|
|
|
|
৩টি জলাধারের উদ্বোধন কাঁথিতে |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
কাঁথিতে বহু প্রতীক্ষিত বাড়ি-বাড়ি জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মঙ্গলবার সন্ধ্যায় কাঁথি পুরএলাকার দারুয়াতে প্রকল্পের প্রথম জোনের জলাধার উদ্বোধন করে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “কেন্দ্রীয় সরকার যথা সময়ে টাকা বরাদ্দ করলে আগেই এই কাজ হয়ে যেত। রাজ্যে মা-মাটি-মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার এক বছরের মধ্যেই আমরা কাঁথির মানুষের দীর্ঘ দিনের চাহিদা পূরণ করতে পারলাম।” প্রণব মুখোপাধ্যায়ের নাম না করে তিনি আরও বলেন, “নিজেকে যিনি বঙ্গপুত্র ভেবে দেশের সর্বোচ্চ পদের জন্য দাঁড়িয়েছেন, তাঁরই অধীনে থাকা কেন্দ্রীয় অর্থমন্ত্রক থেকে প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ হচ্ছে না।” |
|
জলপ্রকল্পের উদ্বোধন করছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ছবি: সুব্রত গুহ। |
অনুষ্ঠানের শুরুতে কাঁথির পুরপ্রধান সৌমেন্দু অধিকারী জানান, ২৬ লক্ষ ৭৪ হাজার টাকা ব্যয়ে কাঁথি পুরএলাকার ২০টি ওয়ার্ডে জল সরবরাহ করা হবে। ১১টি গভীর নলকূপের মাধ্যমে জল সংগ্রহ করে তিনটি জলাধারে রাখা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী তথা কাঁথি পুরসভার প্রাক্তন পুরপ্রধান শিশির অধিকারী, বিধায়ক দিব্যেন্দু অধিকারী, বনশ্রী মাইতি, সমরেশ দাস, রণজিৎ মন্ডল, জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন ও রাজ্য নগর উন্নয়ন সংস্থার অধিকর্তা মনি প্রধান। শহরের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলে বাকি দুটি জলাধারের উদ্বোধনও করা হয় এ দিন।
তবে, এ দিন শুধু জলাধারেরই উদ্বোধন হয়েছে। জলের পাইপ লাইন পাতার কাজ এখনও বাকি। কেন্দ্রীয় সরকারের জেএনএনইউআরএম, রাজ্য সরকারের ইউআইডিএসএমটি প্রকল্পের টাকায় ও পুরসভার নিজস্ব তহবিল থেকে জল সরবরাহের এই প্রকল্পের ব্যয় বহন করা হচ্ছে। পুর-কর্তৃপক্ষের অভিযোগ, কেন্দ্রীয় সরকার দ্বিতীয় কিস্তির টাকা দিতে দেরি করছিল বলেই থমকে ছিল এই প্রকল্পের কাজ। নতুন রাজ্য সরকারের হস্তক্ষেপে প্রকল্পের কাজে গতি এসেছে বলে এ দিনের অনুষ্ঠানে দাবি করেন তৃণমূল নেতারা। |
|
|
|
|
|