|
|
|
|
শপথ নেওয়ার পরেই গ্রেফতার |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
শপথ নেওয়ার পরেই গ্রেফতার হলেন হলদিয়া পুরসভার সিপিএমের এক কাউন্সিলর। গত শনিবার আইওসি এক নম্বর গেটের বস্তি এলাকায় সংঘর্ষের ঘটনায় অন্যতম অভিযুক্ত সদানন্দ মাইতি নামে ওই কাউন্সিলরকে পুরভবন থেকেই গ্রেফতার করা হয় মঙ্গলবার।
ওই ঘটনায় অভিযুক্ত তৃণমূলের এক কাউন্সিলরও এদিন এসেছিলেন পুরভবনে। কিন্তু পুলিশ শুধুমাত্র সদানন্দবাবুকে গ্রেফতার করায় পক্ষপাতের অভিযোগে সরব হয়েছে সিপিএম। পুরপ্রধান তমালিকা পণ্ডা শেঠ বলেন, “ওই ঘটনাতেই অভিযুক্ত ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবু মণ্ডলও ছিলেন পুরভবনে। কিন্তু তাঁকে ধরেনি পুলিশ। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে পুলিশকে ব্যবহার করছে তৃণমূল।” এই নিয়ে প্রশ্ন করলে জবাব এড়িয়ে যান হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার উজ্বল ভৌমিক।
শিল্পশহর হলদিয়ায় বন্দর ও সরকারি খাসজমি দখল করে গড়ে ওঠা বস্তি-ঝুপড়ি উচ্ছেদ নিয়ে গত কয়েকদিন ধরেই গোলমাল চলছে। সিপিএম নিয়ন্ত্রিত ‘বস্তি সংগ্রাম কমিটি’-র তরফে ৪৮ জন বস্তিবাসীর আবেদনের প্রেক্ষিতে আপাতত উচ্ছেদ স্থগিত রাখতে বলেছে হাইকোর্ট। এরই জেরে গত শনিবার সিপিএম-তৃণমূলে সংঘর্ষ বাধে আইওসি এক নম্বর গেটের কাছে। রবিবার দু’পক্ষ পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। কিন্তু পুলিশ শুধুমাত্র সিপিএম সমর্থিত দুই বস্তিবাসীকে গ্রেফতার করায় পক্ষপাতের অভিযোগ ওঠে।
এ দিকে, সোমবার রাতেও এলাকায় তৃণমূলের লোকেরা ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ জানিয়েছে সিপিএম। সিপিএমের ‘বস্তি সংগ্রাম কমিটি’র সভাপতি সুদর্শন মান্না বলেন, “গা-জোয়ারি দেখাচ্ছে তৃণমূল। পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। উল্টে একের পর এক আমাদের নেতা-কর্মীদের গ্রেফতার করছে।” |
|
|
|
|
|