বদল পুর আইনে
নতুন সব বাড়িতে সৌরশক্তি আবশ্যিক করতে চাইছে রাজ্য
নেক উন্নত দেশেই বাড়িতে সৌর বিদ্যুতের ব্যবহার আবশ্যিক করা হয়েছে। সেই দৃষ্টান্ত মেনে রাজ্যেও নবনির্মিত সব বাড়িতে সৌরশক্তি ব্যবহারের বন্দোবস্ত রাখার জন্য চাপ বাড়াতে চায় নতুন সরকার। বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্ত বুধবার বিধানসভায় এ কথা জানিয়েছেন। প্রচলিত পন্থায় তাপবিদ্যুতের জন্য দরকার পর্যাপ্ত কয়লা। অথচ কয়লার ভাণ্ডার সীমিত। কয়লার টানাটানি আর পরিবেশ-সচেতনতার কথা মাথায় রেখেই সৌরশক্তি ব্যবহারের প্রসারে আরও জোর দিতে চাইছে রাজ্য। সৌর বিদ্যুৎ উৎপাদন ও বিপণন নিয়ে একটি নীতি গ্রহণ করেছে তারা। এ দিন সেই নীতি ঘোষণা করেন বিদ্যুৎমন্ত্রী।
মণীশবাবু বলেন, “বিভিন্ন পুরসভার নির্মাণ সংক্রান্ত আইন শুধরে সৌর বিদ্যুৎ ব্যবহার বাধ্যতামূলক করার সংস্থান রাখার জন্য আমরা সুপারিশ করব।” তিনি জানান, স্পেন, জার্মানিতে ‘বিল্ডিং রুল্স’ (ভবন-বিধি) অনুযায়ী সৌর বিদ্যুৎ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। সেখানে সৌর বিদুতের ব্যবহারও অনেক বেড়েছে। সৌর বিদ্যুৎ তথা পুনর্ব্যবহারযোগ্য শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের নীতি রাজ্যের গ্রিন এনার্জি ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমে বলবৎ করা হবে। কমাতে হবে তাপবিদ্যুতের ব্যবহার। বাণিজ্যিক ভাবে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে। নতুন নীতি অনুযায়ী চলতি আর্থিক বছরের শেষে ২৬০ মেগাওয়াট সৌর বিদুৎ উৎপাদন এবং তা বাণিজ্যিক ভাবে ব্যবহারের লক্ষ্যমাত্রাও স্থির করে ফেলেছে রাজ্য। কয়েকটি পুর এলাকায় নেট মিটারিং প্রকল্পে সৌর বিদ্যুৎ উৎপাদনে ৩০ শতাংশ ভর্তুকি দেওয়া হচ্ছে। মন্ত্রী জানান, রাজভবন থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, স্কুল ও হাসপাতালকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।
গত ৩১ মে পর্যন্ত এ রাজ্যে লক্ষাধিক পরিবার সৌর বিদ্যুৎ পরিষেবার আওতায় এসেছে। ৯১৯৫টি সৌর আলোর সংস্থান হয়েছে। মণীশবাবু জানান, সাগর, পাথরপ্রতিমা, নামখানা, গোসাবার মতো সুন্দরবনের প্রত্যন্ত ব্লকে ১৬টি বিনা গ্রিডের সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়েছে। বর্ধমানের জামুড়িয়ায় দুই মেগাওয়াট উৎপাদন ক্ষমতার সৌর বিদ্যুৎকেন্দ্রে উৎপন্ন বিদ্যুৎ গ্রিডে বিক্রি করা হচ্ছে বলে জানান তিনি। সৌর শক্তি ব্যবহারের সমস্যা প্রসঙ্গে মন্ত্রী জানান, এক মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে চার একর জমির দরকার হয়। তবে প্রাথমিক ভাবে খরচ বেশি হলেও এটা পুনর্ব্যবহারের সুযোগ রয়েছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে দেখভালের বিষয়টিও গুরুত্বপূর্ণ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.