পেট্রোল পাম্প থেকে তেল না-মেলায় পুরসভার সাফাই পরিষেবার কাজে ব্যবহৃত একাংশ গাড়ি প্রায় তিন দিন চালানো যায়নি। গত রবিবার থেকে এই সমস্যার কারণে শিলিগুড়ি পুর এলাকা থেকে বর্জ্য ডাম্পিং গ্রাউন্ডে ফেলার কাজ ব্যাহত হয়ে পড়ে। বিষয়টি নিয়ে মঙ্গলবার পুর কমিশনারের কাছে অভিযোগও জানান বিরোধী বামেরা। পুর কমিশনার সমস্যা মেটাতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। বিরোধী দলনেতা মুন্সি নুরুল ইসলাম জানান, তেলের দাম বাবদ পেট্রোল পাম্পগুলিতে মোটা টাকা বকেয়া রয়েছে। পাম্পগুলি তেল না দেওয়ার সেটাও একটা কারণ বলে জানতে পেরেছিলেন। পুর কর্তৃপক্ষ অবশ্য জানান, বর্তমানে নগদেই ২ টি পাম্প থেকে তেল নেওয়া হয়। অন্য দুটি পাম্পে বকেয়া রয়েছে। তা মিটিয়ে দেওয়া হবে। তার জন্য সমস্যা হয়নি। এখন যে সমসা হয়েছে তা পেট্রোল পাম্পে তেল না থাকার জন্য। পেট্রোল পাম্প মালিকদের সংগঠন নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শ্যামল পাল জানান, ট্রাক চালক সংগঠনের এক ব্যক্তি মারা যাওয়ায় সোমবার তাঁরা ট্যাঙ্কার চালাননি। সে কারণে রাঙাপানি বা নিউ জলপাইগুড়ির ডিপো থেকে পেট্রোল পাম্পগুলিতে তেল সরবরাহ ব্যাহত হয়ে পড়ে। তার আগে শনিবার এবং রবিবার ছুটির দিন থাকায় ট্যাঙ্কার আসেনি। পুরসভা যে দুটি পাম্প থেকে পেট্রোল নেয় সেখানে মজুত তেল ফুরিয়ে যাওয়ায় সমস্যা হয়। মঙ্গলবার দুপুরের পর থেকে সমস্যা মিটেছে। তবে ২ টি পাম্প পুরসভার কাছে প্রায় ১০ লক্ষ টাকা পায়। তা মিটিয়ে দেওয়ার জন্য তাঁরা বারবার পুর কর্তৃপক্ষকে জানিয়েছেন। শীঘ্রই তা মিটিয়ে দেওয়া না হলে অন্য পাম্পগুলি থেকেও তারা পুরসভার গাড়িকে তেল সরবরাহ বন্ধ করে দেবেন। সাফাই বিভাগের মেয়র পারিষদ দুলাল দত্ত বলেন, “বড় কোনও সমস্যা হয়নি। মঙ্গলবার দুপুরের পর থেকে সমস্যা মিটেও গিয়েছে।”
|
ছাত্র ভর্তিকে কেন্দ্র করে এসএফআই এবং টিএমসিপি-র গোলমালে উত্তেজনা ছড়াল কলেজে। মঙ্গলবার দুপুরে শিলিগুড়ির এনজেপি ফাঁড়ির সূর্যসেন কলেজে ঘটনাটি ঘটেছে। এসএফআই-র অভিযোগ, এদিন কলেজে কর্মাস বিভাগের কাউন্সিলিং চলছিল। সেখানে কয়েকজন ছাত্র অভিযোগ করেন, কলেজে ভর্তি করে দেওয়ার কথা বলে তাঁদের থেকে টাকা নেওয়া হচ্ছে। এর প্রতিবাদ করতে গেলে টিএমসিপি’র কর্মী, সমর্থকেরা তাঁদের তিনজন সমর্থককে মারধর করেন বলে এসএফআইয়ের অভিযোগ। সংগঠনের জেলা সম্পাদক সৌরভ দাস বলেন, “তিনজনকে তাড়া করে মারধর করা হয়েছে। শিলিগুড়ি হাসপাতালে ওঁদের চিকিৎসা করানো হয়েছে। পুলিশকে অভিযোগ জানানো হয়েছে। ছাত্র সংসদ দখলের পর টিএমসিপি কলেজে অন্য কোনও সংগঠনকে কাজকর্ম করতেই দিচ্ছে না।” যদিও অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে টিএমসিপি। সংগঠনের জেলার সাধারণ সম্পাদক অর্ক পাল বলেন, “টাকা পয়সা নেওয়ার অভিযোগ হাস্যকর। ভোটে হেরে এসএফআই নেতাদের মাথা খারাপ হয়ে গিয়েছে। রোজ কলেজে ঢুকে এসএফআই কর্মীরাই গোলমাল করছেন। কাউকে মারধর করা হয়নি।” পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে ছাত্র সংসদের নির্বাচনে এসএফআইকে হারিয়ে কলেজের ছাত্র সংসদের দখল নিয়েছে টিএমসিপি।
|
স্বচ্ছভাবে পুর-প্রশাসনের কাজকর্ম চালানো ও মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে শপথ নিলেন ধূপগুড়ি পুরসভার নতুন চেয়ারম্যান শৈলেনচন্দ্র রায়। মঙ্গলবার দুপুরে পুরভবনের সামনে মঞ্চে নয়া চেয়ারম্যান সহ বাকি কাউন্সিলররা শপথ গ্রহণ করেন। দুপুর ১ টায় শপথ গ্রহণ অনুষ্ঠানে উপচে পড়ে ভিড়। ফুলের তোড়া দিয়ে মালা পড়িয়ে নতুন চেয়ারম্যানকে সংবর্ধনা দেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। স্থানীয় বৈরাতিগুড়ি হাই স্কুলের বাংলার শিক্ষক শৈলেনবাবু চেয়ারম্যান পদ পাওয়ায় খুশি সকলে। পাশাপাশি দীর্ঘদিন ধরে তৃণমূল দলের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অরূপ দে ভাইস চেয়ারম্যান হওয়ায় স্বচ্ছভাবে পুরসভার কাজ কর্ম হবে বলে আশাবাদী স্থানীয় মানুষ। জলপাইগুড়ির মহকুমাশাসক সাগর চক্রবর্তী নব নির্বাচিতদের শপথ গ্রহণ করান। শপথ গ্রহণের পর চেয়ারম্যান আশ্বাস দেন, প্রশাসনে স্বচ্ছতা থাকবে। মানুষ কোনও সমস্যার সুরাহা না পেলে বা কোনও সমস্যায় পড়লে কমপ্ল্যান বক্স রাখা হবে। সব ক’টি অভিযোগ খুঁটিয়ে দেখে সমস্যার সুরাহার যথাসাধ্য চেষ্টা চালানো হবে। জলপাইগুড়ি জেলা তৃণমূলের সভাপতি চন্দন ভৌমিক বলেন, “বিগত পুরসভা নাগরিক পরিষেবা ঠিকঠাক দিতে ব্যর্থ হয়েছে। তাই মানুষ বামেদের প্রত্যাখ্যান করেছেন। এ বার আমাদের লক্ষ্য মডেল পুরসভা তৈরি করা।”
|
সিকিমের একটি গাড়ি চুরির সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার রাতে শিলিগুড়ি থানার পুলিশ আশ্রমপাড়া থেকে ওই যুবককে ধরে। পুলিশ জানায়, ধৃতের নাম অনুপম বড়ুয়া। ওই এলাকাতেই তাঁরা বাড়ি। সিকিমে বিভিন্ন হোটেল লিজ নিয়ে তিনি ব্যবসা করেন। হোটেল ব্যবসার আড়ালে অনুপম গাড়ি চুরির সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে। উত্তরবঙ্গ, সিকিম মিলিয়ে একাধিক গাড়ি চুরির ঘটনায় সে জড়িত। মাস খানেক আগে শিলিগুড়ি শহর থেকে সিকিমের একটি বিলাসবহুল গাড়ি চুরি হয়। অনুপম ওই মামলায় জড়িত বলে পুলিশ জানতে পেয়েছে। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ওয়াকার রাজা বলেন, “অনুপম একটি চোরাই গাড়ি চক্রের সঙ্গে জড়িত। জিজ্ঞাসাবাদ চলছে।”
|
বিএড কোর্সে ভর্তি নিয়ে অনিয়মের অভিযোগ তুলল ছাত্র পরিষদ। মঙ্গলবার ওই অভিযোগে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দেয় তারা। অভিযোগ, আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা অনুসারে নম্বর দেওয়া নিয়ম হলেও এ ক্ষেত্রে গরমিল করা হচ্ছে। তা ছাড়া আবেদনকারীর সংখ্যার তুলনায় আসন নামমাত্র। সে জন্য আসন বাড়ানোর দাবি তোলা হয়েছে বলে জানান উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি রোনাল্ড দে। উপাচার্য সমীর দাস বলেন, “বিভিন্ন সমস্যার কথা জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়। বিএড সেলের দায়িত্বে থাকা আধিকারিককে জানানো হয়েছে।”
|
‘ওয়েস্ট বেঙ্গল ভ্যালুয়েশন বোর্ড’-এর তরফে ২০০৩ সালে সমীক্ষা করা হলেও সেই মতো বর্ধিত হারে সম্পত্তি কর লাগু করা হয়নি। আগামী জুলাই থেকে শিলিগুড়ি পুর এলাকায় তা লাগু করার সিদ্ধান্ত নিয়েছেন পুর কর্তৃপক্ষ। তাঁরা জানান, নতুন সমীক্ষা অনুসারে কার কত সম্পত্তি কর হচ্ছে তা জানিয়ে পুরসভার তরফে বাসিন্দাদের কাছে শীঘ্রই চিঠি পাঠানো হবে। তা ঠিক নেই বলে মনে হলে বাসিন্দারা পুরসভায় আবেদনও করতে পারেন। সেই মতো তাঁদের বক্তব্য শোনা হবে। পুরসভা সূত্রেই জানা গিয়েছে, সম্পত্তিকর বাবদ বছরে পুরসভার আয় হয় প্রায় ৫ কোটি টাকা। ওয়েস্ট বেঙ্গল ভ্যালুয়েশন বোর্ডের সমীক্ষা মেনে কর সংগ্রহ হলে সে ক্ষেত্রে পুরসভার রাজস্ব আদায় এই খাতে দ্বিগুণের বেশি হবে। বরো অফিসগুলিতে বর্ধিতহারে সম্পত্তিকর সংগ্রহের তালিকা টাঙিয়ে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। ১৯৯৭ সালের সমীক্ষা মতো এতদিন সম্পত্তি কর দিয়ে আসছেন বাসিন্দারা। তার মধ্যে অনেক নতুন নির্মাণ হয়েছে। ২০০৩-এ নতুন করে সমীক্ষা করা হলেও তা লাগু করা যায়নি। |