাল ‘ফেরার’ থাকলে তাঁদের বিরুদ্ধে আইন মোতাবেক ‘নতুন’ হুলিয়া জারি করতে পারে নিম্ন আদালত। শনিবার আলিপুরের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওই নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে, ৬ জানুয়ারি মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতের জারি হুলিয়ার নির্দেশও খারিজ করা হয়েছে। তার উপর বহাল সমস্ত স্থগিতাদেশ প্রত্যাহার করেছে ওই আদালত।
৬ জানুয়ারি আলিপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত আমরি-র তিন ডিরেক্টর রাহুল তোদি, আদিত্য অগ্রবাল এবং প্রীতি সুরেখার বিরুদ্ধে হুলিয়া জারির নির্দেশ দিয়েছিল। তিন অভিযুক্তকে আদালতে আত্মসমর্পণ করার জন্য ১৩ দিন সময় দেওয়া হয়। এরপরই ওই নির্দেশের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে অভিযুক্তদের তরফে জেলা ও দায়রা বিচারকের আদালতে আবেদন যায়। আদালত ওই নির্দেশে স্থগিতাদেশ দেয়। সেটির মেয়াদ পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছিল।
অভিযুক্তদের আইনজীবী সেলিম রহমান এ দিন জানান, কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই প্রীতি সুরেখার আগাম জামিন মঞ্জুর করেছে। আলিপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতেও আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন তিনি। অন্য দুই ‘ফেরার’ অভিযুক্ত আদিত্যবর্ধন অগ্রবাল ও রাহুল তোদি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন। ওই আবেদনের শুনানি চলছে।
ঢাকুরিয়া আমরি-র অগ্নিকাণ্ড মামলায় ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। দু’জন বাদে সকলেই জামিন পেয়েছেন। |