টুকরো খবর
আমানতে সুদ বাড়াল স্টেট ব্যাঙ্ক
আমানতে সুদ বাড়াল স্টেট ব্যাঙ্ক। ৩ থেকে ৫ বছর মেয়াদের ১৫ লক্ষ টাকার কম জমায় সুদ বাড়ছে ২৫ বেসিস পয়েন্ট। ৮.৭৫% থেকে তা বেড়ে হচ্ছে ৯%। চালু হচ্ছে ১ জুলাই থেকে। অন্য দিকে, ঋণে সুদ ২০ বেসিস পয়েন্ট কমিয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক। নতুন হার ৯.৮০%। এ ছাড়া, ক্ষুদ্র ও মাঝারি শিল্প-ঋণে সুদ ১০০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমিয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক। বিভিন্ন আমানতে সুদ বাড়িয়েছে ডয়েশ ব্যাঙ্ক ও লক্ষ্মীবিলাস ব্যাঙ্ক।

বিমান জ্বালানির দাম ফের কমলো
ফের কমলো বিমান জ্বালানি (এটিএফ)-এর দাম। এপ্রিল থেকে এই নিয়ে টানা ছ’বার। সংশ্লিষ্ট মহলের মতে, মূলত বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম কমার কারণেই দেশে এটিএফের দাম কমাল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। নয়াদিল্লিতে দাম ১,২৪১ টাকা কমে হল কিলোলিটারে ৬১,১৬৯ টাকা। অন্য দিকে, মুম্বইয়ে তা হল ৬১,৯৩৪ টাকা। মধ্যরাত্রি থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে। প্রসঙ্গত, এই একই কারণে বৃহস্পতিবার পেট্রোলের দামও লিটারে ২.৪৬ টাকা কমিয়েছিল সংস্থাগুলি।

বর্ধিত পরিষেবা কর চালু আজ থেকে
বাজেট প্রস্তাব অনুযায়ী আগামী কাল থেকেই চালু হচ্ছে বর্ধিত পরিষেবা কর। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, ৩৮টি বাদে প্রায় সব পরিষেবা চলে আসছে ১২% করের আওতায়। এখন কর দিতে হয় ১১৯টি পরিষেবায়। তার সঙ্গে যুক্ত হচ্ছে করের আওতার বাইরে থাকা আরও বহু ক্ষেত্র।

কাল বন্ধ আরবিআই
বার্ষিক হিসাবের জন্য আগামী ২ জুলাই (সোমবার) সারা দেশে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সব শাখা বন্ধ থাকবে বলে জানিয়েছে শীর্ষ ব্যাঙ্ক। ওই দিন কলকাতায় ব্যাঙ্কের শাখায় সাধারণের সঙ্গে কোনও লেনদেন হবে না। উল্লেখ্য, আরবিআই-এর অর্থবর্ষ প্রতি বছর জুলাই থেকে পরের বছর জুন পর্যন্ত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.