টুকরো খবর
জমি নিয়ে বিবাদে ভাঙচুর, লুঠপাট
জমির বিবাদকে কেন্দ্র করে এক ব্যক্তির বাড়ি, দোকানে ভাঙচুরের অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থানার বেড়মজুর গ্রামে। এ ব্যাপারে আক্রান্ত ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি খাস জমির দখল নিয়ে বেড়মজুর গ্রামের আব্দুল সাত্তার মোল্লা এবং সাজাহান শেখ ও হাসানুর গাজির মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। সাত্তার মোল্লার বক্তব্য, “২০-২৫ বছর ধরে ওই জমিতে বসবাস করছি। এ দিন আমি বাড়িতে না থাকার সুযোগ নিয়ে সাজাহান শেখ ও হাসানুর গাজি লোকজন নিয়ে বাড়িতে হামলা চালায়। ভাঙচুর করে। বাড়ির সামনে সাইকেলের দোকানেও ভাঙচুর, লুঠপাট চালায়।” প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা সশস্ত্র থাকায় কেউ তাদের বাধা দিতে সাহস করেনি। ঘটনার পরে পুলিশ গ্রামে গেলে সাজাহান শেখ ও হাসানুর গাজির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সাত্তার মোল্লা।

ডাকঘর, কলেজে লুঠপাট
দরজা ভেঙে নৈশপ্রহরীকে বেঁধে মারধর করে ডাকঘরে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। পরে লুঠপাট চলে ডাকঘরেরই উপরে থাকা একটি কলেজে। ঘটনাটি গোসাবার পাঠানখালি এলাকার। পুলিশ জানায়, সোমবার রাতে ৮-১০ জন দুষ্কৃতী পাঠানখালি উপ-ডাকঘরে চড়াও হয়। দরজার তালা ভেঙে ভিতরে ঢুকতে গেলে নৈশপ্রহরী বাধা দেন। এরপরে দুষ্কৃতীরা তাঁকে মারধর করে বেঁধে রেখে লুঠপাট চালায় বলে অভিযোগ। ডাকঘরের উপরে পাঠানখালি হাজি দশরথ কলেজেও দুষ্কৃতীরা হানা দেয় বলে পুলিশ জানিয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) কঙ্করপ্রসাদ বাড়ুই বলেন, “চুরির অভিযোগ হয়েছে। তদন্ত শুরু হয়েছে। এখনও কেউ গ্রেফতার হয়নি।”মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা ডাকঘরে গিয়ে দেখেন ওই নৈশপ্রহরীকে বেঁধে রাখা হয়েছে। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গোসাবা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। খবর দেওয়া হয় পুলিশে। নৈশপ্রহরী সুভাষ জাগুলিয়া বলেন, “রাতে আওয়াজ শুনে ঘর থেকে বেরিয়ে দেখি ৮-১০ জন মূল দরজার তালা ভেঙে ভিতরে ঢুকছে। বাধা দেওয়ায় আমায় বেঁধে মারধর করে।” পোস্টমাস্টার মলয় সর্দার বলেন, “দুষ্কৃতীরা লক্ষাধিক টাকা লুঠ করেছে।” কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন গুপ্ত বলেন, “অফিসঘরের আলমারি ভেঙে কয়েক হাজার টাকা লুঠ হয়েছে।”

তৃণমূল নেতা খুন পলতায়
পলতার শান্তিনগরে বোমা ও গুলি ছুড়ে এলাকার এক তৃণমূল নেতাকে খুন করা হয়েছে। পুলিশ জানায়, নিহতের নাম শ্যাম মল্লিক (৩৮)। তিনি শান্তিনগর তৃণমূল সেবাদলের চেয়ারম্যান ছিলেন। গুলিতে আহত হয়েছেন তাঁর এক সঙ্গী। শান্তিনগরের মাঠে রথের মেলা চলছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ ওই মাঠের বাইরে সঙ্গীকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন শ্যামবাবু। অভিযোগ, দুই যুবক একটি মোটরবাইকে চড়ে এসে তাঁকে লক্ষ করে একের পর এক বোমা ছুড়তে থাকে। ছোড়া হয় দু’টি গুলিও। দু’টি গুলিই তাঁর মাথায় লাগে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন শ্যামবাবু। ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুষ্কৃতীদের খুঁজছে পুলিশ।

অস্বাভাবিক মৃত্যু মহিলার
বাদুড়িয়ার মাগুরুতি গ্রামে অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক মহিলার। নাম আয়েষা বিবি (১৪)। মঙ্গলবার সকালে নিজের ঘর থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানান, বছর দশেক আগে মাগুরুতি গ্রামের আহম্মদ আলি গাজির সঙ্গে বিয়ে হয়েছিল বসিরহাটের বেঁকি গ্রামের আয়েষার। তাঁদের দুই সন্তানও আছে। আয়েষার দাদা আলমচাঁদ মণ্ডল জানান, পরপর মেয়ে সন্তান হওয়ায় স্বামী-সহ শ্বশুরবাড়ির লোক বোনের উপর অত্যাচার চালাত। যদিও এ ব্যাপারে আয়েষার বাপের বাড়ির লোক থানায় কোনও লিখিত অভিযোগ করেননি বলে পুলিশ জানিয়েছে। আলমচাঁদের অভিযোগ, সোমবার দুপুর থেকে আয়েষার শাশুড়ি তাঁর উপর নির্যাতন চালাচ্ছিলেন। রাতে আলমকে ফোনে জানানো হয় আয়োষার শারীরিক অবস্থা ভাল নয়। আলম গ্রামে গিয়ে দেখেন ঘরে বোনের দেহ ঝুলছে। আহম্মদ আলি অবশ্য অত্যাচারের অভিযোগ মানতে চাননি। তাঁর বক্তব্য, “স্ত্রী সামান্য ঘটনায় উত্তেজিত হয়ে পড়ত। ঘটনার রাতে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়।” পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আয়েষার স্বামী, শাশুড়ি-সহ শ্বশুরবাড়ির কয়েক জনকে থানায় নিয়ে গিয়েছে।

মালগাড়ির চাকা বিকল, বিঘ্নিত ট্রেন
নৈহাটি স্টেশনের কাছে মালগাড়ির চাকা ‘বিকল’ হয়ে যাওয়ায় মঙ্গলবার সকালে প্রায় দেড় ঘণ্টা ধরে শিয়ালদহ মেন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। ৩৫ থেকে ৪০ মিনিট দেরিতে চলে ন’টি ইএমইউ লোকাল ট্রেন। বিপাকে পড়েন অফিসযাত্রীরা। কিছু স্টেশনে যাত্রী-বিক্ষোভও হয়। রেল সূত্রের খবর, সকালে একটি মালগাড়ি নৈহাটি স্টেশন ছেড়ে কিছু দূর এগোতেই সেটির চাকায় সমস্যা দেখা দেয়। থমকে যায় ট্রেনটি। ঘটনাটি ঘটে ৯টা ৫ মিনিট নাগাদ। ৯টা ৫০ নাগাদ মালগাড়িটি ফের চলতে শুরু করে।

এনসিসি-র মিছিল
এনসিসি-র ৬ নম্বর বেঙ্গল ব্যাটেলিয়নের পক্ষ থেকে মঙ্গলবার বনগাঁয় বিশ্ব মাদক বিরোধী এবং আন্তর্জাতিক নারীপাচার দিবস পালিত হল। এ দিন সকালে মহকুমা আদালত চত্বর থেকে মিছিল বের হয়। শহর ঘুরে শেষ হয় ত্রিকোণ পার্ক এলাকায়। প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে মিছিলে যোগ দিয়েছিল পাঁচটি স্কুলের ছাত্রছাত্রীরা। ছিলেন ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার ওয়াইপিএস ভাদুরিয়া।

ধৃত দুই বাংলাদাশি
চোরাপথে এ দেশে ঢুকে মোটরবাইক চুরি করে বাংলাদেশে পালানোর সময় বাসিন্দাদের হাতে পাকড়াও হল দুই পাচারকারী। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে বনগাঁ থানার খেদাপাড়া এলাকায়। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানায়, ধৃতদের নাম মুকুল পাল ও মস্ত সানা। মুকুলের বাড়ি যশোহরের সারসা থানার পুটুখালিতে। মস্তের বাড়ি সাতক্ষিরার গাংগোনা এলাকায়। ধৃতদের জেরা করে দলের বাকিদের খোঁজ করছে পুলিশ।

গাড়ির ধাক্কায় মৃত্যু
গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের। নাম তাপস দেবনাথ (২৪)। বাড়ি গোবিন্দপুর গ্রামে। মঙ্গলবার দুপুরে স্বরূপনগরের বালতি হাইস্কুলের সামনে ওই দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাপসকে উদ্ধার করে বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যান। পথেই অবশ্য তাঁর মৃত্যু হয়। পুলিশ গাড়ি চালকের খোঁজ শুরু করেছে। পুলিশ জানায়, তাপস বালতি হাইস্কুলের সামনে একটি দর্জির দোকানে কাজ করত। এ দিন বাড়ি যাওয়ার সময় সাইকেল নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন তিনি। সেই সময় একটি ছোট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাপসকে ধাক্কা দেয়।

দুষ্কৃতীরা অধরাই
মধ্যমগ্রামের দোহারিয়ার বেসরকারি অফিসে ঢুকে দুই যুবককে গুলি করে খুনের ঘটনায় মঙ্গলবার পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। চার জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানায়, যে অফিসটিতে গুলি চালানোর ঘটনা ঘটে, সেটি বিভিন্ন মোবাইল টাওয়ার সংস্থার ব্যাটারি সরবরাহের অফিস। স্থানীয়দের অভিযোগ, অফিসটি সন্ধ্যার পরে বন্ধ হলেও রাতে সেখানে ফের লোকজন আসত। কারা আসতেন, তা নিয়ে অফিসটির বাড়িওয়ালা ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সোমবার রাতে একদল যুবক ওই অফিসে ঢুকে এলোপাথাড়ি গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে মারা যান রাম দাস এবং সোমনাথ মুখোপাধ্যায় ওরফে বাবাই। পুলিশ জানায়, রাম তোলাবাজি ও মাদক পাচারের অভিযোগে আগে গ্রেফতার হয়েছে। বাবাইয়ের পরিবারের দাবি, রামের সঙ্গে বাবাইয়ের কোনও সম্পর্ক নেই। বাবাই দোকানে বেরিয়ে গণ্ডগোলের মধ্যে পড়ে যায়।

তিন দুষ্কৃতী ধৃত
হাড়োয়ার ঘোষপুরে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত মণিরুল মোল্লা, মিকাইল মোল্লা ও সুভাষ ঘোষের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইয়ের একাধিক অভিযোগ আছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.