বাড়তি সুবিধা জঙ্গলমহলেও
গণবন্টনের বিশেষ সুবিধা দশ জেলায়
য়ের আর কোনও ঊর্ধ্বসীমা থাকছে না। এ বার থেকে জঙ্গলমহলে বসবাসকারী উপজাতি সম্প্রদায়ের সব মানুষই ২ টাকা কেজি দরে চাল পাবেন। এমনই নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।
আগে জঙ্গলমহলের বাসিন্দা তফসিলি জাতিভুক্তদের পারিবারিক আয় বছরে ৩৬ হাজার টাকা হলে ২ টাকা কেজি দরে চাল মিলত। তফসিলি উপজাতিদের ক্ষেত্রে আয়ের ঊর্ধ্বসীমা ছিল বছরে ৪২ হাজার টাকা। নতুন নির্দেশিকা অনুযায়ী তফসিলি উপজাতিভুক্ত সব মানুষই এই সুবিধা পাবেন। শুধু জঙ্গলমহলের ২৩টি ব্লক নয়, পাশাপাশি রাজ্যের আরও ১০টি জেলার মানুষ গণবন্টন ব্যবস্থার নানা সুযোগ পাবেন। ওই ১০টি জেলাকে ‘দরিদ্রতম জেলা’ বলে চিহ্নিত করেছে সরকার। জেলাগুলি হল পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও জলপাইগুড়ি। কী পাবেন এই ১০টি জেলার দরিদ্র মানুষ? প্রশাসন জানিয়েছে, প্রত্যেকে ইউনিট পিছু (প্রাপ্তবয়স্ক একজন হলেন এক ইউনিট, ২ জন অপ্রাপ্তবয়স্ক মিলে এক ইউনিট) সপ্তাহে ২ কেজি চাল ও ১ কেজি গম পাবেন। চাল ও গমের কেজি প্রতি দাম পড়বে ২ টাকা। বন্ধ চা বাগানের শ্রমিক ও তাঁদের উপর নির্ভরশীল পরিবারের সদস্যরাও একই সুবিধে পাবেন। তাঁরা ইউনিট-প্রতি সপ্তাহে ২ টাকা কেজি দরে চাল ও সাড়ে সাতশো গ্রাম প্যাকেট আটা পাবেন ২ টাকায়। দার্জিলিং পার্বত্য এলাকায় আবার বরাদ্দ বাড়িয়ে দ্বিগুণ করা হচ্ছে। সেখানে ৮০০ গ্রাম চালের পরিবর্তে ১৬০০ গ্রাম চাল ও পুষ্টিযুক্ত আটা ও গম মিলিয়ে ১৭০০ গ্রাম দেওয়া হবে (যার মধ্যে ৭০০ গ্রাম গম ও ১ কেজি আটা)।
এর ফলে, জঙ্গলমহলের ২৩টি ব্লকের বাইরেও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ার অন্য ব্লকের সমস্যাদীর্ণ মানুষ নানা সুবিধা পাবেন। কারা এই বিশেষ সুবিধা পাবেন, তার তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন ৬০ শতাংশের বেশি শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টিহীন, পেনশন না পাওয়া বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধ-বৃদ্ধারা, প্রান্তিক চাষি, এইচআইভি আক্রান্ত ব্যক্তি, কুষ্ঠরোগী, ভবঘুরে, গ্রামীণ শিল্পী, ভূমিহীন মজুর, সব আদিম জাতি, কুলি, রিকশাচালক থেকে নানা পেশার মানুষ। এঁদের অন্ত্যোদয় যোজনার অন্তর্ভুক্ত করা হবে। কোন ব্যক্তি তালিকায় স্থান পাওয়ার যোগ্য, তা ঠিক করবে সংশ্লিষ্ট বিভাগ। যেমন সমাজকল্যাণ দফতর নির্বাচন করবে প্রতিবন্ধীদের, অনগ্রসর শ্রেণি-কল্যাণ দফতর জানাবে কারা আদিম জাতি। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই সুবিধা দেওয়া হবে বলে প্রাথমিক ভাবে ঠিক করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই তালিকা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে।
জঙ্গলমহলের ক্ষেত্রে দু’টি বাড়তি সুবিধে দেওয়া হচ্ছে। আগে সপ্তাহে ইউনিট পিছু ১ কেজি চাল ও ১ কেজি গম দেওয়া হত। এ বার ২ কেজি করে চাল দেওয়া হবে। জঙ্গলমহলের অন্ত্যোদয়ের ক্ষেত্রেও একইভাবে সপ্তাহে চাল বরাদ্দ বাড়িয়ে ২ কেজি করা হয়েছে। তারই সঙ্গে প্রতিটি আদিবাসী পরিবার, আয়ের ঊর্ধ্বসীমা যা-ই হোক না কেন এই সুবিধে পাবেন। সরকারি চাকরিজীবী থেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ীও তফসিলি উপজাতিভুক্ত হলে এই সুবিধার আওতায় আসবেন। ২ টাকা কেজি দরে ইউনিট পিছু ২ কেজি চাল ও ১ কেজি গম পাবেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.