বনভোজন, দুর্গাপুজো কিংবা কোনও অনুষ্ঠানে সময় কাটানোর জন্য এক সময় অপরিহার্য ছিল ‘রুমাল চোর’ খেলা। কারণ, এই খেলায় একটি রুমাল ছাড়া আনুষঙ্গিক কোনও সরঞ্জাম লাগে না বললেই চলে। কিন্তু চচার্র অভাবে হারিয়ে যেতে বসেছে এই খেলাও।
১০-১৫ জন ছেলেমেয়ে একত্রে কিংবা আলাদা ভাবেও ‘রুমাল চোর’ খেলা চলে। প্রথমে ‘উবু-দশ-কুড়ি’ বা অন্য কোনও গণনা-পদ্ধতির মাধ্যমে একজনের মোড় নির্ধারণ করা হয়। মোড় নির্ধারণের পর মোড়ধারীকে একটি রুমাল বা একটুকরো কাপড় হাতে ধরিয়ে দেওয়া হয়। বাকি খেলোয়াড়রা বসে বৃত্তাকারে। এরপর মোড়ধারীকে রুমাল হাতে নিয়ে কিছুটা দূরে দাঁড়াতে হয়। |
নিয়ম হল, খেলোয়াড়রা ‘রেডি’ বলার পর তাদের ঘিরে বৃত্তাকারে ঘুরতে হবে মোড়ধারীকে। ঘুরতে ঘুরতে খুব সন্তর্পণে কোনও একজন খেলোয়াড়ের পেছনে রুমালটি রেখে দিতে হবে। তাই এই সময় সজাগ থাকতে হয় অন্য খেলোয়াড়দের। যার পেছনে রুমাল রাখা হবে তাকে তখন মোড় মেনে নিয়ে সঙ্গে সঙ্গে নিজের জায়গা ছেড়ে বৃত্তাকারে ঘুরতে হবে। এবং তার জায়গায় বসার সুযোগ পায় আগের মোড়ধারী। আর খেলোয়াড় যদি তার পেছনে রুমাল রাখার বিষয়টি টের না পেয়ে বসেই থাকে, তাহলে তার কপালে জোটে মহা দুর্ভোগ। বমাল অর্থাৎ রুমাল-সহ ধরা পড়ায় ওই খেলোয়াড় চোরের মতোই রুমালধারীর পিঠে গুমগুম করে কিল মারার সুযোগ লাভ করে। তখন তড়িঘড়ি নিজের জায়গা ছেড়ে রুমাল হাতে মোড় খাটার পথ পায় না সে।
কোথাও কোথাও মোড়ধারী পেছনে রুমাল ফেলেছে কিনা তা হাত দিয়ে দেখার নিয়ম চালু আছে। কিন্তু সেক্ষেত্রে আন্দাজ ভুল হলে মুশকিলে পড়তে হয় ওই খেলোয়াড়কে। কেননা রুমাল আছে এই আশঙ্কায় পেছনে হাত দিয়ে বোকা বনে গেলে, সেই খেলোয়াণের মোড় হওয়ার নিয়মও চালু আছে অঞ্চলভেদে। রামপুরহাটের চাকলা মাঠের বাসিন্দা আব্দুল মতিন, সিউড়ির দমদমার বধূ প্রতিভা ঘোষ-রা বলেন, “ছোটবেলায় বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে ‘রুমাল চোর’ খেলে সময় কাটাতাম। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে ওই খেলা খেলতে দেখা যায় না।”
|
রামপুরহাট ফুটবল কোচিং সেন্টার পরিচালিত ৮ দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে খরুণ স্পোর্টস্ অ্যাসোসিয়েশনের মুখোমুখি হতে চলেছে সিউড়ি কোচিং সেন্টার। আগামী ১ জুলাই রামপুরহাট হাইস্কুল মাঠে ওই খেলা হবে। গত ৯ জুন প্রতিযোগিতাটি শুরু হয়েছিল। রবিবার প্রথম সেমিফাইনালে সাঁইথিয়া স্পোর্টস্ অ্যাসোসিয়েশনকে ট্রাইবেকারে ২-০ গোলে হারায় খরুণ। অন্য দিকে, সোমবার দ্বিতীয় সেমিফাইনালে আয়োজক সংস্থাকে ৩-২ গোলে হারিয়েছে সিউড়ির দলটি। |