রবিবার বহরমপুর রবীন্দ্রসদনে নাট্যসংস্থা ‘ঋত্বিক’ আয়োজিত গৌতম রায়চৌধুরী স্মারক বক্তৃতা দিলেন কলকাতার ‘সন্দর্ভ’ নাট্যসংস্থার কর্ণধান সৌমিত্র বসু। মঞ্চস্থ হল গোবরডাঙার ‘নকশা’ প্রয়োজিত রবীন্দ্রনাটক সুভা। অনুষ্ঠানে ঋত্বিকের প্রয়াত কর্ণধার গৌতমবাবুর পরিবারের পক্ষ থেকে ছান্দিক নাট্যসংস্থার এক দুঃস্থ নাট্যকর্মীর পরিবারকে আর্থিক সাহায্য করা হয়।
|
বহরমপুরে ‘ঝড়’ পত্রিকার কার্যালয়ে গত রবিবার ‘ছাপাখানার গলি’ নামে একটি ক্ষুদ্র পত্রিকার পক্ষ থেকে মাসিক ষষ্ঠ পাঠচক্র অনুষ্ঠিত হল। ওই পাঠচক্রে ফরাসি ভাষা ও সাহিত্য বিশেষজ্ঞ অমল বন্দ্যোপাধ্যায়ের প্রবন্ধের সংকলনগ্রন্থ ‘উত্তর আধুনিক চিন্তা ও কয়েকজন ফরাসি ভাবুক’-এর উপর আলোচনা করেন সন্দীপন মজুমদার। সুধীর চক্রবর্তীর লেখা ‘মানিনী রূপসি কুবির গোঁসাই’ গ্রন্থটির উপর আলোচনা করেন তুহিনশুভ্র চট্টোপাধ্যায়। সদ্য প্রকাশিত নাটকের পত্রিকা ‘বহুরূপী ১১৭’ সংখ্যাটির উপর আলোচনা করেন দীপক বিশ্বাস। অনুষ্ঠানে কবি নাসের হোসেন প্রকাশ করেন ‘তরঙ্গ নবপর্যায়’-এর এপ্রিল-জুন সংখ্যা।
|
১৭ জুন বহরমপুর জেলা সাংবাদিক সঙ্ঘের কার্যালয়ে প্রকাশিত হল মুর্শিদাবাদ সংক্রান্ত প্রায় অনালোচিত ইতিহাস ‘আলোকপাত’। ৪৫ বছর আগে বহরমপুর থেকে অচিন্ত্য সিংহ সম্পাদিত সাময়িক পত্রিকা ‘ঝড়’-এর জন্ম। বছর পাঁচেক ধরে ওই পত্রিকায় ‘আলোকপাত’ নামে যে সব ঐতিহাসিক নিবন্ধ প্রকাশিত হয়েছে তার মধ্যে থেকে সংকলিত হয়েছে ১০৫টি নিবন্ধ। আলোকপাত নামের ওই সংকলন গ্রন্থের পৃষ্ঠা সংখা ৩২১। আজ থেকে ১০৫ বছর আগে ১৯০৭ সালের ৩১ জানুয়ারি ও পরদিন ১ ফেব্রুয়ারি ক্যালকাটা হিস্টোরিক্যাল সোসাইটির সদস্যরা হাজারদুয়ারি ভ্রমণ করেন। ওই সময় তাঁদের সামনে নবাব ওয়াসেফ আলি মির্জা মুর্শিদাবাদকে পর্যটন শিল্পকেন্দ্র হিসাবে গড়ে তোলার প্রস্তাব দেন। ইতিহাসের এ জাতীয় অজস্র মণিমানিক্য ছড়িয়ে রয়েছে।
|
|
বিশ্ব সঙ্গীত দিবস। ছবি: সুদীপ ভট্টাচার্য। |
|
গত ১৬ জুন বহরমপুরে ‘জন্মদিন’ সাহিত্যপত্রের পক্ষ থেকে অধীর চৌধুরী ও বিপ্লব ঘোষকে যুগ্ম ভাবে ‘কবি সুধীন্দ্রনাথ দত্ত স্মৃতি পুরস্কার’ দেওয়া হল। ‘জন্মদিন’-এর সম্পাদক সুবীর ঘোষ বলেন, “জেলা পুলিশ সুপার হুমায়ন কবীরকে ‘সমাজ শিক্ষক প্রবীর ঘোষ স্মৃতি পুরস্কার’-এ সম্মানিত করা হয়।”
|
বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠের এক কোনায় গত ১৭ জুন সন্ধ্যায় প্রকাশিত হল দীর্ঘদিন বন্ধ থাকা কবিতার কাগজ ‘মন্দার’-এর নবপর্যায়। সুদীপ আচার্য সম্পাদিত পত্রিকাটি প্রকাশ করেন শিক্ষক সুনীতি বিশ্বাস। সুদীপ আচার্য সম্পাদিত পত্রিকা ‘ছড়ার বৃষ্টি’র নবর্বষ সংখ্যাও প্রকাশিত হয়।
|
আকারে ক্ষূদ্র হলেও সদ্য প্রকাশিত ‘লাভজনক সবজি চাষে আধুনিক কৃষি প্রযুক্তি’, ৬৪ পাতার বইটি কৃষি ও কৃষকের প্রভূত কাজে লাগবে। মুর্শিদাবাদ উদ্যানপালন বিভাগের সহ-উদ্যানবিদ শুভদীপ নাথের লেখা ওই বইটিতে উন্নত পদ্ধতিতে সব্জি চাষ ও পোকার আক্রমণ প্রতিহত করার পথ বাতলানো হয়েছে।
|
গত ১৩ জুন কৃষ্ণনগর রবীন্দ্রভবনে মঞ্চস্থ হয় বাদল সরকারের নাটক ‘এবং ইন্দ্রজিৎ’। প্রযোজনা করে কৃষ্ণনগরের ‘রূপকথা’। |