আগামীকাল মুখ্যমন্ত্রী-মোর্চা বৈঠক |
অবশেষে মোর্চার আবেদনে সাড়া দিয়ে আগামীকাল মহাকরণে বৈঠকের সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার গুরুঙ্গের নেতৃত্বে মোর্চা প্রতিনিধিরা দিল্লিতে বিদায়ী অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় ও স্বরাষ্ট্রমন্ত্রী চিদম্বরমের সঙ্গে বৈঠক করেন। এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের আবেদন জানিয়ে তাঁকে চিঠি দেন মোর্চা নেতৃত্ব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের অনুরোধে সাড়া দিয়ে জিটিএ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ‘সুর নরম’ করলেও বৈঠকের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুঙ্গ। তাই এই বিষয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানান তারা। আগামীকাল দুপুর ২টোয় মহাকরণে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে।
|
সিঙ্গুরে অনিচ্ছুক কৃষকদের ভাতা বাড়ল |
২২ মে সিঙ্গুর আইন নিয়ে হাইকোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মহাকরণে এক সাংবাদিক বৈঠকে সিঙ্গুরের অনিচ্ছুক চাষীদের ভাতা বাড়ানোর কথা ঘোষণা করলেন তিনি। চাষীদের ভাতা ১০০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করার কথা বৈঠকে জানান তিনি। ১লা জুলাই থেকে এই পরিবর্তিত ভাতা ধার্য করা হবে বলে জানা গিয়েছে। এছাড়াও প্রতি সপ্তাহে ২টাকা কেজি দরে ২কেজি করে চাল দেওয়া হবে বলেও জানালেন মুখ্যমন্ত্রী।
|
অপারেশন গ্রিন হান্ট বন্ধের দাবিতে বনধ চলাকালীন আজ ঝাড়খন্ডের একাধিক জায়গায় নাশকতা চালাল মাওবাদীরা। তোপচাঁচিতে পুলিশের পেট্রোলিং ভ্যানে হামলা চালায় মাওবাদীরা। এলোপাথারি গুলিতে মৃত্যু হয় ধনেশ্বর মাহাতো নামে এক পুলিশকর্মীর। গুরুতর আহত হন আরও ১৩ জন পুলিশকর্মী। অন্যদিকে ধানবাদের নিশ্চিতপুর ও তেঁতুলমারি হল্ট স্টেশনের মাঝে রেল লাইনে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। ফলে ওই লাইনে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। লাতেহারের হেহেগড়া হল্ট স্টেশনের রেললাইন উড়িয়ে দেওয়ার পাশাপাশি স্টেশনের চার রেলকর্মীকে অপহরণও করে বলে জানা গিয়েছে। এই বিস্ফোরণের ফলে একাধিক লাইনে দূরপাল্লার ট্রেন চলাচল বিঘ্নিত হয়। ধানবাদের কাছে টুন্ডি ও প্রতাপপুরের সংযোগকারী সেতুতেও বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। মাও হামলা থেকে ছাড় পায়নি রাঁচির মোবাইল টাওয়ারও। টাওয়ারে বিস্ফোরণের পাশাপাশি ওই মোবাইল সংস্থার এক কর্মীকেও অপহরণ করা হয় বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে যৌথবাহিনী।
|
রোগী মৃত্যুতে উত্তেজনা ন্যাশনাল মেডিক্যালে |
ফের রোগী মৃত্যুতে উত্তেজনা ছড়াল ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। ডাক্তারের বিরুদ্ধে চিকিত্সায় গাফিলতির অভিযোগ এনে সকাল থেকেই হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন রোগীর আত্মীয়েরা। জানা গিয়েছে শুক্রবার রাতে বাইক দুর্ঘটনায় গুরুতর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় বুবাই গোমস্ নামে ওই ব্যক্তিকে। কিন্তু তার উপযুক্ত চিকিত্সা হয়নি বলে অভিযোগ রোগীর পরিবারের। আজ ভোর চারটে নাগাদ তার মৃত্যু হলে বিক্ষোভে ফেটে পড়েন তার পরিবারের লোকজন। হাসপাতালে পাশের শয্যার রোগীর ইঞ্জেকশন ভুল করে তাকে দেওয়া হয়েছে বলেও অভিযোগ দায়ের করেন তাঁরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে কোনও মতামত প্রকাশ করেনি। ঘটনাস্থলে পৌঁছায় বেনিয়াপুকুর থানার পুলিশ। পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানা যাচ্ছে।
|
উদ্ধার হল নিহত হাতির দাঁত |
আজ ডুয়ার্সের খুঁটিমারির জঙ্গল থেকে উদ্ধার হল নিহত হাতির দাঁত। বৃহস্পতিবার অসুস্থ এই হাতিটিকে মেরে দাঁত কেটে নিয়ে পালায় চোরাশিকারিরা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বন দফতরের কর্মীরা। আজ গ্রেফতার করা হয়েছে রতন ওঁরাও নামে অভিযুক্ত ওই চোরাশিকারিকে। অভিযুক্তের সঙ্গে জড়িত অন্যান্য চোরাশিকারিদেরও সন্ধান চালাচ্ছে পুলিশ। |