|
|
|
|
|
জার্মানি ফাইনালে যাবে: ওজিল
নিজস্ব প্রতিবেদন |
|
নিজেদের ক্ষমতা অনুযায়ী খেললে সেমিফাইনালে ইতালিকে হারাতে পারে জার্মানি। এমনটাই মনে করছেন মেসুট ওজিল।
বুধবারের সেমিফাইনালে স্পেন যদি পর্তুগালকে হারিয়ে দেয় আর বৃহস্পতিবার জার্মানি জেতে, তা হলে গত বারের ইউরো ফাইনালের অ্যাকশন রিপ্লে হবে ১ জুলাই। যে ফাইনালে স্পেনের কাছে ০-১ হেরেছিল জার্মানি। ওজিল চান চার বছর আগের হারের বদলা নিতে। “নিজেদের ক্ষমতা অনুযায়ী খেললে আমরা ইতালিকে হারাতে পারব। আমাদের লক্ষ্য ইউরো কাপ জার্মানিতে ফেরানো,” বলছেন জার্মান মিডফিল্ডার। ইতালির বিরুদ্ধে জার্মানদের রেকর্ড অবশ্য হাসি ফোটাবে না ওজিলদের সমর্থকদের মুখে। বড় টুর্নামেন্টে শেষ সাত ম্যাচে ইতালিকে হারাতে পারেনি জার্মানি। দু’দেশের শেষ সাক্ষাতে (২০০৬ বিশ্বকাপ সেমিফাইনাল) অতিরিক্ত সময়ে ইতালির জোড়া গোল জার্মানির কাপ জয়ের স্বপ্ন চুরমার করে দিয়েছিল। এ হেন প্রতিপক্ষকে অবশ্যই সমীহ করছে জার্মানি। ওজিলের কথায়, “ইতালি খুব শক্তিশালী দল। টেকনিক্যালি অসাধারণ। বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিরুদ্ধে গ্রুপের ম্যাচে ইতালি দারুণ খেলেছিল।” তবে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে যে তেতে থাকবেন তিনি, সেটাও ওজিল জানিয়ে রেখেছেন। সেমিফাইনালের প্রথম এগারোয় জার্মান স্ট্রাইকার কে হবেন, মারিও গোমেজ না মিরোস্লাভ ক্লোসেএই প্রশ্ন নিয়ে যখন জার্মান সমর্থকেরা তর্কাতর্কি করছেন, তখন ক্লোসে বলে দিলেন, “দু’জন সেরা স্ট্রাইকারের মধ্যে এক জনকে বাছাএটা তো কোচ আর দলের কাছে উপহারের মতোই।” |
|
|
|
|
|