টুকরো খবর |
মেয়েকে মারধর করে মা’কে ধর্ষণ
নিজস্ব সংবাদদাতা • বক্সিরহাট |
শিশুকন্যাকে মেরে অজ্ঞান করে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁদের এক প্রতিবেশীর বিরুদ্ধে। সোমবার রাতে কোচবিহারের বক্সিরহাট থানার সিঙিমারি এলাকায় ওই ঘটনা ঘটেছে। অভিযোগ পেয়ে মঙ্গলবার পুলিশ বাড়ি থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ধৃতের নাম প্রকাশ বর্মন। সিঙিমারি এলাকায় তাঁর পান-সুপারির দোকান রয়েছে। তৃণমূলের বক্সিরহাট ব্লক সভাপতি স্বপন সাহা’র দাবি, “নির্যাতিতা মহিলা আমাদের দলের সমর্থক। অভিযুক্ত যুবক এলাকায় সিপিএমের কট্টর সমর্থক বলে পরিচিত। তাঁর বিরুদ্ধে নানা অসামাজিক কাজের অভিযোগ রয়েছে। আমরা অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে আন্দোলনে নামব।” সিপিএমের বক্সিরহাট জোনাল সম্পাদক ধনঞ্জয় রাভা অবশ্য ওই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তিনি বলেন, “অভিযোগকারিণী কিংবা অভিযুক্ত কেউই আমাদের দলের সমর্থক নন। পরিকল্পিতভাবে এলাকায় অশান্তি তৈরি ও দলের ভাবমূর্তি খারাপ করতে চাইছে তৃণমূল।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে বেড়া ভেঙে ওই ব্যক্তি ওই বধূর বাড়িতে ঢুকে পড়েন। বধূর স্বামী দিল্লিতে একটি সংস্থায় শ্রমিকের কাজ করেন। তিনি বাড়িতে ছিলেন না। সাত বছরের নাবালিকা মেয়েকে নিয়ে ওই মহিলা বাড়িতে ছিলেন। মা মেয়ে দু’জনেই আচমকা ওই ব্যক্তিকে দেখে চিৎকার শুরু করেন। অভিযোগ, প্রকাশ তখন মারতে মারতে ওই শিশুকন্যাকে অজ্ঞান করে দেন। তার পরে ধর্ষণ করে পালিয়ে যান। প্রতিবেশীদের ওই ঘটনার জানান ওই মহিলা। তাঁদের নিয়েই মঙ্গলবার সকালে বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ জানান তিনি। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বিবাহিত। সে ওই মহিলাকে আগেও কুপ্রস্তাব দিয়েছিল। কোচবিহারের পুলিশ সুপার প্রণব দাস বলেন, “অভিযোগ পেয়েই এ দিন তাকে গ্রেফতার করা হয়েছে।”
|
কোচবিহারে নতুন কলেজের দাবি বিধায়কের
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
কোচবিহার জেলায় ৩ টি নতুন কলেজ তৈরির ব্যাপারে শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হলেন বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ। তুফানগঞ্জ-১, দিনহাটা-২ ও সিতাই ব্লকে ওই ৩ টি কলেজ চালুর আর্জি জানিয়েছেন তিনি। সোমবার কলকাতায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করে ওই ৩ টি কলেজ তৈরির প্রয়োজনীয়তা নিয়ে বিশদে কথা বলেন বিধায়ক। মঙ্গলবার বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “তুফানগঞ্জ-১ ব্লকের চিলাখানায় কলেজ গড়ার জন্য স্বেচ্ছায় এক বাসিন্দা একলপ্তে ১১ বিঘা জমি দিতে চাইছেন। ফলে সেখানে জমির সমস্যা হবে না। তা ছাড়া ওই ব্লকে কোন কলেজ নেই। শিক্ষামন্ত্রীকে ওই এলাকায় কলেজ গড়ার ব্যাপারে ব্যবস্থা নিতে আর্জি জানিয়েছি। একই সঙ্গে দিনহাটা-২ ও সিতাই ব্লকেও কলেজ গড়ার জন্যও কথা বলেছি। শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন।”
|
অপসৃত প্রধান পুনর্নির্বাচিত
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পদে নির্বাচিত হলেন দলীয় সদস্যদের অনাস্থায় অপসারিত কংগ্রেসের উপপ্রধান। মালদহের হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ঘটনা! মঙ্গলবার ছিল ওই উপপ্রধান নির্বাচনের দিন। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের নির্বাচিত হয়েছেন অপসারিত রিনা মণ্ডল। হাজির ছিলেন ৩ কংগ্রেস ও দুই সিপিএম সদস্য। হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের বিডিও ঋতম ঝা বলেছেন, “অপসারিত রিনা মণ্ডলই ফের উপপ্রধান পদে নির্বাচিত হয়েছেন। হাজির ছিলেন ৫ সদস্য। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি।”
|
বিদ্যুৎ বিভ্রাটের জেরে পথ অবরোধ
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের জেরে ৩ ঘণ্টা ধরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। মালদহের চাঁচলের মালতিপুরে ৮১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ-অবরোধ হয়। চাঁচলের সঙ্গে মালদহের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে দুপুর ৩ টায় অবরোধ তুলে নেন বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, চাঁচল-২ ব্লকের মালতিপুর সহ একাধিক এলাকায় গত দু সপ্তাহ ধরে বিদ্যুৎ বিভ্রাট চলতে থাকায় বাসিন্দারা নাজেহাল হয়ে পড়েছেন! দিনের অধিকাংশ সময়েই বিদ্যুত থাকে না বলে অভিযোগ। লো-ভোল্টেজের সমস্যাও রয়েছে। বারবার আবেদন জানিয়েও ফল না হওয়ার পর এদিন সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। বিদ্যুৎ বন্টন কোম্পানির নর্থ মালদহের ডিভিশনাল ম্যানেজার বরুন বিশ্বাস বলেছেন, “দ্রুত যাতে সমস্যা মেটে তা দেখা হচ্ছে।”
|
‘গার্ড ওয়াল’ ভাঙনে ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
পুকুরের পাশে নির্মীয়মাণ গার্ড ওয়াল ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়াল মালদহের সামসিতে। মঙ্গলবার দুপুরে সামসির মতিগঞ্জে ঘটনাটি ঘটেছে। নিম্নমানের কাজ করা হচ্ছিল তাই তা ভেঙে পড়েছে বলে অভিযোগ তুলেছেন বাসিন্দাদের একাংশ। জেলা পরিষদের বরাদ্দ এক লক্ষ টাকায় ওই গার্ড ওয়ালটি তৈরি হচ্ছিল। নিম্নমানের কাজের অভিযোগ অবশ্য অস্বীকার করেছে পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতের প্রধান মোশারফ হোসেন বলেন, “কাজ তো এখনও শেষ হয়নি। ফলে ফের নতুন করে তা তৈরি করা হবে। মতিগঞ্জের বাসস্ট্যান্ডের অদূরে রাস্তার পাশে ওই গার্ড ওয়ালটি তৈরি হচ্ছিল। এদিন ৬০ ফুট লম্বা গার্ডওয়ালটির মাঝের অংশ ভেঙে পড়ে।
|
এসপি দফতর ঘেরাও করার হুমকি লিগের
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
মোয়ামারিতে দলের যুব নেতার দুই মেয়েকে নিগ্রহে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে কোচবিহারের পুলিশ সুপারের দফতর ঘেরাওয়ের হুমকি দিল ফরওয়ার্ড ব্লকের যুব সংগঠন যুব লিগ। মঙ্গলবার যুব লিগের জেলা সম্পাদক গোপাল দে বলেন, “ওই ঘটনায় অভিযুক্ত ৫ জনই তৃণমূল সমর্থক। শাসক দলের লোক বলেই অভিযোগ জানানোর পরেও গ্রেফতারে গড়িমসি হচ্ছে। জুন মাসটা দেখব। তার পরেও অভিযুক্তদের ধরা না হলে জুলাইয়ের প্রথম সপ্তাহে এসপি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো হবে।” এই ঘটনায় ক্ষুব্ধ তৃণমূলের কোচবিহারের নেতারাও। তৃণমূলের কোচবিহার-১ ব্লক সভাপতি খোকন মিয়াঁ বলেছেন, “অভিযুক্তদের সঙ্গে দলের কোনও যোগাযোগ নেই। এর পরেও ভিত্তিহীন অভিযোগ তুলে অশান্তির চেষ্টা হলে আমরাও চুপ করে বসে থাকব না।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে কোচবিহার কোতোয়ালি থানার মোয়ামারি গ্রাম পঞ্চায়েতের দিঘলহাটি-ময়নাগুড়িতে যুব লিগের কোচবিহার-১ ব্লক সহ সভাপতি মকবুল হোসেনের দুই মেয়েকে নিগ্রহ করে গা ঢাকা দেয় একদল দুষ্কৃতী। যুব লিগের দাবি, তারা সকলেই তৃণমূল সমর্থক। সোমবার ওই ব্যাপারে কোচবিহার থানায় অভিযোগ জানানো হয়। তবে মঙ্গলবার পর্যন্ত কেউ ধরা পড়েনি। কোচবিহারের পুলিশ সুপার প্রণব দাস বলেন, “অভিযোগ পেয়েই তদন্ত শুরু হয়েছে।”
|
ব্যবসায়ী আটক
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
নামী কোম্পানির মোড়কে জাল জর্দা পুরে বিক্রির অভিযোগে পুলিশ এক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার নেতাজি পুরবাজারে বেসরকারি গোয়েন্দা সংস্থা ও পুলিশ যৌথভাবে ওই কারখানায় হানা দেয়। সেখান থেকে প্রচুর প্যাকেট, ২০ বস্তা জাল জর্দা উদ্ধার করেছে। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “কলকাতা থেকে একটি বেসরকারি গোয়েন্দা সংস্থা জাল জর্দার কারখানায় হানা দিতে আমাদের সাহায্যে চেয়েছিল। যৌথ হানায় জাল জর্দার কারখানা হদিশ মিলেছে। নামী কোম্পানির মোড়কে জাল জর্দা প্যাকেট করার সময় হাতেনাতে ধরা পড়েছে। এক ব্যবসায়ীকে আটক করেছে। অভিযোগ পেলেই ওই ব্যবসায়ীকে গ্রেফতার করা হবে।” মালদহ মাচের্ন্ট চেম্বার অফ কমার্সের সহ সম্পাদক উজ্জল সাহা বলেন, “যে ব্যবসায়ী এ কাজ করছিল আমরা তার পাশে দাঁড়াব না।”
|
হজযাত্রীদের শিবির
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
সৌদি আরবে হারিয়ে যাওয়ার ঘটনা ঠেকাতে হজ যাত্রীদের নিয়ে দক্ষিন দিনাজপুরের বালুরঘাটে দু’দিনের সচেতনতা শিবির মঙ্গলবার শেষ হল। জেলার মোট ১৫৮ জন হজযাত্রীকে সচেতন করতে রাজ্য হজ কমিটি থেকে ১০ জনের প্রতিনিধি হাজির ছিলেন। |
|