দু’টি পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল দু’জনের। জিআরপি জানিয়েছে, সোমবার রাতে ট্রেনে কাটা পড়ে মারা যান আদ্রার বাসিন্দা রেল কর্মী তুলসী দাস (৫১)। জয়চণ্ডী ও গড়ধ্রুবেশ্বর স্টেশনের মাঝে রেললাইন থেকে তার দেহ উদ্ধার হয়। অন্যদিকে মঙ্গলবার সকালে রঘুনাথপুরের জিয়াড়া গ্রামে ট্রেনে কাটা পড়ে প্রতিমা বাউরি (১৬) নামের এক তরুণীর মৃত্যু হয়। ওই গ্রামেই তার বাড়ি।
|
প্রতিটি গ্রামে নলবাহিত পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করা, খাতড়া শহরের প্রতিটি বাড়িতে জলের সংযোগ দেওয়া, সারের কালোবাজারি বন্ধ করা-সহ বেশ কিছু দাবিতে মঙ্গলবার খাতড়া ব্লক অফিসে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি দিলেন বিজেপির কর্মী-সমর্থকেরা। বিজেপির বাঁকুড়া জেলা সম্পাদক অভিজিৎ দাস বলেন, “সমস্যাগুলি মেটানোর দাবি জানিয়েছি।” খাতড়ার বিডিও মৈত্রী চক্রবর্তী দাবিগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
|
একটি কোম্পানির নকল ‘লেবেল’ লাগিয়ে গোলাপজল তৈরি করে বিক্রি করার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। পুরুলিয়ার ডিএসপি (ডিইবি) রনবীর মুখোপাধ্যায় বলেন, “শনিবার পুঞ্চা থেকে শেখ কাসেম ও হুড়া থানার মাগুড়িয়া থেকে পরেশ সিং সর্দার নামে দু’জনকে ধরা হয়েছে। তাদের কাছ থেকে গোলাপজল তৈরির সরঞ্জাম ও নকল ‘স্টিকার’ আটক করা হয়।”
|
পাড়ার নতুনডি গ্রামের বাসিন্দা অনিল মাহাতোকে খুন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁর আত্মীয় তারাপদ মাহাতোকে। সোমবার রাতে ধরা হয়। এ দিন রঘুনাথপুর আদালত তাঁকে ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেন। শনিবার রাতে খুনের ঘটনাটি ঘটে।
|
শ্বশুরবাড়ি এলাকায় এক বৃদ্ধের অপমৃত্যু হয়েছে। মৃত সাগর চৌধুরীর (৬১) বাড়ি ঝাড়খণ্ডের চন্দনকেয়ারিতে। রঘুনাথপুর থানার কাঁচকেয়ারি গ্রামে তাঁর শ্বশুরবাড়ি থেকে বেশ খানিকটা দূরে সোমবার তাঁর অচৈতন্য দেহ উদ্ধার হয়। তাঁর মৃত্যু হয় রঘুনাথপুর হাসপাতালে।
|
বোরো থানার জয়পুর ও ডমজুড়ি গ্রামের শতাধিক সিপিএম ও বিজেপি কর্মী-সমর্থক গত শনিবার তৃণমূলে যোগ দিলেন বলে দাবি তৃণমূলের। এমন খবর জানা নেই বলে দাবি সিপিএম ও বিজেপি’র। |