মুখ্যমন্ত্রীকে না-জানিয়ে তাঁর দফতরের বাজেট আলোচনার দিন বদলেছিল বিধানসভার কার্য উপদেষ্টা কমিটি। কিন্তু তাঁর সম্মতি ব্যতীত দিন বদলে ঈষৎ ‘ক্ষুণ্ণ’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্ধারিত দিনেই তাঁর দফতরের আলোচনা রাখার নির্দেশ দেন। এবং সেই নির্দেশমতোই সরকার পক্ষ শুক্রবার স্বরাষ্ট্র ও সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দফতরের বাজেট আলোচনার জন্য বরাদ্দ করেছে। ওই দিন প্রশ্নোত্তর পর্বেও মমতার উপস্থিত থাকার কথা।
সোমবার বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে ঠিক হয়, আগামী শুক্রবারের বদলে ১২ জুলাই স্বরাষ্ট্র এবং সংখ্যালঘু ও মাদ্রাসার বাজেট আলোচনা হবে। দু’টি দফতরই মুখ্যমন্ত্রীর। কেন তাঁর অজ্ঞাতে দিন বদল করা হয়েছে, মুখ্যমন্ত্রী তা জানতে চান। এবং দিন বদল না-করে নির্ধারিত দিনেই তাঁর দফতরের আলোচনা রাখার নির্দেশ দেন। প্রসঙ্গত, গত শুক্রবারই সভায় মুখ্যমন্ত্রী বিরোধীদের সমালোচনার জবাবে জানিয়েছিলেন, তিনি কোনও প্রশ্নের উত্তর দিতে ভয় পান না। তাঁর দফতরের যে কোনও তথ্য নথিপত্র না-দেখেই তিনি উত্তর দিতে প্রস্তুত। তাঁর দিন অপরিবর্তিত রাখার এই নির্দেশে কার্যত বিরোধীদের আরও একবার তিনি ‘জবাব’ দিতে চাইছেন বলে তৃণমূলের একাংশের ধারণা।
শুক্রবার উল্টোরথ। সে দিন মুখ্যমন্ত্রীর অন্য ব্যস্ততা থাকতে পারে ধরে নিয়ে সরকার পক্ষের তরফে প্রথমে দিন বদলের সিদ্ধান্ত হয়েছিল বলে বিধানসভা সূত্রের খবর। সরকার পক্ষের মুখ্য সচেতক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “সে কথা শুনে মুখ্যমন্ত্রী বলেন, উল্টোরথের দিন সরকারি ছুটি নেই। সরকারি সব দফতরই খোলা। নিজের নির্ধারিত দিনেই তিনি তাঁর দফতরের বাজেট আলোচনায় অংশ নিতে চান।” তার পরেই এ কথা সভার মধ্যে সূর্যবাবুকে জানান পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সূর্যবাবুর সম্মতি পেয়ে শুক্রবারই মুখ্যমন্ত্রীর দফতরের বাজেট আলোচনা হবে বলে স্পিকার সভায় ঘোষণা করেন। |