জল ভাগাভাগিতে ভুটানের সঙ্গে কমিশন চায় রাজ্য
র্ষায় পড়শি দেশ ভুটান থেকে জল এসে ভাসিয়ে দিচ্ছে। ফলে বছর বছর উত্তরবঙ্গের বন্যা নিয়ন্ত্রণ কার্যত অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। আবার, গ্রীষ্মে ছোট ছোট জলাধারে জল আটকে রাখছে ভুটান। ফলে সেচ ও পানীয় জলের সঙ্কটে পড়ে যাচ্ছে উত্তরবঙ্গ।
এই সমস্যার জট কাটাতে ইন্দো-ভুটান জল কমিশন গঠনের প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী, প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রীকে চিঠি দিয়েছেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া। ঠিক হয়েছে, আগামী ৩ জুলাই দিল্লিতে ব্রহ্মপুত্র বোর্ডের বৈঠকেও প্রসঙ্গটি তুলবেন রাজ্যের সেচসচিব তুষার ঘোষ।
মানসবাবু বলেন, “উত্তরবঙ্গের অন্তত ৭৬টি নদী ও জলধারা নেমেছে ভূটান হয়ে। তা সত্ত্বেও ভারতের সঙ্গে ভুটানের কোনও জল কমিশন নেই।” তিনি বলেন, “এমন একটি কমিশন থাকলে জল বণ্টন ও ব্যবহার নিয়ে একটি নীতির ভিত্তিতে কাজ হত। তা না হওয়ায় খুবই সমস্যায়পড়েছে রাজ্য।”
সমস্যাটি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পরেই মানসবাবু কেন্দ্রকে চিঠি লিখে জল কমিশন গঠনের উদ্যোগ নেওয়ার আর্জি জানিয়েছেন। রাজ্য সরকারের আশঙ্কা, ভুটানে বেশ কয়েকটি বড় বাঁধ তৈরির প্রস্তুতি চলছে। এর ফলে আগামী দিনে উত্তরবঙ্গে জল সমস্যা আরও বাড়তে পারে। তাই এখনই দুই দেশের মধ্যে কমিশন গঠন বিশেষ জরুরি। মহাকরণের খবর, কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রকও বিষয়টি নিয়ে খোঁজখবর নিয়েছে। বিদেশ মন্ত্রকের সঙ্গে তারা একপ্রস্ত আলোচনা করেছে। সংসদের বাদল অধিবেশনে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে।
নদী বিশেষজ্ঞ কল্যাণ রুদ্র বলেন, “জলবণ্টন নিয়ে ইন্দো-ভুটান জল কমিশন তৈরি হলে ভাল হবে। এখনও ভুটান কোনও বড় বাঁধ তৈরি করেনি। তবে ভবিষ্যতে করবে না তা কে বলতে পারে। তাই জল কমিশন হওয়াটা দরকার। তবে বন্যা নিয়ন্ত্রণের জন্য তা কতটা কার্যকর হবে, তা বলা কঠিন।”সেচমন্ত্রী মানসবাবু জানান, রাজ্যে প্রধান তিনটি নদী গঙ্গা, সুবর্ণরেখা ও ব্রহ্মপুত্রের অববাহিকা রয়েছে। কিন্তু ব্রহ্মপুত্র নিয়ে বোর্ড থাকলেও তাতে এত দিন পশ্চিমবঙ্গের কোনও প্রতিনিধি ছিলেন না। মানসবাবু বলেন, “বিষয়টি নিয়ে আমি নিজে গুয়াহাটিতে গিয়ে আলোচনা করেছি। ব্রহ্মপুত্র বোর্ডের উচ্চক্ষমতা সম্পন্ন মূল্যায়ন কমিটিতে উত্তর-পূর্বের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের রাখা হয়েছে। ওই কমিটির চেয়ারম্যান কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রী। ওই কমিটিতে আমাদের মুখ্যমন্ত্রীকে রাখার দাবি জানিয়েছি।”ব্রহ্মপুত্র বোর্ডের চেয়ারম্যান কেশেন্দ্র যাদব বলেন, “পশ্চিমবঙ্গকে বোর্ডের আওতাভুক্ত করার বিষয়টি আলোচনার স্তরে রয়েছে। তবে আমন্ত্রিত সদস্য হিসেবে বোর্ডের সভাগুলিতে পশ্চিমবঙ্গকে ডাকা হয়।” বোর্ড সূত্রের খবর, সংসদের বাদল অধিবেশনে বিল এনে উচ্চক্ষমতা সম্পন্ন মূল্যায়ন কমিটিতে পশ্চিমবঙ্গ ও সিকিমকে স্থায়ী সদস্য করা হতে পারে। বোর্ডের সচিব জে বর্মন বলেন, “আমন্ত্রিত সদস্য হিসেবে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পশ্চিমবঙ্গকে টাকা দেওয়া হয়েছে। তারা স্থায়ী সদস্য হলে অর্থ সাহায্যের পরিমাণও বাড়বে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.