ঝড়ে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব ভাগ। প্রবল ঝড়ে এখনও পর্যন্ত ন’জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভার্জিনিয়ায় মারা গিয়েছেন ছ’জন। গাছ পড়ে মারা গিয়েছেন বেশ কয়েক জন। বিপর্যস্ত বিদ্যুৎ বণ্টন ব্যবস্থাও। যার জেরে বিদ্যুৎহীন প্রায় কুড়ি লক্ষ মানুষ। বাদ পড়েনি রাজধানী ওয়াশিংটনও। এর মধ্যে আজই আবার ওয়াশিংটনের তাপমাত্রা উঠে গিয়েছে ৪০ ডিগ্রিতে। এই অবস্থায় বিদ্যুৎ না থাকার ফলে নাজেহাল বাসিন্দারা। বণ্টন সংস্থা জানিয়ে দিয়েছে, ঝড়ে তাদের অর্ধেকেরও বেশি ইউনিট বিকল। ফলে আরও বেশ কিছু দিন এই অবস্থা চলতে পারে। |
চিনে ভূমিকম্প
সংবাদসংস্থা • বেজিং |
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিনের একাংশ। এই ঘটনায় আহত হয়েছেন ৩৪ জন। চিনের আবহাওয়া দফতর জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬। কম্পনের জেরে জিনজিয়াং উয়েগুর পার্বত্য এলাকায় ধস নামে। আশঙ্কা, অন্তত ১২০ জন মাটি চাপা পড়েছেন। |