টুকরো খবর |
সিপাইবাজারে বাড়িতে আগুন |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর শহরের একটি বাড়িতে আগুন লাগল। তবে হতাহতের খবর নেই। বুধবার রাত ৮টা নাগাদ শহরের সিপাইবাজারের বাসিন্দা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আগুন লাগে। সঞ্জীববাবুর বাড়িটি পাকা হলেও ছাউনি টিনের। প্রথমে একটি ঘরে আগুন লাগলেও পরে তা বাড়ির একাংশে ছড়িয়ে পড়ে। তখন বাড়িতে কেউ ছিলেন না। প্রতিবেশী শেখ সাবির বলেন, “হঠাৎ দেখি আগুন জ্বলছে। তখন দমকলকে খবর দেওয়া হয়।” দমকলকর্মীরা দু’টি ইঞ্জিন নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। যদিও তার আগে প্রতিবেশীদের তৎপরতায় আগুন বেশি ছাড়ায়নি। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট-সার্কিট থেকেই আগুন লেগেছিল।
|
গাঁজা-সহ ধৃত যুবক |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
গাঁজা-সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বুধবার খড়্গপুরের ইন্দা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত শেখ সাকিল খড়্গপুর শহরের কাজি মহল্লার বাসিন্দা। তবে সে রেলের কোয়ার্টার ভাড়া নিয়ে থাকত। তার থেকে ৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। খড়্গপুর শহরের বিভিন্ন এলাকাতে মাদক দ্রব্যের বেচাকেনা চলে। বুধবার যে যুবককে গ্রেফতার করা হয়েছে, সে গাঁজা বিক্রি করত বলেই পুলিশ জানিয়েছে। ধৃতের সঙ্গে কাদের যোগাযোগ রয়েছে, তদন্তে তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
|
স্কুলে রবীন্দ্র মূর্তি |
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তি বসল দাঁতনের বীণাপাণি বালিকা বিদ্যালয়ে। প্রধান শিক্ষিকা স্বপ্না ঘোষ জানান, শিক্ষিকারাই চাঁদা তুলে এই মূর্তি বসিয়েছেন। বুধবার মূর্তির আবরণ উন্মোচন করেন স্থানীয় তৃণমূল নেতা বিক্রম প্রধান। এই উপলক্ষে রবীন্দ্র স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। |
|