আজকের শিরোনাম
মুক্ত সুরজিত্ সিংহ
দীর্ঘ তিন দশক পর বন্দিদশা থেকে অবশেষে মুক্ত হলেন পঞ্জাবের বাসিন্দা সুরজিত্ সিংহ। চরবৃত্তির অভিযোগে বন্দি ছিলেন লাহৌরের কোট লাখপতরাই জেলে।
আজ সকাল দশটায় ওয়াঘা সীমান্তের গেট খুলে দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিল তাঁর পরিবার। প্রায় দেড় ঘন্টা অপেক্ষার পর পরিবারের লোক ফুলের মালা পরিয়ে স্বাগত জানায় আপাত বৃদ্ধ সুরজিত্ সিংহ। জেল থেকে বেরিয়ে তিনি বলেন যে তিনি ভালো আছেন। পাকিস্তানের জেলে নিরপরাধ বন্দিদের মুক্তি দেওয়ার কথা বলেন সুরজিত্। পাশাপাশি ভারতেও যারা নিরাপরাধ বন্দি আছেন তাদেরও ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। খুব শীঘ্রই ভারতের হাতে তাঁকে তুলে দেবে পাকিস্তান।

মনোনয়ন পেশ করলেন প্রণব মুখোপাধ্যায় ও পি এ সাংমা
রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন প্রণব মুখোপাধ্যায়। আজ সকাল ১১টায় দিল্লির সংসদ ভবনে রাজ্যসভার সেক্রেটারি জেনারেলের হাতে মনোনয়নপত্র তুলে দিলেন তিনি। এই সময় সংসদ ভবনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, সনিয়া গাঁধী, রাহুল গাঁধী-সহ মুলায়ম সিংহ, লালুপ্রসাদ, রাম বিলাস পাসোয়ান ও শরদ পওয়ার।
অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রণব মুখোপাধ্যায়ের অন্যতম প্রতিদ্বন্দ্বী পি এ সাংমাও মনোনয়ন জমা দিলেন। তাঁর সঙ্গে রয়েছেন ওড়িশার প্রধানমন্ত্রী নবীন পট্টনায়ক, প্রকাশ সিংহ পাল, আডবানী, সুষমা স্বরাজ-সহ অনেকে।

মহারণে সাংবাদিক বৈঠকে বিমল গুরুঙ্গ
আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন বিমল গুরুঙ্গের নেতৃত্বাধীন গোর্খা জনমুক্তি মোর্চার ৫ সদস্যের প্রতিনিধিদল। বিকেল ৩টে নাগাদ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর গুরুঙ্গ সাংবাদিক বৈঠক করেন। জিটিএ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের পাশাপাশি মুখ্যমন্ত্রী যা সিদ্ধান্ত নেবেন তা তিনি সর্মথন করবেন বলে জানান। জিটিএ ভোটে কারোর সঙ্গে জোট নয়। জিটিএ গড়ে পাহাড়ে উন্নয়ন-প্রক্রিয়া ত্বরান্বিত করার কথাও বলেন তিনি। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রশ্ন করায় গুরুঙ্গ কোনও মন্তব্য করেননি।

ছাত্রী নিগ্রহ
স্কুলে ইউনিফর্ম না পরার অপরাধে স্কার্ট খুলে দেওয়ার অভিযোগ উঠল রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষিকা বিপাশা ঠাকুরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গাইঘাটার বেড়িগোপালপুর আদর্শ হাইস্কুলে। সপ্তম শ্রেণীর ওই ছাত্রীটি স্কুলের নির্দিষ্ট স্কার্টের বদলে অন্য স্কার্ট পরে আসায় শাস্তি হিসেবে সবার সামনে তা খুলে দেয় ওই শিক্ষিকা। স্কার্ট ফেরত না পেয়ে ওই অবস্থায় ছাত্রীটি বাড়ি ফিরে আসে। তার পরিবারের লোকজন শিক্ষিকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরে মুচলেকা দিয়ে তা মেনে নেয় শিক্ষিকা। জেলা স্কুল পরিদর্শকের কাছে ঘটনার রিপোর্ট চেয়েছেন শিক্ষামন্ত্রী। রিপোর্ট পেলে শিক্ষিকার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

ফের আত্মহত্যা, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে
রবীন্দ্র সরোবর স্টেশনে দমদমগামী মেট্রোতে আজ সকাল ৭.২০ মিনিটে আত্মহত্যা করেন এক ব্যক্তি। এর ফলে ৪৫ মিনিট ব্যাহত হয় মেট্রো পরিষেবা। চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা। মৃত ব্যক্তির কোনও পরিচয় জানা যায়নি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.