টুকরো খবর
ডিআরএসে ‘না’ বোর্ডের
ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে অনিশ্চিত হয়ে পড়ল ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) ভবিষ্যৎ। টেস্ট ও এক দিনের ম্যাচে ডিআরএস বাধ্যতামূলক করতে চেয়েছিল আইসিসি। গত সোমবার এই নিয়ে ঘোষণাও করা হয়। কিন্তু বরাবরের মতো ডিআরএস মানতে রাজি নয় ভারতীয় বোর্ড। ফলে ক্রিকেটবিশ্বে এই নিয়ম চালু করা নিয়ে ফের বাধা দেখা দিয়েছে। ভারতের সমর্থন না পাওয়ায় তা অনুমোদন করা যায়নি। আগেকার মতো নিয়মই রেখে দিতে বাধ্য হচ্ছে আইসিসি। যেখানে কোনও সিরিজে অংশগ্রহণকারী দেশগুলোই ঠিক করবে সেই সিরিজে ডিআরএস মানা হবে কি না। ডিআরএস নিয়ে ভারতের আপত্তি থাকলেও, মঙ্গলবার আইসিসির কার্যকরী কমিটির সভায় পাকিস্তান-শ্রীলঙ্কা ছাড়াও বেশ কিছু দেশ আইসিসির নতুন নিয়মকে সমর্থন করে। যদিও তাতে কোনও লাভ হয়নি। ও দিকে, টি-টোয়েন্টি ক্রিকেটকে মদত দেওয়া এবং ডিআরএস আটকে রাখার জন্য ভারতীয় বোর্ডকে এক হাত নিয়েছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক টনি গ্রেগ।

জিতে শুরু মহেশদের
বিতর্কের লেশমাত্র দেখা গেল না কোর্টে। মহেশ ভূপতি-রোহন বোপান্না জুটি উইম্বলডন অভিযান শুরু করলেন দুর্দান্ত ভঙ্গিতে। ছয় নম্বর কোর্টে ডাবলসের প্রথম রাউন্ডে সপ্তম বাছাই ভারতীয় জুটি স্ট্রেট সেটে হারালেন উরুগুয়ান-তিউনিশিয়ান টিম ফেল্দার-জাজিরিকে। প্রথম সেটে বিপক্ষকে একটাও গেম না দিয়ে মহেশরা শেষমেশ জেতেন ৬-০, ৭-৬ (৭-১), ৬-২। ছয় বারের চ্যাম্পিয়ন ফেডেরার তৃতীয় রাউন্ডে উঠলেন ঝড়ের গতিতে। ইতালির ফাবিও ফজনিনিকে তৃতীয় বাছাই উড়িয়ে দেন ৬-১, ৬-৩, ৬-২। বৃষ্টি এসে তৃতীয় দিনের খেলা বন্ধ করে দেওয়ার আগে আর পরে মেয়েদের সিঙ্গলসে একটা করে অঘটনও ঘটেছে। বরিস বেকারের অন্যতম ফেভারিট সামান্থা স্তোসুর দ্বিতীয় রাউন্ডেই ছিটকে গেলেন। পঞ্চম বাছাই অস্ট্রেলীয় ডাচ মেয়ে আরান্থা রুস-কে দ্বিতীয় সেটে ৬-০ হারিয়ে ম্যাচে সমতায় ফিরেও শেষ পর্যন্ত পরাস্ত হলেন। ২-৬, ৬-০, ৪-৬। প্রাক্তন বিশ্বসেরা ওজনিয়াকির বিরুদ্ধে দু’বার ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে তাঁকেই ছিটকে দিলেন অস্ট্রিয়ার পেশ্চেক। ৫-৭, ৭-৬ (৭-৪), ৬-৪। জকোভিচ ছাদ ঢাকা সেন্টার কোর্টে রাত দশটায় জিতে উঠলেন দ্বিতীয় রাউন্ড ম্যাচ। তবে শারাপোভা বা লিয়েন্ডারের ম্যাচ বাতিল হল। নাদাল আবার বৃষ্টি উপভোগ করেছেন বাড়িতে কয়েক জন ঘনিষ্ঠ বন্ধুকে ডেকে তাঁদের নিজের হাতে রান্না করে খাইয়ে। টুইটে সে খবর পোস্ট-ও করেছেন তিনি।

চিনে সৌম্যজিৎ, অঙ্কিতা
লন্ডন অলিম্পিকের প্রস্তুতি নিতে চিন যাচ্ছেন বাংলার দুই টেবল টেনিস খেলোয়াড় সৌম্যজিৎ ঘোষ এবং অঙ্কিতা দাশ। রবিবার ১৬ দিনের জন্য ট্রেনিং নিতে উড়ে যাচ্ছেন দু’জনেই। সেখানে এখন ট্রেনিং নিচ্ছেন অ্যান্টনি অমলরাজ এবং কুমারেশেন শালিনী ট্রেনিং নিচ্ছেন বিদেশি কোচ লাসজেক কুচারেস্কির কাছে। টিটিএফ আইয়ের সচিব ধনরাজ চৌধুরী বললেন, “বিশ্বের অন্যতম সেরা ট্রেনিং সেন্টারে ওদের পাঠানো হচ্ছে প্রস্তুতির জন্য।”

ট্রেডস কাপ জানবাজারের
ট্রেডস কাপ চ্যাম্পিয়ন হল জানবাজার ক্লাব। ফাইনালে তারা অঞ্জন দে-র গোলে ১-০ হারাল হাওড়া ইউনিয়ানকে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.