জেলা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী মিছিল হল শহরে। |
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করল বর্ধমান পূর্ব আবগারি দফতর। মঙ্গলবার এই দফতরের বর্ধমান সদর, মেমারি, কালনা, কাটোয়া, গুসকরা, রায়না ইত্যাদি সার্কেলেও মাদকবিরোধী মিছিল ও মানুষকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করার জন্য শিবির আয়োজন করা হয়েছিল। এ দিনই জেলা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী মিছিল শহর পরিক্রমা করে। পুলিশকর্মীরা ছাড়াও বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী, এনসিসি, বেসরকারি সংস্থার সদস্যেরা এই মিছিলে যোগ দেন। নানা জায়গা থেকে আটটি মিছিল টাউনহলে মিলিত হয়। ছিলেন ডিআইজি (বর্ধমান রেঞ্জ) বাসবকুমার তালুকদার, পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা প্রমুখ।
|
নির্বিঘ্নে পরীক্ষা হলদিয়ার মেডিক্যাল ছাত্রছাত্রীদের |
দীর্ঘ আইনি লড়াইয়ের পরে হলদিয়ার স্বেচ্ছাসেবী সংস্থা আইকেয়ার পরিচালিত মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীরা মঙ্গলবার এসএসকেএম হাসপাতালে এমবিবিএসের প্রথম সেমেস্টারের পরীক্ষা দিলেন। শাহরক আহমেদ নামে যে-ছাত্রটিকে পরীক্ষায় বসতে দেওয়ার জন্য কলকাতা হাইকোর্ট সোমবার নির্দেশ দিয়েছিল, তিনিও এ দিন পরীক্ষা দেন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে নতুন সরকার ও রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় হলদিয়ার ওই মেডিক্যাল কলেজের অনুমোদন খারিজ করে দেয়। তা নিয়ে হাইকোর্টে মামলা চলছে। অনুমোদন বাতিল হওয়ায় ওই কলেজের ছাত্রছাত্রীরা বিপন্ন হয়ে পড়েন। তাঁরা পরীক্ষা দেওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করেন। কলেজের পরিচালন সোসাইটির পক্ষে আইনজীবী সুব্রত মুখোপাধ্যায় বলেন, কলেজের তরফে যদি কোনও ত্রুটি বা গাফিলতি থেকে থাকে, হাইকোর্ট তার বিচার করবে। ছাত্রছাত্রীরা বিনা দোষে শাস্তি পাবেন কেন? ছাত্রছাত্রীদের প্রতি সমবেদনা প্রকাশ করেও বিচারপতি প্রণব চট্টোপাধ্যায় বলেন, আইনত ওই পড়ুয়াদের পরীক্ষায় বসতে দিতে বলার এক্তিয়ার নেই তাঁর। কারণ ওই ছাত্রছাত্রীরা সুপ্রিম কোর্টের নির্দেশে হলদিয়া মেডিক্যালে ভর্তি হয়েছিলেন। ছাত্রছাত্রীরা এর পরে পরীক্ষা দিতে চেয়ে শীর্ষ আদালতে আবেদন করেন। তাঁদের পরীক্ষায় বসতে দিতে হবে বলে নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। এ দিন সুব্রতবাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সব পড়ুয়াই নির্বিঘ্নে পরীক্ষা দিয়েছেন। |