টুকরো খবর
বিক্ষোভে বাস বন্ধ দুই রুটে
ফের কর্মীবিক্ষোভে বন্ধ বাস। নিত্য যাত্রীদের হয়রানিও চরমে। রোদ-বৃষ্টিতে ঠায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। বাস বন্ধের সুযোগে যাত্রীবোঝাই লছিমনেরই এখন রমরমা। অনির্দিষ্টকালের এই বন্ধ কবে শেষ হবে তা বলতে পারছে না প্রশাসন বা বাস মালিকেরা। ১৮ জুন থেকে টানা ৯ দিন কৃষ্ণনগর-রানাঘাট এবং কৃষ্ণনগর-আড়ংঘাটা রুটের ২০টি বাসই বন্ধ। কর্মীদের অভিযোগ, এর মধ্যে ৬টি বাস নির্দিষ্ট সময় অন্তর ছাড়ে। বাকি ১৪টি বাসের কোনও নির্দিষ্ট সময়সূচি নেই। ফলে একই সময়ে একই রুটে একাধিক বাস চলে। রেষারেষিতে দুর্ঘটনাও ঘটে। প্রতিটি বাসের সময়সূচির দাবিতে বন্ধ শুরু করেছেন। মাস খানেক আগে মাজদিয়ার ৬টি রুটের বাস বন্ধ করেছিলেন কর্মীরা। সম্প্রতি লছিমন বন্ধের দাবিতে টানা চারদিন বন্ধ ছিল ২৩টি রুটের বাস। বাসের সমস্যায় ক্ষুব্ধ বাদকুল্লার বাসিন্দা তপন সরকার বলেন, “যখন-তখন বাস বন্ধ হয়ে যাচ্ছে। পুরোটাই যেন বাস মালিক ও কর্মীদের খেয়াল খুশির উপরে নির্ভর করছে। যাত্রীদের কথা ভাবছে কে?” নদিয়ার বাস মালিক সমিতির কার্যকরী সমিতির সদস্য অসীম দত্ত বলেন, “আমরা আলোচনা করে সমস্যা মেটানোর চেষ্টা করেছি। মালিক-কর্মীরা কথাই শুনছেন না। প্রশাসন উদাসীন।” নদিয়ার আঞ্চলিক পরিবহণ আধিকারিক মলয় রায় বলেন, “বাস বন্ধ থাকার কথা আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।”

পুলিশের পরিচয় দিয়ে লুঠ ফুলিয়ায়
পুলিশের লোক বলে পরিচয় দিয়ে এক ফুচকা বিক্রেতার বাড়িতে লুঠপাট চালালো এক দল দুষ্কৃতী। সোমবার রাতে শান্তিপুরের ফুলিয়ার পরেশনাথপুরের বাসিন্দা সমীর রায় নামে ওই ব্যক্তির বাড়িতে এসে এক দল যুবক সমীরবাবুর খোঁজ করে। তাঁর অভিযোগ, “দরজা খুলতেও ওরা হুড়মুড়িয়ে ভিতরে ঢুকে পড়ে। মাথায় অস্ত্র ঠেকিয়ে রাখে এক জন। অন্যরা আলমারির কাচ ভেঙে কয়েক হাজার টাকা ও সোনার গয়না এবং একটি মোবাইল নিয়ে পালায়।” খবর পেয়ে মঙ্গলবার তদন্তে আসে শান্তিপুর থানার পুলিশ। রানাঘাটের এসডিপিও আজহার এ তৌসিফ বলেন, “দুষ্কৃতীদলটি আমরা প্রাথমিক ভাবে চিহ্নিত করে ফেলেছি। আশা করছি কয়েক দিনের মধ্যেই ওদের ধরা যাবে।”

অটো চালকদের বিক্ষোভ লালবাগে
একই রুটে দুটি বাস চালানোর প্রতিবাদে বিক্ষোভ দেখায় জেলার অটো অপারেটর্স ইউনিয়ন। মঙ্গলবার লালবাগে উত্তরবঙ্গ পরিবহণ দফতরের বাসদুটির উদ্বোধনও হয়। বহরমপুর-জিয়াগঞ্জ রুটে দুটি বাস চালানোর সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ হয়। সংগঠনের সম্পাদক বাবু শেখ বলেন, “দুটি বাসের একটি বহরমপুর থেকে কাজি নজরুল সরণি ধরে লালবাগ হয়ে জিয়াগঞ্জ যাবে। বহরমপুর থেকে লালবাগের অটোগুলি ওই পথেই যায়। এই রুটে সরকারি বাস চললে করলে ক্ষতি হবে অটো চালকরা।” প্রতিবাদে এ দিন বহরমপুর-লালবাগ রুটে অটো চলাচল বন্ধ ছিল। বিকেলে পরে ৩ দফা দাবি জানিয়ে লালবাগ মহকুমাশাসকের কাছে একটি স্মারকলিপিও জমা দেয় ওই ইউনিয়নের সদস্যরা। মহকুমাশাসক চিরঞ্জীব ঘোষ বলেন, “ বহরমপুর-জিয়াগঞ্জ রুটে অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে।”

তালা ভেঙে চুরি
পঞ্চায়েত অফিসের তালা ভেঙে কয়েক হাজার নগদ টাকা লুঠ করে পালাল দুষ্কৃতীরা। নদিয়ার হরিণঘাটা-১ পঞ্চায়েত অফিসে সোমবার রাতে ঘটনাটি ঘটে। মঙ্গলবার সকালে পঞ্চায়েত কর্মীরা চুরির খবর জানতে পেরে পুলিশে অভিযোগ দেন। তাঁদের অভিযোগ, পঞ্চায়েত অফিসের ৯টি আলমারিও ভাঙচুর করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কার্ড মেলেনি, ঘেরাও
বিলি না করে মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লকের প্রায় ১৪ হাজার গ্রাহকের রেশনকার্ড প্রায় দেড় বছর ধরে খাদ্য দফতরে ফেলে রাখা হয়েছে। এই অভিযোগে মঙ্গলবার মুর্শিদাবাদ জেলাপরিষদের সভাপতি পূণির্মা দাসের নেতৃত্ব ঘেরাও করা হয় খাদ্য দফতরের জিয়াগঞ্জের কার্য়ালয়। খাদ্য ও সরবরাহ নিগমের লালবাগ মহকুমা নিয়ামক অনিল রায় আশ্বাস দিলে ঘেরাও তুলে নেওয়া হয়। জেলাপরিষদের সভাপতি পূণির্মা দাস বলেন, ‘‘রেশনকার্ডে লেখালেখির কাজ শেষ হয়ে গিয়েছে প্রায় দেড় বছর আগে। এ রকম প্রায় ১৪ হাজার রেশনকার্ড ওই দফতরে দেড় বছর ধরে পড়ে রয়েছে।”

চেম্বারের নয়া কমিটি
চেম্বার অব কমার্সের মুর্শিদাবাদ জেলা শাখার সাধারণ সভায় মঙ্গলবার নতুন কমিটি গঠন করা হয়। এ দিন বহরমপুর রবীন্দ্রসদনের সভায় ৪৭ জনকে নিয়ে জেলা কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি অজয় সিংহ, যুগ্ম সম্পাদক স্বপন ভট্টাচার্য ও কল্যাণ সাহা। নির্বাহী সম্পাদক হন প্রদ্যুত দে।

অস্বাভাবিক মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হয়েছে বেলি নুনিয়া (২৫) নামে এক মহিলার। বাড়ি সুতির নুরপুরে। সোমবার বিকেলে তিনি কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েন। জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তিনি মারা যান। পুলিশের অনুমান, তিনি কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.